19/04/2025
নতুন প্রাণ, নতুন গান, বৈশাখ এলো ফিরে,
হৃদয়ের সব ক্লান্তি যাক শুভ রবি ভোরে।
সবার মনে জাগুক আলো, হাসির ছোঁয়ায় হোক রঙিন,
শুভ হোক এই বছর, ভালোবাসায় ভরে উঠুক জীবনদিন!
পুড়ুক পুরাতন দুঃখ, দহনজ্বালা ভেসে যাক,
নতুন সূর্যে উজ্জ্বল হোক আমাদের সকল পথচলা।
আনন্দ আর সম্ভাবনায় ভরে উঠুক দিন,
শুভ নববর্ষে জেগে উঠুক নতুন দিন!
#বোয়ালখালী_ফ্রেন্ডস্_এসোসিয়েশন_Boalkhali_Friends_Association কর্তৃক পরিচালিত #বিএফএ_কোচিং_হোম এর ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী অনুষ্ঠান গত ১৪ এপ্রিল ২০২৫ইং,রোজঃ সোমবার,বিকাল-৩ঃ০০ ঘটিকা হইতে #বোয়ালখালী_ফ্রেন্ডস্_এসোসিয়েশন এর নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনেরঃ
★বখতিয়ার উদ্দীন
#শিক্ষক-বি.এফ.এ কোচিং হোম।
#সভাপতি-বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশন।
★তারেক আলম
#শিক্ষক-বি.এফ.এ কোচিং হোম।
াপতি-বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশন।
★মেহেদী হাসান
#শিক্ষক-বি.এফ.এ কোচিং হোম।
#অর্থ_সম্পাদক-বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশন।
★রুনা আকতার
#শিক্ষিকা-বি.এফ.এ কোচিং হোম।
#সাংগঠনিক_সম্পাদক-বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক,শিক্ষার্থীদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।