আল্লাহ্ পাকে্র গোলাম

আল্লাহ্ পাকে্র গোলাম আল্লাহ্ পাকে্র গোলাম।
নবীর উম্মত।

07/06/2025

খুব মজার ছিলো সেই দিনগুলো, যখন মা বলতো আজ স্কুল থেকে আসলে তোর নানুর বাড়ি যাবো।

07/06/2025

পর্দাশীল মেয়েরা হলো,বাবার গৌরব, ভাইয়ের সম্মান,স্বামীর সম্পদ,সন্তানের আর্দশ মা,আর জান্নাতে মা ফাতেমার সাথী,আলহামদুলিল্লাহ্।

07/06/2025

রাসূল (সাঃ)কোন সাহাবীকে অসুস্থ অবস্থায় মসজিদে নববীতে ইমামতী করতে বলেছিলেন?
হযরত আবু বক্কর (আঃ)
হযরত ওমর ফারুক (আঃ)
হযরত আবদুর রহমান বিন আউপ (আঃ)
জানা নেই?

07/06/2025

নামাজে রুকু করা কী?
ফরজ
সুন্নত
নফল
জানা নেই??
কোনটা?

07/06/2025

তুমি যার সাথে যেখানেই সুখ পাও সেখানে থাকো।
আমি নাহয় তোমাকে একতরফা ভালোবাসবো।

দেখেন মেয়ে কে দিয়ে, নাচ গান করিয়ে,মানুষ কে দেখিয়ে টাকা কামাচ্ছে, কমেন্ট করার পর সেলেব্রিটি দিশার মায়ের ব্যবহার কেমন এটা ...
07/06/2025

দেখেন মেয়ে কে দিয়ে, নাচ গান করিয়ে,মানুষ কে দেখিয়ে টাকা কামাচ্ছে, কমেন্ট করার পর সেলেব্রিটি দিশার মায়ের ব্যবহার কেমন এটা নিজ চোখে দেখেন??!!

07/06/2025

Acting করতে যোগ্যতা লাগে, ভয়াবহ রকমের যোগ্যতা। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও। পর্দার অভিনয় আমরা চায়ের দোকানে বসে জাজ করি, কারণ ক্যামেরা মিথ্যা ধরতে পারে। ক্যামেরার সামনে তাই real না হলে সেটা চোখে পড়ে—মেকি ভাব টের পাওয়া যায়।

আর বাস্তব জীবনে? মানুষ কি এতই বোকা যে বুঝবে না কে অভিনয় করছে? যারা মিথ্যা বলে বা ফেক আচরণ করে, তারা ভাবে কেউ ধরতে পারছে না। কিন্তু সত্যি বলছি—চোখের ভাষা, গলার টোন, মুখভঙ্গি—সব বলে দেয়। প্রচণ্ড দক্ষ না হলে ধরা পড়ে যেতেই হবে। আমি তো বুঝি, আর বেশিরভাগ মানুষ-ই বোঝে। তারা মুখে কিছু না বললেও বিশ্বাস করেন, বোঝে।

তাই যারা মিথ্যা বলেন বা মুখে মুখে অভিনয় করেন, মনে রাখবেন—এটাও একটা আর্ট। ফাঁপা মাথা নিয়ে করলে সেটা হাস্যকর লাগে।

02/06/2025

😭😭

31/05/2025

শুভ রাত্রি

25/05/2025

✒️:শেষ দেখা এবং ক্ষমা

আপনি কি জানেন?
আপনার পরিচিত কিংবা চেনাজানা অনেকের সাথে আপনার শেষ দেখা হয়ে গেছে!
এমন অনেকের সাথেই দেখা করে ফেলেছেন যাদের সাথে আপনার জীবিত অবস্থায় আর কখনোই দেখা হবে না।
পরে দেখা হবে বলেছেন,
তাদের মধ্যে অনেকে এখন পরকালে।
আপনার শরীরে শক্তি আছে এবং আপনার অনেক ক্ষমাতা আছে বলে আপনি যার-তার সাথে খুব অনায়েসে দূর ব্যবহার করে হনহন করে হেটে চলে গেছেন।
হয়তো অনুতপ্ত হওয়ার পর সে মানুষটাকে দেখা হলে সরি বলবেন ভেবে ভেবে দিন মাস পার করেছেন,দেখা হবার আগেই হয়তো শুনবেন মানুষটা হঠাৎ করে মারা গেছে।
মানুষের জীবনে অনেক বড় ব্যাপার হলো শেষ দেখা

এমন অনেকের সাথে শেষ দেখা হয়ে এটা ভেবে বলে এসেছেন। হয়তো দেখবেন তার সাথে না চাইতে আরো অনেক বার দেখা হয়ে যাচ্ছে।
*দুরারোগ্য বয়ষ্ক লোকটি যে মারা যাবে এটা ভেবে দেখা করে এসেছেন, হয়তো এর পরের দিন আপনার নিস্তব্ধ দেহ দেখার জন্য অনেক লোক ছুটে আসছে।

তাই কারোর সাথে অন্যায় করে থাকলে ক্ষমা চাইবেন ভেবে ভেবে সময় পার না করে তৎক্ষনাৎ ক্ষমা চেয়ে নিন।
এবং কেউ আপনার সাথে অন্যায় করে ক্ষমা চাইলে যতসম্ভব মন থেকে তাকে ক্ষমা করে দিন।
*তাই জীবনের শেষ সময় আসার পূর্বে সবার সাথে ভালো ব্যবহার করুন, সবাইকে ভালোবাসুন,সম্মান করুন।
কারণ বলা তো যায় না এদের মধ্যে কার সাথে কখন শেষ দেখা হয়ে যায়।

ইসলাম:
*ক্ষমার মাধ্যমে মানুষের পাপ মোচন করা হয়।যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে আল্লাহ তাআলা বলেন,
''আর যদি তোমরা মার্জনা করো ও দোষ ত্রুটি উপেক্ষা করো,তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান "
(সূরা :তাগাবুন,আয়াত:১৪)
*মানুষের উপর অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন এমন অপরাধ দুনিয়ার জীবনেই মানুষ যার শাস্তি পেয়ে যায়। শুধু মানুষ নয় পশুপাখির উপর ও জুলুম করা হারাম।জুলুম ভয়াবহ অপরাধ।
এই অপরাধে দুনিয়ার শাস্তির পাশাপাশি পরকালে কঠিন শাস্তি দেওয়া হবে।
আল্লাহ তাআলা বলেন -
"জালিমরা শিগগিরই জানবে,কোথায় তারা প্রত্যাবর্তন করবে"
(সূরা:শুআরা,আয়াত:২২৭)

মানুষের সাথে এমন আচারণ করুন যে আচরণ আপনি মানুষের কাছে আশা করেন।কারো সাথে খারাপ ব্যবহার করার আগে নিজেকে তার জায়গায় দাঁড় করান এবং চিন্তা করুন একই ব্যবহার আপনি পেলে আপনার কেমন লাগতো।

বি:দ্র: ভুল ত্রুটি ক্ষমা যোগ্য

24/05/2025

প্রিয় বাংলাদেশ, কাঁদিস কেন?
হে সোনার বাংলা,
তোর চোখে এতো জল কেন?
তুই যে লাল-সবুজের স্বপ্ন ছিলি,
আজ কেন এতো নিঃসঙ্গ, এতো ক্লান্ত?

তোর মাটিতে যে র*ক্তের গন্ধ,
তা কি শুধু শহীদের নয়?
নাকি তোর বুক চিরে
খাবলা খাওয়া শকুনের লালসা?

প্রিয় বাংলাদেশ—
জানি, তুই ভালো নেই,
তুই কোনোদিনই ভালো ছিলি না।
জন্মের পর থেকেই তোকে
লুটে নিচ্ছে নেতা নামের জন্তুগুলো,
তোর বুক ছিঁ*ড়ে খায় তারা—
আর তুই কাঁদিস, নীরবে, নিঃশব্দে।

নির্বাচনের নামে উৎসব হয়,
আসন বদলায়, মুখ বদলায়,
শুধু শকুন বদলায় না —
তোর ক্ষ*ত একই থাকে,
বুকের র*ক্ত ঝরে আগের মতোই।

ওদের কোনো পরিচয় নেই—
না জাত, না দল, না ধর্ম।
লোভই ওদের ঈশ্বর,
ক্ষমতাই ওদের পূজা।
ওরা অক্টোপাসের মতো রঙ পাল্টায়,
হায়নার মতো ছিঁ*ড়ে খায়,
শিয়ালের মতো চতুর,
বানরের মতো দুর্বৃত্ত।

তারা বেচে দেয় তোর স্বাধীনতা,
তোর চেতনা, তোর রক্তাক্ত ইতিহাস—
ধর্মের মুখোশ পরে চালায় চুরি।
তারা হজ্ব করে চুরির টাকায়,
বিদেশে পাঠায় সন্তানদের,
এদেশে রেখে যায় জনতাকে ।

তারা গরিবের থালায় হাত দেয়,
তারা চিতা পোষে, খু*নিকে পালন করে—
জনতার সেবক হয়ে
জনতারই শত্রু হয়ে ওঠে।

তারা হিং*স্র, তারা লোভী, তারা ভ*য়া*নক।
তারা জানোয়ার—
তারা মানুষরূপী অমানুষ।

তবুও প্রিয় বাংলাদেশ,
তুই আমার মা—
তোর বুকেই আমি মাথা রাখি,
তোর কান্নার শব্দে
আমি শুনি এক নবজাগরণের ডাক।

তুই কাঁদিস, কারণ তুই এখনও বেঁচে আছিস,
তুই কাঁদিস, কারণ তুই স্বপ্ন দেখিস,
তুই কাঁদিস, কারণ তোর বুকে এখনও আশা বেঁচে আছে।

একদিন তুই রুখে দাঁড়াবি—
এই বিশ্বাসেই
আমি তোর পায়ের ধুলায় জীবন সাজাই।

প্রিয় বাংলা
ভালবাসি তোকে
আমার প্রিয় বাংলাদেশ ।

#বাংলাদেশ #বাংলাদেশের

pricila

24/05/2025

একটা অনুরোধ, জনাব ওয়াকার স্যার .....

জেনারেল ওয়াকার স্যার,
আপনার কাজের মাধ্যমে আপনি অমর হয়ে থাকতে পারেন। ইতিহাসে জায়গা করে নিতে পারেন সত্যিকারের একজন ‘জনতার জেনারেল’ হিসেবে। শুধু কিছু ভালো কাজ করুন—মানুষ তখন আপনার অতীত ভুলে যাবে, ক্ষমা করে দেবে।

আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ,
ড. ইউনূসের সঙ্গে বসুন।
একটা গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন।
একটা কথা দিন জাতিকে—নির্বাচন সুষ্ঠু হবে, সেনাবাহিনী মাঠে থাকবে, নিরপেক্ষ থাকবে।

এই দেশের ছিনতাই , অপরাধ ,চাঁদাবাজি, টেন্ডারবাজি—এইসব বন্ধ করা আপনাদের একদিনের কাজ।
যেই অন্যায় করবে, সে যেই দলের হোক—সমন্বয়ক, বিএনপি, জামাত—কাউকেই ছাড় দেয়া হবে না।
এটাই তো আমাদের চাওয়া।

আপনি যদি বলেন, “এসব আমাদের কাজ না”,
তাহলে আমাদের জিজ্ঞাসা—আপনাদের কাজ কী?
আপনাদের ৫৭ জন অফিসার ভাই যখন একের পর এক হারিয়ে গেলেন,
আপনারা কিছুই করলেন না।
ওই ভাইদের রক্ষা করা তো আপনার ঈমানী দায়িত্ব ছিল, স্যার!

আর দুর্নীতিবাজদের ক্যান্টনমেন্টে আশ্রয়—
খাওয়ানো, ঘুমানোর সুযোগ—
এই কাজ কি সেনাবাহিনীর পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে?
ছাত্র আর সাধারণ জনগণের উপর গু*লি চালানো—
এটাও কি ছিল সেনাবাহিনীর সত্যিকারের দায়িত্ব?

স্যার, যেহেতু কিছু খারাপ কাজ করেই ফেলেছেন,
এবার যদি কিছু ভালো কাজ করেন, সমস্যা কোথায়?
ভাল কাজে চাপা পরে যাবে মন্দ কাজগুলো । জাতী ক্ষমা করে মাথায় তুলে রাখবে আপনাদের ।

প্লিজ তিন বাহিনী একসাথে বলেন—
“আমরা ড. ইউনূসের পাশে আছি, দেশের পক্ষে আছি।”
বুকে পাথর বেঁধে একটা ভালো কাজ করুন না স্যার!
দ্রুত সংস্কার শেষ করে, একটা সুন্দর, সুশৃঙ্খল নির্বাচনের ব্যবস্থা করুন।
সহযোগিতা করুন, পাশে থাকুন।

আপনার পরিবার নিশ্চয়ই আপনাকে বলেন—
“এই কাজটা ঠিক না, বাবা।”
আপনি কি চান না, তারা গর্ব করে বলুক—
“আমার বাবা দেশের ভবিষ্যৎ বদলে দিয়েছেন”?

ভালো কাজ করে আপনি অতীতের সব দুর্নাম মুছে দিতে পারেন।
সুনাম কামাই করতে পারেন।
ইতিহাসে স্থান করে নিতে পারেন—জেনারেল ওয়াকার নামে।

আপনি এমন কিছু করুন, যেন ড. ইউনূস একদিন বলতে বাধ্য হন—
“ওয়াকার আমার সঙ্গে ছিলেন, দেশের পক্ষে ছিলেন।”
ভালো কিছুর সঙ্গে থাকলে সমস্যা কোথায়, জনাব ওয়াকার?

জীবন একটাই।
সুযোগ বারবার আসে না।
আপনার মন কি বলে না,
আবু সাঈদ, মুগ্ধ—ওদের মতো ইতিহাসে নাম লিখাতে ?

আপনার চাকরির মেয়াদ প্রায় শেষ।
আপনি তো নামাজ-রোজা করেন, ধর্মপ্রাণ মানুষ।
দেশটাকে নিরপেক্ষ করে দিয়ে যান,
এটাই আপনার শেষ দায়িত্ব।

মন্দ কাজের সময় তো কাউকে জিজ্ঞাসা করেননি,
“এটা আমাদের কাজ কিনা?”
তাহলে ভালো কাজের আগে কেন আইন খুঁজতে হবে?

আপনি নামাজে ইমামতি করেছেন—
এটাও একটা ইতিহাস।
দেশটাকে সোজা করে দিন—
আরেকটা ইতিহাস গড়ে তুলুন।

একবার ভাবুন স্যার,
যে হাসনাতকে কেউ চিনত না, আজ সে নায়ক।
আপনি যদি ভালো কিছু করেন,
মানুষ একদিন রাস্তায় নেমে আপনাকে প্রধানমন্ত্রী বানাতে চাইবে।
অসম্ভব কিছু না।
শুরুটা এভাবেই হয়।

প্রত্যেক মানুষের জীবনে ভুল থাকে।
ভুল থেকে শিক্ষা নিন।
আপনি ঘোষণা দিন—
সেনাবাহিনী ক্ষমতা নেবে না,
কিন্তু কারও কোন অন্যায়কে সহ্যও করবে না।

সরকারকে সহায়তা করুন,
কিন্তু সরকারের কেউ যদি অন্যায় করে—তাকে ছাড় দেবেন না।

বিশ্বাস করুন, ওয়াকার স্যার—
আপনি পারেন জনগণের নয়নের মনি হতে।
আপনার হাতে ক্ষমতা আছে—
সেই ক্ষমতাটা দেশের ভালোতে কাজে লাগান।

আপনার বাহিনীর অনেক অফিসার আজ বিভক্ত।
আপনি এই ভাল পথে হাঁটলে,
তারা জীবন দিয়ে দেবে আপনার আদর্শ রক্ষায়।

প্লিজ স্যার,
দেশটাকে ঠিক করে দিয়ে যান।
আর ভুল নয়।
সুযোগ এসেছে—
সেই সুযোগটা কাজে লাগান।

আপনি কল্পনাও করতে পারবেন না ,
আপনার জন্য কি অপেক্ষা করছে ভবিষ্যতে ।
আপনি চাইলে সবাইকে অচল করে দিয়ে
চালকের আসনে বসতে পারেন ,
ভাল কিছুর জন্য ,
দেশের জন্য ,
জনগণের জন্য ।
ভাল কাজে ভয় কিসের স্যার ।
প্লিজ সুযোগটা কাজে লাগান ,
অমর হয়ে থাকুন ইতিহাসের পাতায় ।
#বাংলাদেশ

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল্লাহ্ পাকে্র গোলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share