Ebne yusuf

Ebne yusuf নেট দুনিয়ার বিভিন্ন সলিউশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ
https://www.youtube.com/-o3e
(1)

গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না। সকল আইনশৃঙ্খলা ...
16/07/2025

গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না।

সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রা*সীদের *** ভেঙে দেয়া হবে।

পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ।

আব্বা আম্মার মধ্যে ভীষণ ঝগড়া। প্রায় ২৪ ঘন্টা কথা বন্ধ। হঠাৎ দেখি আম্মা ফেসবুকে পোস্ট করছে, ‘আমি ভালো আছি, তুমি কেমন আছো?...
12/07/2025

আব্বা আম্মার মধ্যে ভীষণ ঝগড়া। প্রায় ২৪ ঘন্টা কথা বন্ধ। হঠাৎ দেখি আম্মা ফেসবুকে পোস্ট করছে, ‘আমি ভালো আছি, তুমি কেমন আছো?’

আমি গিয়ে সেই পোস্টে কমেন্ট করছি, ‘আমি ভালো আছি আম্মা, তুমি কেমন আছো?’

আম্মা রিপ্লাই দিছে, ‘তোরে বলি নাই।’

ফোনটা রেখে আম্মার রুমে গিয়ে বললাম, ‘পাব্লিকলি পোস্ট করছো আবার বলো তোরে বলি নাই।’

আম্মা বললো, ‘তুই চুপ থাক, যে বোঝার সে বুঝছে।’

বললাম, ‘যে বোঝার সে তো তোমার পোস্টে রিএক্ট করে নাই, কমেন্টও করে নাই।’

আম্মা কতক্ষণ কী যেন ভাবলো। কিছুক্ষণ পর দেখি আগের পোস্টটা ডিলিট করে নতুন আরেকটা পোস্ট করছে, ‘আমি কারো রিএক্টের ধার ধারি না।’

আব্বা গিয়ে সেখানে কমেন্ট করছে, ‘আমি ভালো আছি, তুমি কেমন আছো?’

আম্মা আমার ছোটবোনকে মেনশন দিয়ে রিপ্লাই দিছে, ‘বলে দে, এক পোস্টের কমেন্ট যেন আরেক পোস্টে না করে।’

আমার ছোট বোন আমাকে মেনশন দিয়ে রিপ্লাই দিছে, ‘দে আরও ফেসবুক আইডি খুলে দে।’

আমার কী দোষ? 🙂

Shout out to my newest followers! Excited to have you onboard! Shantu Agt, Sheikh Jahidul Haque
09/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Shantu Agt, Sheikh Jahidul Haque

আল্লাহ তায়া’লা কান দিছে স্রবণ করার জন্য, আর এদিকে এই বেডি পুরো দোকান খুলে বসে আছে। 😂😂
07/07/2025

আল্লাহ তায়া’লা কান দিছে স্রবণ করার জন্য,
আর এদিকে এই বেডি পুরো দোকান খুলে বসে আছে। 😂😂

১৫ বছর ধরে মানুষ তার পেছনে নামাজ পড়েছে কুম ও তেহরানে। কল্পনা করুন, এই ব্যক্তি কুম শহরে ধর্মীয় ফতোয়ার মিম্বারে বসে ছিল...
07/07/2025

১৫ বছর ধরে মানুষ তার পেছনে নামাজ পড়েছে কুম ও তেহরানে। কল্পনা করুন, এই ব্যক্তি কুম শহরে ধর্মীয় ফতোয়ার মিম্বারে বসে ছিল, ধর্মের প্রতিনিধিত্ব করত, আকীদা নিয়ে আলোচনা করত, ইরানের বিভিন্ন শহরে একজন ‘উপকারী ইমাম’ হিসেবে ঘুরে বেড়াত। তার একটি ইউটিউব চ্যানেল ছিল, যেটিতে হাজারো মানুষ তাকে অনুসরণ করত। তাকে পাগড়ি পরিয়ে অভ্যর্থনা জানানো হতো, দোয়া দিয়ে বিদায় দেয়া হতো, আর সে তাদের নামাজে ইমামতি করত – মানুষ শান্ত হৃদয়ে তার পেছনে সালাম ফিরাত।

আজ জানা গেল, সে আসলে একজন গুপ্তচর। পনেরো বছর ধরে সে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেছে। তার প্রকৃত নাম সামউন দিরাফি — একজন মোসাদ অফিসার।

এই অনুপ্রবেশ ঘটেছে সবচেয়ে পবিত্র স্থান পর্যন্ত — হাওযার কেন্দ্র, শিয়াদের মারজিয়াতের হৃদয়, হুসাইনের মেহরাব। এক গুপ্তচর ‘মাহদী’র নামে প্রবেশ করে, পাগড়ি পরে, আর একান্ত আনুগত্যে ডুবে থাকা জনতাকে প্রতারিত করে।

পনেরো বছর ধরে সে প্রজন্ম গড়েছে, চেতনা গড়ে তুলেছে, চিন্তা বপন করেছে — এক গোয়েন্দা অভিযানের অংশ হিসেবে।

এই কাহিনী শুধুমাত্র মোসাদ সম্পর্কে নয়, প্রত্যেক মুসলিম রাষ্ট্রে এরকম হাজারো মোসাদ, র, সিআইএ গুপ্তচর ও তাদের এজেন্ট রয়েছে।
Ebne yusuf

06/07/2025

চট্টগ্রাম তাজিয়া মিছিল।

#তাজিয়া #মিছিল #চট্টগ্রাম #লালখানবাজার #টাইগারপাস #সিআরবি #নিউমার্কেট

05/07/2025

আসসালামু আলাইকুম
Ebne yusuf

05/07/2025

মোজাহের ভাই কবে পাবো এই বিশেষ বার্তা।
04/07/2025

মোজাহের ভাই কবে পাবো এই বিশেষ বার্তা।

03/07/2025

এখন কোন ভিডিও দেখে মজা পায়না, সব গুলো রিল সের ক্লিপ হয়ে যায়, পুরোপুরি দেখতে পারিনা।

01/07/2025

মোজাহের ভাই মানবতার ফেরিওয়ালা, আমাদের চট্টগ্রামের গর্ব, তার দেওয়া সকলের উপহারের হার ২০ থেকে উঠে এখন এক লক্ষ পৌছালো মাত্র এক বছরে,
এগিয়ে যা-ও শুভকামনা রইল প্রিয় ভাই মোজাহের

01/07/2025

আসসালামু আলাইকুম

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ebne yusuf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share