07/06/2025
একবার ভাবো তো—
যদি ইব্রাহিম (আ.)-এর ছুরির নিচে সত্যিই পড়ে যেতেন ইসমাইল (আ.),
তবে কি পারতে নিজের সন্তানের ছবি তুলে লিখতে—
“হাম্বা মোবারক”?
আজ কোরবানী মানে হয়ে দাঁড়িয়েছে—
দামি গরু, ঝলমলে ছবি, আর লোক দেখানো ত্যাগ!
কিন্তু কোরবানী মানে তো ছিল,
আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ছাড়তে শেখা।
একটা প্রাণ যাচ্ছে, আর আমরা তা লাইভে দেখাচ্ছি, পিক আপলোড দিচ্ছি—
এ কেমন উৎসব?
কোরবানী শুধু ছুরি চালানো না,
ভেতরের পশুটাকে কেটে ফেলার শিক্ষা।
আল্লাহ মাংস চান না,
তিনিই চান অন্তরের তাকওয়া।
তাই এবার কোরবানী করো— লোভ, অহংকার আর রিয়াকে।
ফেসবুকে না, ঈমানের সঙ্গে অন্তর দিয়ে কোরবানী হোক !