Ontopuri's Dream

Ontopuri's Dream ❝When you change your thoughts, remember to also change your world.❞
—Norman Vincent Peale

Life will be measurable if do job like your father and uncle. Think something out of box. And dont waste time now in thi...
07/06/2024

Life will be measurable if do job like your father and uncle. Think something out of box. And dont waste time now in third person singular or plural number. Then life will be hell...

বাটিক শিল্পের ব্যবহার শুরু হয় ভারতবর্ষে। এ শিল্পে মোম সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারন মোম ছাড়া বাটিক শিল্প তৈর...
29/05/2024

বাটিক শিল্পের ব্যবহার শুরু হয় ভারতবর্ষে। এ শিল্পে মোম সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারন মোম ছাড়া বাটিক শিল্প তৈরী করা সম্ভব নয়।এ শিল্পে মোম দিয়ে ছাঁপ দেওয়া হয়। কাপড়ের যেসব জায়গায় মোমের ছাঁপ পড়ে সেসব জায়গায় এক প্রকার বিবর্ণ হয়ে যায়। এর পরে যখন কাপড়টি রঙে ডোবানো হয় তখন ওই জায়গায় সুন্দর একটি রঙের সৃষ্টি হয়। যার কারণে কাপড়টি দেখতে সুন্দর লাগে।বাটিক কাপড়ে রাসায়নিক রং ও প্রাকৃতিক রং দুটোরই প্রয়োজন হয়।প্রাকৃতিক রং বলতে নীল,তুঁতে,হরতকী আরো বেশ কয়েক প্রকারের রং ব্যবহার করা হয়।বাটিক প্রিন্টের কাপড়গুলো অনেক উজ্জ্বল রঙের হয়ে থাকে। তাই মোটামুটি সবারই খুবই পছন্দের এই বাটিকের কাপড়।

বাটিকের কাপড় যেমন আগে প্রচলিত ছিল এখনও তার প্রচলন সেরকমই আছে।আগে সুতি কাপড়ের উপর বাটিক প্রিন্ট বসানো হত।আর এখন সুতি ছাড়াও সিল্ক,কটন,মসলিন,খদ্দর এসব কাপড়ের উপরও বসানো হচ্ছে। এখন বাটিক প্রিন্ট ফ্যাশন্যাবল হওয়ার কারণে এর চাহিদাও বৃদ্ধি পেয়েছে। বাঙালীদের গাঁয়ে হলুদে বাটিকের কাপড় পরিধান হয় আবার হিন্দু ধর্মের দোল উৎসবে বাটিকের কাপড় পরিধান করা হয়।বর্তমানে বাটিকের চাহিদা এত বেশি হয়েছে যে থ্রী-পিছ ছাড়াও শাড়ি, পাঞ্জাবী,বিছানার চাদর,ম্যাক্সি সব কাপড়েই বাটিক প্রিন্ট বসানো হচ্ছে।আর এই কাপড়গুলো যেহেতু নরম ও আরামদায়ক তাই গরমে এগুলো বেশি ব্যবহৃত হয়।

প্রাইজ জানতে ইনবক্স করুন আমাদের পেইজে।

সারা বাংলাদেশে ক্যাশঅন ডেলিভারিতে আমরা দিচ্ছি আপনাদের কাছে সবচাইতে সহজলভ্য পন্যটি।❤️🫰
দেরি না করে এখনি অর্ডার করে ফেলুন।

17/09/2023

মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম। 🤎

 #প্রয়োজনীয়_কিছু_টিপস 🍀 যদি তেলাপিয়া মাছে কোন গন্ধ থাকে তবে তেলাপিয়া/পাঙ্গাশ মাছে গন্ধ থাকলে ভিনিগার/লেবুর রস মাখিয়ে মিন...
10/09/2023

#প্রয়োজনীয়_কিছু_টিপস

🍀 যদি তেলাপিয়া মাছে কোন গন্ধ থাকে তবে তেলাপিয়া/পাঙ্গাশ মাছে গন্ধ থাকলে ভিনিগার/লেবুর রস মাখিয়ে মিনিট ১৫ রেখে ধুয়ে নিলে গন্ধ থাকেনা।

🍀লাল সর্ষে তিতা বা ঝাজ বেশী হয়। সর্ষে বাটার সময় লবন আর কাচামরিচ এক সাথে বাটলে তিতা হয়না।

🍀বর্ষাকালে লবণ গলে যায়। এক মুঠো পরিষ্কার চাল পুটলি করে বেঁধে লবণের পাত্রে রেখে দিলে লবণ গলবে না।

🍀আলু এবং আদা বালির মধ্যে রাখলে অনেক দিন টাটকা থাকে।

🍀শিশি বা কৌটোর মধ্যে বিস্কুট রাখার আগে সামান্য চিনি বা মোটা কাগজের ঠুকরো রেখে দিলে বিস্কুট অনেকদিন মচমচে থাকে।

🍀আঙ্গুর, টমেটো প্রভৃতি ফল ফুটন্ত পানিতে দু’মিনিট রেখে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে রেখে সহজেই খোসা ছড়ানো যায়।

🍀কাঁচামরিচের বোঁটা ফেলে পানি শুকিয়ে কাপড়ের বা কাগজের প্যাকেটে সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকে।

🍀চিকেন ফ্রাই, চিকেন রোল—এসব খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখলে সহজে নষ্ট হয় না।

🍀সিরকা দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে।

🍀রান্না পুড়ে পাত্রের তলায় এঁটে গেলে পাত্রটিকে নুনপানিতে ভর্তি করে পানি ফুটালে পোড়া অংশ আলগা হয়ে উঠে যাবে

🍀যে কোনো মসলা শীতল ও অন্ধকার জায়গায় রাখলে বেশিদিন ভালো থাকে।

🍀 ন্যুডলস সিদ্ধ করার পর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে ঝরঝরা থাকে।

🍀ভাত সিদ্ধ হওয়ার আগে পানিতে কয়েক ফোটা লেবুর রস ও এক চামচ তেল দিলে ভাত ঝরঝরা থাকে।

🍀ভারী বেগুণের থেকে হালকা বেগুণ ভালো। কারণ ভারী বেগুণে বিচি বেশি থাকে।

🍀পেয়াঁজ এবং আলু একসাথে একই পাত্রে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

🍀 আচারে তেল কম হলে তেল ফুটিয়ে ঠাণ্ডা করে দিলে গন্ধ হয় না।

🍀 আটার ভুষি/ছাই দিয়ে বাসন মাজলে পরিষ্কার ও ঝকঝকে হয়।

🍀 একসাথে অনেক রসুন ছাড়াতে সময় বেশি লাগে। আস্ত রসুন ফুটন্ত পানিতে মিনিট দুয়েক ভিজিয়ে হাতে ঘষলে ওপরের খোসা ছেড়ে যায়।
🍀দেশলাই বাক্সে কয়েকটা শুকনো চাল রেখে দিলে বর্ষাকলেও দেশলাই কাঠির বারুদ ভাল থাকে।

🍀আচার তৈরি করার সময় তেলে একটু ভিনিগার মিশিয়ে নিলে আচার অনেকদিন ভালো থাকে।

🍀বিস্কুটের টিনের ভেতরে ব্লটিং পেপার রেখে দিলে বর্ষাকালেও বিস্কুট মচমচে থাকে।
🍀মাছ, মাংস বা ডিমের ঝোলে লবণ বেশি হয়ে গেলে তরকারিতে কয়েকটি সিদ্ধ আলু ভেঙে দিন। স্বাদ ঠিক হয়ে যাবে।

🍀আগামী দিন কী রান্না করবেন তার প্রস্তুতি রাতেই নিন, তা হলে সময় বেচে যাবে।

🍀মুরগির মাংস বা কলিজা রান্নায় ১ টেবিল চামচ সিরকা দিন। এতে মাংসের গন্ধ থাকবে না আবার তাড়াতাড়ি সিদ্ধও হবে।

🍀মাছ ভাজার সময় তেল ছিটা রোধ করতে একটু লবণ ছড়িয়ে দিন।

🍀বেরেস্তা করার সময় পেঁয়াজ ভেজে নামানোর আগে সামান্য পানি ছিটিয়ে দিন। এতে পেঁয়াজ তাড়াতাড়ি লালচে হবে।

🍀কাঁচামাছ বা মাংস ছুরি-চপিং বোর্ডে কাটতে চাইলে বেশ কিছুক্ষণ আগে থেকেই পানিতে ভিজিয়ে নরমাল করে নিন।

🍀 মাংসজাতীয় রান্না করে শেষে বেরেস্তা (পেঁয়াজ কুচি ভাজি) ছড়িয়ে দিন। এতে স্বাদ বেড়ে যাবে।

🍀ডিম সিদ্ধ করতে পানিতে সামান্য লবণ দিয়ে নিন। এতে ডিম খেতে সুস্বাদু হবে। আর ঠাণ্ডা করে ডিম ছিলুন, তা হলে খোসায় লেগে ডিম নষ্ট হবে না।

🍀 ডালে বাগার দিতে রসুন কুচি তেলে ভেজে ডালে দিয়ে দিন।

🍀 মাছ রান্না করে কাঁচা ধনিয়া পাতা থাকলে তা কুচি করে কেটে বিছিয়ে দিন, স্বাদ অনেকগুণ বেড়ে যাবে।

🍀 আগামী দিন কী রান্না করবেন তার প্রস্তুতি রাতেই নিন, তা হলে সময় বেচে যাবে।

🍀ভর্তা বানাতে মরিচ খালি হাতে ডলবেন না, এতে হাত জ্বালা করবে

🍀ভর্তা বানানোর সময় হাতে সামান্য সরিষার তেল মেখে নিন এতে হাত জ্বালা করবে না।
🍀আলু ও ডিম একসঙ্গে সিদ্ধ করুন, আলাদা কাজে ব্যবহার করলেও তাড়াতাড়ি সিদ্ধ হবে।

🍀স্যুপ রান্নার সময় পাতলা হয়ে গেলে দুটি সিদ্ধ আলু ম্যাশ করে স্যুপে মিশিয়ে ফুটিয়ে নিন।

🍀ডাল তাড়াতাড়ি রান্না করতে আগের রাতেই ভিজিয়ে রাখুন।

🍀সহজে মসলাপাতি খুঁজে পেতে কৌটার গায়ে নাম লিখে রাখুন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টিপসগুলো কাজে লাগলে এই পেইজটি লাইক ও ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তীতে আরও তথ্য পেতে পারেন। ❤️❤️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ontopuri's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ontopuri's Dream:

Share

Nearby media companies