Rahater Ammu

Rahater Ammu লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ)

খানিকটা প্রকাশ করি,বাকিটা ব্যক্তিগত_
ততটুকুই চেন আমায়,যতটুকু প্রকাশিত।

07/10/2025
শিশুকে  ক্রমাগত ধমকের ওপর রাখলে তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষ'তি হয়। যেমন -আত্মবিশ্বাস কমে যাওয়া ,ভয় ও উদ্বেগ তৈরি হওয...
26/09/2025

শিশুকে ক্রমাগত ধমকের ওপর রাখলে তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষ'তি হয়। যেমন -আত্মবিশ্বাস কমে যাওয়া ,ভয় ও উদ্বেগ তৈরি হওয়া এবং শেখার ক্ষমতা কমে যাওয়া।
🔴 সবসময় ধমক শিশুর মস্তিষ্কে "টক্সিক স্ট্রেস" তৈরি করে যা শেখার ক্ষমতা কমিয়ে দেয় এবং মনোযোগ,স্মরণশক্তি ও মানসিক বিকাশে সমস্যা সৃষ্টি করে।

🔴 দীর্ঘদিন ধরে ধমকানো হলে -শিশুরা রাগী, জেদি বা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।

✅ শিশুরা ভুল করলে, অন্যায় করলে বিনিময়ের শাস্তি দিন, বোঝান, শুধরে দিন ।

কিন্তু ছোট ছোট ভুলের জন্য সব সময় ধমকের ওপর রাখবেন না 🚫

✅ পারিবারিক পরিবেশ শান্ত রাখুন । শিশুর সামনে ইতিবাচক আচরণ করুন। স্পষ্ট ও নিয়মতান্ত্রিক পারিবারিক কাঠামোগত পরিবেশ তৈরি করুন 🤍।

#পারেন্তিং
copy post......

আলহামদুলিল্লাহ..... আমার পালন করা কোয়েল পাখির ডিম....সবাই মাশা আল্লাহ বলতে ভুলবেন নাহ...
18/09/2025

আলহামদুলিল্লাহ.....
আমার পালন করা কোয়েল পাখির ডিম....
সবাই মাশা আল্লাহ বলতে ভুলবেন নাহ...

07/09/2025

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ.

02/09/2025

মৃত্যু কখনোই আমাদের ভালো হওয়ার অপেক্ষায় থাকবে না!
বরং আমাদের ই ভালো হয়ে মৃত্যুর অপেক্ষায় থাকতে হবে...

আপনি চাইলে এ রকম একটা ঘর বানিয়ে হাস,মুরগী পালন করতে পারেন......ছবিটি সংগৃহীত....
27/08/2025

আপনি চাইলে এ রকম একটা ঘর বানিয়ে হাস,মুরগী পালন করতে পারেন......

ছবিটি সংগৃহীত....

হঠাৎ আমার ফোনের Dial pad পরিবর্তন হয়ে গেলো....সবার কি এমন হয়েছে?
22/08/2025

হঠাৎ আমার ফোনের
Dial pad পরিবর্তন হয়ে গেলো....
সবার কি এমন হয়েছে?

18/08/2025

হে আমার রব,আপনার নিকট দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি।
[সূরা মারইয়াম।৪]

হে আসমান সমূহ ও যমীনের স্রষ্টা,
দুনিয়া ও আখিরাতে আপনিই আমার অভিভাবক,
আমাকে মুসলিম অবস্থায় মৃত্যুদিন, এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন।
[সূরা ইউসুফ। ১০১]

হে আমাদের প্রতিপালক। আমরা যদি ভুলে যাই কিংবা ভূল করি,তাহলে আমাদেরকে পাকড়াও করবেন না।
[সূরা বাকারা।২৮৬]

সবাই বলি আমিন...।

14/08/2025

اَلْحَمْدُ ِلله
“বেশি বেশি 'আলহামদুলিল্লাহ' পাঠ করো কেননা আলহামদুলিল্লাহ' মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া। ”

(তিরমিযী-৫-৪৬২)

08/08/2025

ওমান প্রবাসী ভাইকে দেখলাম স্ত্রীর সন্তানকে হারিয়ে হাউমাউ করে কান্না করতেছে আর বলতাছে- "জন্মের পর আমি আমার সন্তানকে একটু মন ভরে কোলেও নিতে পারিনি এয়ারপোর্টে শুধু একবার কোলে নিয়েছিলাম তাও সে চলে গেছে ভাবছিলাম বাড়ি গিয়ে মন ভরে কোলে নিবো। বিয়ের ৬ মাসের মাথায় ওমান চলে গিয়েছিলাম তখন আমার স্ত্রী প্রেগন্যান্ট ছিল এখন মনে হচ্ছে স্ত্রীকে কেন আরেকটি বার জড়িয়ে ধরলাম না" 😭😭

উনার এই কথা গুলো সত্যি কলিজায় গেঁথে গেছে😔

বেঁচে থাকতে নিজের পরিবারকে ভালোবাসুন স্বামী স্ত্রী একে অপরকে সময় দিন,সন্তান কে মন উজার করে ভালোবাসুন।তার জন্য স্পেশাল কিছু করুন। ছুটির দিনে তাকে নিয়ে ঘুরতে যান।
এসব কেন করবেন জানেন??
কারণ এই জীবনের কোনও নিশ্চয়তা নেই।
মানবজীবন সুন্দর তবে অনেক ছোট।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Rahater Ammu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share