Absurd Album

Absurd Album জাহাজী

এক কাপ চা এর নিমন্ত্রণ..
05/06/2025

এক কাপ চা এর নিমন্ত্রণ..

মনে হচ্ছে প্রশান্তির জন্যে এমন একটা জায়গায় কিছুদিন থাকা সব কিছু থেকে দূরে গিয়ে।
04/06/2025

মনে হচ্ছে প্রশান্তির জন্যে এমন একটা জায়গায় কিছুদিন থাকা সব কিছু থেকে দূরে গিয়ে।

25/02/2025

সমুদ্রে যাবেন কখন?

আকাশের চোখ বেয়ে মেঘের বক্ষ চিরেশ্রাবণের আগমনে অঝরে যখন বৃষ্টি ঝরে -সবুজ পাতার ফাঁকে কদম ফুলের রেনুগুলো -অঝোরে ঝরা বৃষ্টি...
25/06/2024

আকাশের চোখ বেয়ে মেঘের বক্ষ চিরে

শ্রাবণের আগমনে অঝরে যখন বৃষ্টি ঝরে -

সবুজ পাতার ফাঁকে কদম ফুলের রেনুগুলো -

অঝোরে ঝরা বৃষ্টির তোড়ে যায় যে ঝরে ।

সবুজ গাছের ডালে ফোঁটা কদম ফুল -

বৃষ্টির কান্নায় হয় যে ব্যাকুল !!

Rainy day 💞
22/06/2024

Rainy day 💞

A natural Photography By Absurd Album
08/06/2024

A natural Photography By Absurd Album

একটি নদী কখনই হ্রদে পরিবর্তিত হতে চায় না এবং যে ব্যক্তি নদীর মতো বয়ে যেতে পছন্দ করে সে ব্যক্তি কখনও হ্রদের মতো স্থির হ...
04/06/2024

একটি নদী কখনই হ্রদে পরিবর্তিত হতে চায় না এবং যে ব্যক্তি নদীর মতো বয়ে যেতে পছন্দ করে সে ব্যক্তি কখনও হ্রদের মতো স্থির হয়ে থাকতে চাইবে না ।

04/12/2023

ক্যাম্পাস এক ভালোবাসার নাম। প্রথম যেদিন ক্যাম্পাসে পা রেখেছিলাম, সেদিন এক অদৃশ্য ভয় কাজ করেছিলো ভেতরে। সময়ের ব্যবধানে ক্যাম্পাসকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি।

পাশান্তি পার্কের এই সৌন্দর্য আপনাকে আসলেই প্রশান্তি দিবে। শান্ত পরিবেশ আর চোখের সামনে পাবেন ঠিক এই দৃশ্য। এক কাপ চা আর ক...
02/12/2023

পাশান্তি পার্কের এই সৌন্দর্য আপনাকে আসলেই প্রশান্তি দিবে। শান্ত পরিবেশ আর চোখের সামনে পাবেন ঠিক এই দৃশ্য। এক কাপ চা আর কানে হেডফোন গুজে দিয়ে উপভোগ করতে কেমন লাগবে বলে যাবেন???

Location- Kaptai প্রশান্তি পার্ক

পথের ওপাড়ে সাঝ নামে চুপটি করে,এপাড়ের দমকা হাওয়ায় জাগে শিহরণ,কেবল দলছুট তারারাই চেয়ে রয় অপলক;শুভ্র কাঠগোলাপ সাজে কালো-কেশ...
17/11/2023

পথের ওপাড়ে সাঝ নামে চুপটি করে,
এপাড়ের দমকা হাওয়ায় জাগে শিহরণ,
কেবল দলছুট তারারাই চেয়ে রয় অপলক;
শুভ্র কাঠগোলাপ সাজে কালো-কেশ আলো করে;
কুড়িটি আঙুল বোনে প্রেম
সহস্র কুড়ি সন্ধ্যে জুড়ে।

পাহাড় কেনার শখটা আমার অনেক পুরনো। সেই সে কবে বালকবেলায় সুনীল গাঙ্গুলির কবিতায় পড়েছিলাম কবির একটা পাহাড় কেনার শখ। সেই থেক...
12/11/2023

পাহাড় কেনার শখটা আমার অনেক পুরনো। সেই সে কবে বালকবেলায় সুনীল গাঙ্গুলির কবিতায় পড়েছিলাম কবির একটা পাহাড় কেনার শখ। সেই থেকে এই শখটা আমার ভেতর প্রবলভাবে সংক্রামিত হয়ে আছে। কাপ্তাই হ্রদের জলে ভেসে ভেসে আমার সেই বহু পুরনো আকাঙ্ক্ষাটা যেন পালে বাতাস পেয়ে বেশ ফুলে ফেঁপে উঠল। পাহাড় না হোক নিদেনপক্ষে একটা টিলা জুটলেও ঢের হতো আমার। ভাবতে ভাবতেই একটু দূরে একটা পাহাড়ের মাথায় পরীদের মতন সাদা রঙের পলেস্তারায় মোড়ানো আর টালির ছাদে ঢাকা এক নাগরিক কাঠামো নজরে এলো। একটা ইউনিয়ন পরিষদ। এইরকম একটা পরিষদের চেয়ারম্যান নিশ্চয়ই রোজ রোজ অফিসের ছলে হ্রদের ধারে এসে বসে থাকেন! আহা! এমন একটা পাহাড় যদি জুটত!

guess the location..
09/11/2023

guess the location..

Address

Chittagong
4212

Telephone

+8801628559315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Absurd Album posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share