Meditrix by Aakash

Meditrix by Aakash সাম্প্রতিক বিষয় নিয়ে নিত্য নতুন তথ্য পেতে পেইজে লাইক/ফলো দিয়ে সাথে থাকুন

যারা কা' শতে কা' শতে অস্হির হয়ে যান।যে কোন ধরনের কফ তরল করে বের করে দিবে। রাতে আরামে ঘুমাতে পারবেন।🥰২+২+২
05/07/2025

যারা কা' শতে কা' শতে অস্হির হয়ে যান।যে কোন ধরনের কফ তরল করে বের করে দিবে। রাতে আরামে ঘুমাতে পারবেন।🥰
২+২+২

অনেকেই জানতে চেয়েছেন কোন ভিটামিন খাওয়ার সময় গন্ধ লাগেনা। তাদের জন্য। এটাতে আলাদা কোটিং করা থাকে ফলে গন্ধ লাগেনা।সারাদিন ...
05/07/2025

অনেকেই জানতে চেয়েছেন কোন ভিটামিন খাওয়ার সময় গন্ধ লাগেনা। তাদের জন্য। এটাতে আলাদা কোটিং করা থাকে ফলে গন্ধ লাগেনা।

সারাদিন ভালো থাকার পর রাত হলে যাদের হাত পায়ের তালু জ্বালাপোড়া করে চাবায় কামড়ায় রগের ভিতরে ঝিন ঝিন করে মাজা ব্যথা করে। ১+১+১=৩ মাস।🥰

এই সময়ে ঠা*ন্ডা স*র্দি কা*শি নাক দিয়ে পানি পরা এ*লার্জি ভালো হবে। এছাড়া যে কোন চুলকানি উপশমে ও কার্যকর। 🥰 0+০+১
05/07/2025

এই সময়ে ঠা*ন্ডা স*র্দি কা*শি নাক দিয়ে পানি পরা এ*লার্জি ভালো হবে। এছাড়া যে কোন চুলকানি উপশমে ও কার্যকর। 🥰
0+০+১

যাদের বাসায় হাই প্রেসার  বা উচ্চ র' ক্তচাপের পেসেন্ট আছে🤔হঠাৎ করে যদি কারো উচ্চ রক্তচাপ বেড়ে যায়। হাতের কাছে ডাক্তার ব...
05/07/2025

যাদের বাসায় হাই প্রেসার বা উচ্চ
র' ক্তচাপের পেসেন্ট আছে🤔
হঠাৎ করে যদি কারো উচ্চ রক্তচাপ বেড়ে যায়। হাতের কাছে ডাক্তার বা ওষুধপত্র না থাকলে ঘরে থাকা একটি লেবুতেই কমাতে পারেন ব্লাড প্রেসার।

লেবুতে থাকা পটাশিয়াম রক্তনালিকে শিথিল করে ও সোডিয়াম নিয়ন্ত্রণে সাহায্য করে। অর্ধেক লেবু এক গ্লাস পানিতে চিপে পান করলে তা ১০% পর্যন্ত সিসটোলিক ব্লাড প্রেসার (উপরের সংখ্যা) কমাতে পারে।
তারপর দ্রুত ডাক্তার শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করা সহজ হয়।

আর্টিকেলটি শুধুমাত্র তথ্যমূলক। যে কোন ঔষধ গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
সচেতনতায় শেয়ার করে সবাইকে জানিয়ে দিন 🥰

যারা একটু এক্সট্রা সময় চান,বেশিক্ষণ টিকে থাকতে চান🥰যারা মি/ল/নে/র আগ্রহ বৃদ্ধি?? কুমড়োর বীজ, সূর্যমুখী বীজ, আমন্ড, কাজু...
05/07/2025

যারা একটু এক্সট্রা সময় চান,বেশিক্ষণ টিকে থাকতে চান🥰
যারা মি/ল/নে/র আগ্রহ বৃদ্ধি??
কুমড়োর বীজ, সূর্যমুখী বীজ, আমন্ড, কাজু বাদাম, পেস্তা বাদামে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে যা যৌ/ন হরমোন তৈরিতে সাহায্য করে।
এছাড়াও
ডার্ক চকলেট, ডিম, রসুন, বাদাম, তৈলাক্ত মাছ, মধু ইত্যাদি খাবারগুলি যৌ/ন স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এবং মি/ল/নে/র আগ্রহ বাড়াতে পারে।
সুতরাং ওষুধের উপর নির্ভরশীল না হয়ে এই খাবার গুলোর প্রতি যত্নশীল হন।
আল্লাহ তাআলা আপনার দাম্পত্য জীবন সুখী করুন আমিন।

আর্টিকেলটি শুধুমাত্র তথ্যমূলক। যে কোন ঔষধ গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।🥰

এ-ই সিজনে জ্ব' র মানে প্র' চন্ড শরীর ব্যা" থা।😢শরীর ব্য*থা সাধারণ জ্ব*র  দ্রুত ভালো করে। ১+১+১  ভরা পেটে জ্ব*র থাকলে। জ্...
05/07/2025

এ-ই সিজনে জ্ব' র মানে প্র' চন্ড শরীর ব্যা" থা।😢
শরীর ব্য*থা সাধারণ জ্ব*র দ্রুত ভালো করে। ১+১+১ ভরা পেটে জ্ব*র থাকলে। জ্ব*র না থাকলে খাবেন না।🥰

ত্বকের সব চুলকানি কিন্তু স্ক্যাবিস নয় এবং এর চিকিৎসা পদ্ধতি ও আলাদা।🥰আসুন জেনে নিই স্ক্যাবিস কি এবং কেন হয়??🤗 এবং  এর থে...
04/07/2025

ত্বকের সব চুলকানি কিন্তু স্ক্যাবিস নয় এবং এর চিকিৎসা পদ্ধতি ও আলাদা।🥰
আসুন জেনে নিই স্ক্যাবিস কি এবং কেন হয়??🤗 এবং এর থেকে পরিত্রাণের উপায় 😊

**স্ক্যাবিস (Scabies) রোগের কারণ ও চিকিৎসা**

# # # **স্ক্যাবিস কেন হয়?**
স্ক্যাবিস একটি **পরজীবী সংক্রমণ** যা *Sarcoptes scabiei* নামক ক্ষুদ্র মাইটের কারণে হয়। এই মাইট ত্বকের নিচে বাসা বেঁধে ডিম পাড়ে, ফলে **ফুসকুড়ি, তীব্র চুলকানি** (বিশেষ করে রাতে) এবং লাল দাগ দেখা দেয়। এটি **সংক্রামক** এবং সাধারণত:
- সরাসরি ত্বকের সংস্পর্শ (যেমন: হাত ধরা, ঘনিষ্ঠ সম্পর্ক)
- আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস (যেমন: কাপড়, তোয়ালে, বিছানা) শেয়ার করার মাধ্যমে ছড়ায়।

# # # **স্ক্যাবিসের লক্ষণ:**
- **তীব্র চুলকানি** (রাতে বা গরমে বেড়ে যায়)
- ত্বকে **ছোট লাল ফুসকুড়ি** বা দাগ
- মাইটের সুড়ঙ্গের মতো সরু ধূসর রেখা (আঙুলের ফাঁক, কব্জি, কোমর, যৌনাঙ্গে বেশি দেখা যায়)
- শিশুদের মাথা, গলা, তালুতে

# # # **চিকিৎসা ও নিরাময়:**
স্ক্যাবিস সম্পূর্ণ **সাধারণ চিকিৎসায় সেরে যায়**, তবে সঠিকভাবে চিকিৎসা নেওয়া জরুরি:

1. **টপিক্যাল মলম/লোশন:**
- **৫% পারমেথ্রিন ক্রিম** (সবচেয়ে কার্যকর, সাধারণত ৮–১৪ ঘণ্টা লাগিয়ে ধুয়ে ফেলতে হয়)
- **১০–২৫% বেঞ্জাইল বেনজোয়েট লোশন**
- **সালফার মলম** (গর্ভবতী নারী ও শিশুদের জন্য নিরাপদ)

2. **ওষুধ:**
- **আইভারমেক্টিন** (খাওয়ার ওষুধ, গুরুতর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে)

3. **অন্যান্য ব্যবস্থা:**
- **সমস্ত পরিবারের সদস্য** একসাথে চিকিৎসা নিন (এমনকি লক্ষণ না থাকলেও)
- আক্রান্ত ব্যক্তির **কাপড়, তোয়ালে, বিছানার চাদর গরম পানিে ধুয়ে** রোদে শুকান বা ৩ দিন প্লাস্টিক ব্যাগে বন্ধ করে রাখুন।
- ঘর পরিষ্কার রাখুন (মাইট বেঁচে থাকলে ২–৩ দিন)।

4. **চুলকানি কমানোর জন্য:**
- অ্যান্টিহিস্টামিন (যেমন: সেটিরিজিন)
- ক্যালামাইন লোশন বা ঠান্ডা কমপ্রেস

# # # **সতর্কতা:**
- স্ক্যাবিস নিজে থেকে সেরে যায় না, চিকিৎসা নিন।
- চুলকানির কারণে **ব্যাকটেরিয়াল ইনফেকশন** হতে পারে, তাই নখ ছোট রাখুন ও ত্বক চুলকাবেন না।

**দ্রুত চিকিৎসা নিলে স্ক্যাবিস সম্পূর্ণ নিরাময়যোগ্য!** ডাক্তারের পরামর্শে ওষুধ ব্যবহার করুন এবং পরিবেশ পরিষ্কার রাখুন।
পোষ্টটি শেয়ার করে সবাইকে সচেতন করুন 🙏

যে কোন এলার্জিক চুলকানি, দাউদ একজিমার চুলকানি কমাতে কার্যকর। ঠা*ন্ডা স*র্দি কা*শি নাক দিয়ে পানি পরা এ*লার্জি ভালো হবে ১০...
04/07/2025

যে কোন এলার্জিক চুলকানি, দাউদ একজিমার চুলকানি কমাতে কার্যকর।
ঠা*ন্ডা স*র্দি কা*শি নাক দিয়ে পানি পরা এ*লার্জি ভালো হবে ১০০%। ০+০+১

জরুরি মুহূর্তে কাজে লাগবে 🥰শুধুমাত্র বিবাহিতদের জন্য 🤗সাধারণত অরক্ষিত শা/রী/রি/ক সম্পর্কের ৭২ থেকে ১২০ ঘণ্টার মধ্যে এই প...
04/07/2025

জরুরি মুহূর্তে কাজে লাগবে 🥰
শুধুমাত্র বিবাহিতদের জন্য 🤗
সাধারণত অরক্ষিত শা/রী/রি/ক সম্পর্কের ৭২ থেকে ১২০ ঘণ্টার মধ্যে এই পিল খেতে হয়।

এই পিল খেলে ডি/ম্বা/শ/য় থেকে ডি/ম্বা/ণু বের হয়ে জ/রা/য়ুতে আসতে দেরি হয়। এই সময়ের মধ্যে জ/রা/য়ু/তে থাকা শু/ক্রা/ণু/গুলো ন/ষ্ট হয়ে যায়। ফলে ডি/ম্বা/ণু শু/ক্রা/ণুর সঙ্গে নিষিক্ত হতে পারে না। ফলে গ/র্ভধা/র/ণও হয় না।

কখন এ ধরনের পিল খাবেন
১. ক/ন/ড/ম ব্যবহার করে সম্পর্ক স্থাপন করার পর ক/ন/ড/ম ফেটে/ছিঁড়ে গেলে।
২. ডায়াফ্রাম/সার্ভাইকাল ক্যাপের স্থানচ্যুতি হলে।
৩. পরপর দুই দিন জ/ন্ম/নি/রোধক বড়ি খেতে ভুলে গেলে।
৪. সম্মতি ব্যতিরেকে জো/র করে অ/র/ক্ষিত সম্পর্ক স্থাপনে বাধ্য হলে।

মনে রাখতে হবে এটি নিয়মিত খাওয়ার পিল নয় । এক সার্কেলে মাত্র একবারই সেবন করা যাবে ।

কর্মজীবিদের জন্য খুবই উপকারী। বিশেষ করে যারা দীর্ঘক্ষন দাড়িয়ে বা বসে কাজ করেন তাদের হাঁটু ব্যা' থা,মেরুদণ্ড ব্যা' থা,কোম...
04/07/2025

কর্মজীবিদের জন্য খুবই উপকারী। বিশেষ করে যারা দীর্ঘক্ষন দাড়িয়ে বা বসে কাজ করেন তাদের হাঁটু
ব্যা' থা,মেরুদণ্ড ব্যা' থা,কোমর ব্যা' থা দেখা দেয়। এছাড়া এটি হাড়ের গঠন মজবুত করে, দাঁতের ক্ষ' য় রোধ করে।

যাদের সবসময় দূর্বল লাগে,বিশেষ মুহূর্তে নিস্তেজ হয়ে যান,কোন কাজে উৎসাহ পান না,সারাদিন ঝিমুনি ভাব থাকে,প্রেশার লো,ওজন কম,...
04/07/2025

যাদের সবসময় দূর্বল লাগে,বিশেষ মুহূর্তে নিস্তেজ হয়ে যান,কোন কাজে উৎসাহ পান না,সারাদিন ঝিমুনি ভাব থাকে,প্রেশার লো,ওজন কম,খাওয়ার রুচি নাই।🤗

মাল্টিভিটামিন বা মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট চলাকালীন অন্য যেকোনো সাপ্লিমেন্ট গ্রহণের ব্যাপারে সতর্ক থাকুন। একটি মাল্টিভিটামিন বা মাল্টিমিনারেল সাপ্লিমেন্টে নানা উপাদান থাকে।
এসবের মধ্যেই কোনো উপাদান যদি আপনি আলাদাভাবেও গ্রহণ করেন, তাহলে সেটির আধিক্য দেখা দিতে পারে আপনার দেহে। হতে পারে নানা পার্শ্বপ্রতিক্রিয়া।

এ ক্ষেত্রে কিছু সময়ের ব্যবধান রেখে সাপ্লিমেন্ট দুটি সেবন করেও কিন্তু কোনো উপকার মিলবে না। তবে নির্দিষ্ট কোনো উপাদানের ঘাটতি থাকলে তা বিবেচনা করে একজন চিকিৎসক মাল্টিভিটামিন বা মাল্টিমিনারেলের পাশাপাশি অন্য কোনো সাপ্লিমেন্ট সেবনের পরামর্শ দিতে পারেন। ধন্যবাদ ❤️

যারা অতিরিক্ত  দাঁত ব্য*থায় ভুগছেন কিছু খেতে পারেন না। ঘুমাতে পারেন না। মাএ ৫ মিনিটের ভিতরে যে কোন ধরনের দাঁত ব্যথা কমিয়...
04/07/2025

যারা অতিরিক্ত দাঁত ব্য*থায় ভুগছেন কিছু খেতে পারেন না। ঘুমাতে পারেন না। মাএ ৫ মিনিটের ভিতরে যে কোন ধরনের দাঁত ব্যথা কমিয়ে দিবে। ০+১+০ ভরা পেটে।

Address

Agrabad
Chittagong
4100

Telephone

+8801712802293

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meditrix by Aakash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meditrix by Aakash:

Share