03/10/2025
🌼নমঃ যন্ত্র🌼
যন্ত্র জানে মনের মন্ত্র
যান্ত্রিক জীবনে যন্ত্র ছাড়া আমাদের প্রতিটি মূহুর্ত অচল মনে হলেও একদা যন্ত্র বিনাও জীবন চলছিলো সাচ্ছন্দ্যময়। বর্তমানে সকল সহজ কাজের কৃতিত্ব যন্ত্র পেলেও সেই যন্ত্রের উদ্ভাবনে মানব মস্তিষ্কের কৃতিত্ব ছিলো কঠিন। ভবিষ্যতের সম্ভাবনায় যন্ত্রের কৃত্রিম মস্তিষ্কের গুরুত্ব অপরিসীম, তবে তার পেছনের অকৃত্রিম মনুষ্য মস্তিষ্ক সর্বদাই সচল এবং অপরিবর্তনীয়। এহেন মনুষ্য মস্তিষ্কের কদর অনুধাবনে ব্যর্থ হলে, ভবিষ্যৎ প্রজন্মে ঈশ্বরের পরিবর্তে যন্ত্রের নামই জপ হবে অবিরত। অতএব,
যন্ত্র বিনাও জানতে হবে
যন্ত্রের ভাষাও মানতে হবে।
সৃজনেঃ অপটিমিষ্ট দে
প্রতিমাঃ নির্মাণ দত্ত
সহযোগিতায়ঃ শৈবাল পাল এবং দেবাদিত্য ভট্টাচার্য
আয়োজনেঃ পি কে সেন কম্পাউন্ড সর্বজনীন পুজা উদযাপন পরিষদ, সদরঘাট, চট্টগ্রাম।
credit-
Any update to visit পুজো পঞ্জিকা