
23/02/2025
একসময় ভাবতাম, আকুল হয়ে কাউকে চাইলে বোধহয় পাওয়া যায়। লোকে বলতো, চেষ্টায় নাকি সব হয়। আমিও মনেপ্রাণে বিশ্বাস করতাম, সত্যিকারের চাওয়া-পাওয়ার হিসেব বোধহয় মিলেই যায় একদিন।
তীব্র আকুতি নিয়ে কাউকে চেয়েছিলাম। চেষ্টার কমতি ছিলো না একটুও। তবুও স্রষ্টা আমার প্রার্থনা শোনেন নি। পৃথিবী আমারে শূন্য হাতে ফিরিয়ে দিয়ে শিখিয়েছিলো অনেক কিছু।
আমরা এমন মানুষের কাছ থেকে কিছু একটা পাওয়ার আশা করি, যে মানুষটার আসলে কিছু দেওয়ার ইচ্ছা নেই। দিনশেষে মানুষটা কষ্ট দেয় না, কষ্ট দেয় একপাক্ষিক অনুভূতিটা...💔❤️🩹🥀