25/08/2025
"বদলে যেতে হয়"
এমন একটা সময় আপনার জীবনে আসে যখন কেউ আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে বলে বসে, "তুমি দেখি অনেক বাদলে গেছ? আগের সেই তুমিটা আর নেই।”
এমন প্রশ্নের জবাবে আপনি হয়ত সেভাবে তাৎক্ষণিক উত্তর দিতে পারেন না। তবে মনে মনে ভীষণ করে অনুভব করেন যে-হ্যাঁ, আপনি বদলে গেছেন। কারণ এই বদলে যাওয়াটা আপনার জন্য ভীষণ প্রয়োজন ছিল। না হলে শহরের ধূলোর মতো ক্ষয়ে যেতেন, নিশ্চিহ্ন হয়ে হারিয়ে যেতেন, কেউ চোখ বাড়িয়ে হয়ত খুঁজেও দেখত না।
অবহেলা, অযত্নে মানুষ শক্ত হয়ে ওঠে। হ্যাঁ, পাথরের মতো শক্ত। শরীরের মতো মন শক্ত হয়ে গেলে তার কাছে আর কিছু পাওয়ার থাকে না। তার কোনো পিছুটান থাকে না। আর কোনো উপেক্ষা তাকে অপেক্ষায় রাখে না, তাকে আর কোনো অবহেলা ভাঙ্গতে পারে না। তার দুর্বলতা তখন আর কারো জন্য দ্বিতীয় সুযোগ হয়ে ওঠে না।
জীবনে কিছু কিছু সময় ভীষণ করে বদলে যাওয়া জরুরি। আপনার বদলে যাওয়া উপস্থিতি যেন মানুষকে ভাবায়। বিশ্বাস করুন, কিছু বদলে যাওয়ায় মানুষের কল্যাণ নিহিত। জীবনের সুন্দর মুহূর্তগুলো কারো জন্য বিষাদে না ভরুক। কারো যত্নের আশায় আপনার অপেক্ষা তৈরি না হোক। মানুষ ভাবুক, মানুষের বদলে যাওয়া কতটা ভয়ংকর সুন্দর।