Shafkat Digital-Marketing Expert

Shafkat Digital-Marketing Expert As a passionate and results-driven digital marketing specialist, I am dedicated to creating impactful campaigns that fuel business growth and drive success.

With expertise in Facebook, Google, and YouTube ads, I thrive in crafting tailored strategies that connect brands with their target audiences and deliver exceptional outcomes. My journey in the digital marketing realm has been one of continuous learning and evolution. Through years of hands-on experience, I have honed my skills in audience targeting, ad optimization, and data analysis, allowing me

to make data-driven decisions that resonate with the ever-changing market trends. What sets me apart is my relentless pursuit of excellence. I am committed to staying ahead of the curve by embracing innovative techniques and leveraging the latest tools to achieve outstanding results for my clients. My ability to understand the unique needs and goals of each business empowers me to tailor campaigns that align with their vision and aspirations. Beyond my technical expertise, I am an effective collaborator and communicator. Working cross-functionally with design, content, and development teams, I bring synergy to campaigns that deliver seamless user experiences. Passionate about making a difference, I am excited to connect with like-minded professionals and businesses seeking to elevate their digital presence and achieve new heights of success. Let's collaborate on a journey that drives growth and takes your brand to the next level. Together, we can transform aspirations into achievements. Regards.

08/12/2023

Customizing shopify website and then we will go for ppc campaign.

01/12/2023


Framing effect in business.
05/11/2023

Framing effect in business.

22/09/2023

আসসালামু ওয়ালাইকুম, আজকে বলবো ফ্রিল্যান্সিং করার জন্যে কোন দেশ গুলো BEST CHOICE এবং কেন? 🚀🎯
- অনেক দেশ আছেন যারা কিনা এখনো ফ্রিল্যান্সিং কে সেইভাবে সাপোর্ট করেন না। সেই সকল দেশের মার্কেট এ এখনও সেইভাবে ফ্রিল্যান্সিং মার্কেট টা আয়ত্ত্ব করতে পারেন নি। আসুন নিচে একটু লিস্ট টা দেখে নেই 👇
1. USA ( United States of America ) 🇺🇸 :-
- বিশাল এক ফ্রিল্যান্সিং মার্কেট রয়েছে আমেরিকায়। জী তারা ট্রেন্ড এর সাথে চলতে পছন্দ করেন এবং ফ্রিল্যান্সিং এ জব অপরচুনিটি অন্যান্য দেশের তুলনায় তাদের বেশি থাকে। কেননা তারা ফ্রিল্যান্সিং মডেল ইউজ করে অনেক COST কমায়।
2. UK ( Unites Kingdom ) 🇬🇧 :-
- UK এর একটা স্ট্রং ফ্রিল্যান্সিং কমিউনিটি রয়েছে। এবং বেশির ভাগ ইন্ডাস্ট্রি ফ্রিল্যান্সিং ওয়ার্ক এর উপর এখনো নির্ভরশীল থাকেন। এবং সেই দেশে এই প্রফেশন কে " High Standard of Living " বলা হয়।
3. Canada 🇨🇦 :-
- ক্যানাডা হচ্ছে আরেকটা জনপ্রিয় Destination ফ্রিল্যান্সার দের জন্যে। তারা বেশির ভাগ ফ্রিল্যান্সার দের স্ট্যাবল ইকোনমি অফার করে, আর তারা ও সুযোগ এর অপেক্ষায় থাকে ভালো ফ্রিল্যান্সার কে একটু কম প্রাইস এ হায়ার করার এবং তাদের দেশে এই Culture টা প্রতিনিয়ত চলছে।
4. Australia 🇦🇺 :-
- বর্তমানে মোস্ট গ্রওয়িং ফ্রিল্যান্সিং কান্ট্রি এবং ফিউচার বুম হিসেবে অখ্যাত করা হয়। এবং তাদের দেশে স্কিলড ওয়ার্কার দের হাই ডিমান্ড রয়েছে।
আইটি সেক্টর,ডিজাইন এবং মিডিয়া তে ফ্রিল্যান্স ওয়ার্ক এর ভালো চাহিদা রয়েছে যা ভবিষ্যতে আরো EXPAND করবে।
5. Germany 🇩🇪 :-
- জার্মানি কে চেনা হয় তাদের স্ট্রং ইকোনমির জন্যে। তাদের একটা ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্স রয়েছে সেইটা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও আছে। তাদের দেশে ভালো অপরচুনিটি পাবেন Tech-Industry এর ক্ষেত্রে,ইঞ্জিনিয়ারিং এবং কনসাল্টিং এর জন্যে তারা ভালো অপরচুনিটি দিয়ে রাখেন ফ্রিল্যান্সার দের।
6. Netherland 🇳🇱 :-
- নেদারল্যান্ড পরিচিত তাদের কাজের অগ্রগতিশীলতার জন্যে। ওয়েল ডেভেলপড ফ্রিল্যান্সিং কান্ট্রির মধ্যে তাদের দেশ রয়েছে এবং বিভিন্ন সেক্টর এ অপরচুনিটি দিয়ে থাকেন।
7. Spain 🇪🇸 :-
- ফ্রিল্যান্সিং এর জন্যে স্পেইন একটা প্রাণবন্ত দেশ। বিভিন্ন দেশের ফ্রিল্যান্সার দের নিয়ে তাদের নিজস্ব কমিউনিটি ও রয়েছে যেইখানে আমি নিজেও ছিলাম। এবং এদের সাথে একটা ভালো রিলেশনশিপ বিল্ড করতে পারলে সামনে আরো ভালো কিছু পাওয়ার উপেক্ষা রাখেন।
8. New Zealand 🇳🇿 :-
- এইটা একটা আকর্ষনীয় দেশ ফ্রিল্যান্সারদের জন্যে কেননা তাদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হচ্ছে অন্যতম গ্রউইং ইন্ডাস্ট্রি। তাদের দেশেও প্রচলন ভালো চলছে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে তাই বলা যায় নিউ জিল্যান্ড ও একটা বেটার কান্ট্রি যেইখানে আপনি ফ্রিল্যান্সিং কাজের অপরচুনিটি পেতে পারেন।
9. UAE ( United Arab Emirates ) 🇦🇪 :-
আমরা এই দেশ এর প্রধান শহর কে দুবাই বলে থাকি। আর সেইখানে রয়েছে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বেশি চাহিদা কেননা সেই সব দেখে বাকি অন্যান্য রাষ্ট্র এবং দেশ থেকে মানুষ রা এসে বিজনেস করে এবং তাদের বেশির ভাগ ই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে সেলার হায়ার করেন।
✅ উপরোক্ত দেশ গুলো ছাড়াও অনেক দেশ রয়েছে যেগুলা ফ্রিল্যান্সিং বান্ধব কিন্তু তারা এখনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কে ঐভাবে অপরচুনিটির জন্যে অব্যহিত দেন নি। তাই আপনি চাইলে এসব দেশ গুলোতে চেষ্টা চালিয়ে যেতে পারেন টার্গেট করে। শুধু দেশ নয় পাশাপাশি শহর গুলাও টার্গেট এ রাখেন।

21/09/2023

🚀 ক্লায়েন্ট কমিউনিকেশন এর মধ্যে ক্লায়েন্ট কে Hypnotize এর মাধ্যমে কিভাবে আপনার সার্ভিস সেল আউট করবেন? (অবশ্যই পড়বেন)
" '5' YES Approach Model " ✅⌛
💡 অনেক ভাই - বোন আমাকে বলেন যে, ভাই ক্লায়েন্ট রিপ্লাই তো দেয় কিন্তু সে আমার সার্ভিস নিতে চায় না, বা আমাকে পরে সীন করে রেখে দেন, Not Interested বলে দেয়।
- ভাই ক্লায়েন্ট কে রিচ করার পূর্বে সর্বপ্রথম আপনাকে একটা বেস্ট লিড কালেক্ট করতে হবে।
মানে ক্লায়েন্ট এর আসলেই যদি কোন সমস্যা থাকে সেইটা ফাইন্ড আউট করেন তারপরেই তাকে রিচ করুন, নাহলে এই সেলস ফর্মুলা কোন কাজের ই না ! ⌛
আসেন তাহলে " '5' YES Approach Model " টা একটু দেখে নেই 👇
👉 ক্লায়েন্ট কে ৫বার YES বলাতে হবে টেক্সট এর মাধ্যমে/কল এর মাধ্যমে। জী হ্যা ক্লায়েন্ট কে ৫টা এমন প্রশ্নের flow তে নিয়ে যাবেন যেইখানে আপনার ক্লায়েন্ট YES পজিটিভ টাইপ উত্তর দিবে।
এমন যেকোন প্রশ্ন করবেন যেইখানে আপনার ক্লায়েন্ট আপনাকে হ্যা বলবে!
- প্রথমে ক্লায়েন্ট কে মেসেজ দিয়ে এপ্রচ করে বলবেন যে আপনি তার সাথে অনলাইন বিজনেস নিয়ে আলাপ করতে চাচ্ছেন এবং আপনি কোন স্প্যাম নন।
যেমন :-
👉 ১ম প্রশ্ন :- "মানুষের জীবনে অনলাইন বিজনেস এর গুরুত্ব অপরসীম, এই যুগে অনলাইন বিজনেস না করলে তুমি যুগের থেকে পিছিয়ে থাকবে। তুমি কি এইটা বিশ্বাস করো?"
- YES,I believe so.
👉 ২য় প্রশ্ন :- "অনলাইন বিজনেস এ বর্তমানে কম্পিটিশন বেড়েই চলছে, তোমার আশে পাশে দেখো বেশির ভাগ বিজনেসম্যান অনলাইন এ বিজনেস কে ট্রান্সফর্ম করে যাচ্ছে। তোমার কানেকশন এ এমন মানুষ আছেন যারা অনলাইন বিজনেস এ বেশি ফোকাস দিচ্ছে?"
- YES Fahad. There's been some guy doing so good online businesses I have seen.
👉 ২য় প্রশ্ন (২) :- "ফেসবুক এখন অনেক চাহিদাসম্পূর্ন একটা প্লাটফর্ম, এইখানে বিভিন্ন ধরনের ক্রেতা পাওয়া যায় বলেই অনলাইন ফেসবুক বিজনেস গ্রো করতেছে। তুমি কি আমার সাথে একমত?"
- Yes I also feel like what you are feeling rn .
👉 ৩য় প্রশ্ন :- " বিজনেস এর ক্ষেত্রে তুমি যদি তোমার আইডল অডিয়েন্স দের টার্গেট করো, তাহলেই তোমার সেলস পাওয়ার সম্ভাবনা ৮০-৯০% থাকে। তোমার এই বিষয়ে মন্তব্য কি জানতে পারি?"
- Yes Fahad, But I have to figure out my ideal prospects.
💡 এখন ক্লায়েন্ট এর লিড ধরে একটু টানা শুরু করবেন।
👉 ৪র্থ প্রশ্ন :- " দেখো তুমিও যদি অনলাইন এ বিজনেস গ্রো করতে পারো তাহলে কিন্তু ৩x বেশি লাভবান হতে পারবে, তুমি যদি চাও তোমার বিজনেস এর একটা ফ্রী এনালাইটিকাল রিপোর্ট তৈরি করে দিব/তোমার বিজনেস এর একটা ফানেল তৈরি করে দিব, কেননা তোমার মাইন্ডসেট আমার অনেক পছন্দ হয়েছে এবং এইটা কে আমি appreciate করি। তুমি কি আমার তোমার প্রতি appreciaton গ্রহণ করতে চাও? "
- Yes Fahad, I would love to.
💡 তাকে একটা রিপোর্ট বা ফানেল তৈরি করে দিবেন যেইখানে সে তার বিজনেস এর অবস্থা বুঝতে পারবেন+কিভাবে কি করলে বিজনেস গ্রো করতে পারবে সেইটা ও উল্লেখ্য করে দিবেন। অডিট রিপোর্ট এর মতো।
👉 ৫ম এবং ক্লায়েন্ট ক্লোজিং প্রশ্ন :-
"দেখো তোমার বিজনেস এর বর্তমান অবস্থা এবং কিভাবে এই অনলাইন বিজনেস কে গ্রো করবে সেইটাও উল্লেখ্য করে দিয়েছি। তুমি যদি চাও তোমার এই সমস্যার সমাধান আমি দিবো তাই আমার সাথে মিটিং কল এ আসতে পারো, তুমি কি মিটিং কল এ আসতে ইচ্ছুক আমার সাথে? "
- Yes Fahad I'm interested, but I can't come on call now we should schedule a meeting.
✅ DONE! CLIENTS IS CLOSED!!!
- জী ভাই উপরের যে টেকনিক টা দেখাইসি ক্লায়েন্ট কমিউনিকেশন এর, এইটা হচ্ছে দুনিয়ার most powerful টেকনিক সেলস এর ক্ষেত্রে।
- ক্লায়েন্ট ৩বার হ্যা বলার পর আপনি তার লিড কে আরেকটু বাড়াবেন ৪র্থ প্রশ্ন করে তারপর ৫ম প্রশ্ন তে তাকে নিজের সার্ভিস অফার করবেন কিংবা মিটিং এর অফার করবেন!
- ক্লায়েন্ট যখন আপনাকে ৪বার yes বলবেন তখন তার একটা প্যাটার্ন flow তে থাকে Yes বলার, আর তার আপনার প্রতি ইন্টারেস্ট এবং পজিটিভ ভাইব ও বাড়তে থাকে আপনার প্রতি।
- তাই সে ৫ম বার যখন আপনি অফার করবেন তখন সে আপনার সার্ভিস কিনতে রাজি হয়ে যাবে অথবা আপনার থেকে একটু টাইম চাইবে।
✅ ভাইয়া ক্লায়েন্ট কে শুধু মেসেজ দিয়ে তার প্রব্লেম ফাইন্ড আউট করেই যদি বলেন আপনি তাকে সলিউশন দিবেন তাহলে ভাই এত টাও সহজ না বিদেশী দের পকেট থেকে ডলার বের করা। SALES TECHNIC খাটাতে হবে 🚀
Fahad alam

20/09/2023

আসসালমুআলাইকুম, আজকে আপনাদের বলবো সোশ্যাল মিডিয়া তে ক্লায়েন্ট কে কিভাবে রিচ করবেন 💡🚀 :-
এইখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এর কথা ই বলা হচ্ছে 💁🏻‍♂️
জী হ্যা এই দুইটা প্ল্যাটফর্ম অনেক বড় একটা প্লাটফর্ম যেইখান থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন।
একটি জরিপ এ দেখা যায় ফেসবুক এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৪০০ মিলিয়নের উপর বিজনেসম্যান ব্যবসা করে ।
দেখসেন কত বড় অডিয়েন্স? 🚀 তাও যদি বলেন কাজ পাচ্ছেন না তাহলে কিভাবে কি ভাই? তারা আপনাকে কাজ দিতে চাচ্ছেনা এটা হচ্ছে মূল কথা 💁🏻‍♂️ আরে আগে নিজের দিক থেকে বিবেচনা করেন কষ্ট করে একটু 🤲
ধরেন আপনি নিজে একটা বিজনেস করেন এখন আপনাকে প্রতিদিন ৫/১০জন স্ক্যামার এর মত মেসেজ দিয়ে দিয়ে বলে যে কাজ করে দিবে, এই সমস্যা ওই সমস্যা তাহলে কি আর হবে? 😞 আপনি তো নিজেই ইগনোর করবেন এদের নাহলে সবার আগে প্রোফাইল টা চেক করবেন যে আসলেই তারা আপনার প্রব্লেম সলভ করতে পারবে কিনা?
🗨️ জী হ্যা আপনাকে সবার আগে নিজেই এই দুই প্লাটফর্মে একাউন্ট অপটিমাইজ করতে হবে কারণ ক্লায়েন্ট আপনার প্রোফাইল চেক করে কিন্তু মনে রাখবেন 💁🏻‍♂️
👉 আচ্ছা এখন আপনি ক্লায়েন্ট কে মেসেজ দিয়ে বললেন তোমার ফেসবুক এ সেল হচ্ছে না আর তোমার ফেসবুক পেইজ ও তেমন অপটিমাইজড না যার জন্যে কাস্টমার রা আগ্রহ প্রকাশ করে না তোমার পেইজ থেকে কিছু কিনার। তুমি চাইলে আমাকে দায়িত্ত্ব দিতে পারো 💁🏻‍♂️
এই গেলো ক্লায়েন্ট সিন করলো কিন্তু কোন রেসপন্স করলো না।
👉 আরেকটা ফলো আপ মেসেজ দিবেন
" তুমি কি কোন সন্দেহ করছো? তোমার যদি আসলেই ইন্টারেস্ট থাকে তাহলে আমার সাথে কল এ/মিটিং এ আসো আমি তোমাকে ফ্রী এডভাইস দিব কেননা আমি একজন প্রফেসনাল ডিজিটাল মার্কেটার আর মার্কেটিং আমার প্রফেশন। আমি বেশি বেশি কাজ করতে চাই গ্রো করার জন্যে।"
জী এইভাবে খোলা মেলা কথা বলবেন এতে ক্লায়েন্ট আপনার প্রতি বিশ্বাস জন্মাবে।
💡 আরেকটা টিপস হচ্ছে আপনি ক্লায়েন্ট কে মেসেজ দিয়ে বললেন তোমার নিশ টা আমার নিশের সাথে মিলে, আমরা কি একটু কথা বলতে পারি? তোমার সাথে একটা ভালো নেটওয়ার্ক বিল্ড করতে চাচ্ছি আমি।
দেখুন এইখানে আপনি যেহেতু রিলেশনশিপ এর অফার দিচ্ছেন তাহলে অবশ্যই ক্লায়েন্ট রিপ্লাই করবে আর এখন এই লোক কে ক্লায়েন্ট এ নিয়ে আসার টার্গেট রাখবেন নিজের বুদ্ধিমতা দিয়ে।
তারপর তার সাথে কথা বলতে থাকবেন, তার পেইন পয়েন্ট বোঝার চেষ্টা করবেন তাকে সলিউশন দিবেন তারপ

06/08/2023

゚viral

05/08/2023

゚viral

Address

Ctg
Chittagong
4211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafkat Digital-Marketing Expert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share