
11/07/2025
বি প দ না শি নী পু জো ২ ০ ২ ৫
“গল্প নয় সত্যি”
In Search Of Shambala
একটি পুরানো কিংবদন্তি বলে, হিমালয়ের কোন এক গোপন উপত্যাকায় আছে এক পবিত্র নগরী সাম্ভালা। বৌদ্ধ কালচক্র তন্ত্র মতে, ভবিষ্যতে ওই শহরের রাজা রুদ্র চক্রিন যিনি অন্ধকার যুগে অশুভ শক্তিকে পরাজিত করবেন এবং হিন্দু পুরান মতে, যে স্থান হবে কল্কি অবতারের আবির্ভাবের স্থান এবং সাত চিরঞ্জীবীর আবাসস্থল। হিটলার, নিকোলাস, হেলেনা ব্লাভাটস্কি এবং প্রমূখ ব্যক্তিদ্বয়ের গবেষণায় সাম্ভালা উদ্ভাবনের সম্ভাবনার আলো দেখতে পাওয়া যায়। যদিও এটির অস্তিত্ব বাস্তবে কাল্পনিক, কিন্তু মানুষের বিশ্বাসে এটি বিশাল স্থান দখল করে আছে। সাম্ভালা এমন একটি রাজ্য যার দরজা খোলে না মানচিত্রে, খোলে আত্মজ্ঞান ও ধ্যানের পথে।
হয়তো দৃষ্টিভঙ্গি পরিবর্তনে আমরা অনুভব করতে পারবো পৌরাণিক সবটাই গল্প নয়, কিছুটা সত্যি।
সৃজনেঃ অপটিমিষ্ট দে
প্রতিমাঃ দেবদিত্য ভট্টাচার্য্য
অলংকরণেঃ নিলয় নন্দী
পুজাঙ্গনঃ রিতা ভট্টাচার্য্য বিল্ডিং, কালী চক্রবর্তী কলোনী, আলকরণ, সদরঘাট, চট্টগ্রাম
Credit-
Any update to visit পুজো পঞ্জিকা