07/07/2025
১৫ বছর ধরে মানুষ তার পেছনে নামাজ পড়েছে কুম ও তেহরানে। কল্পনা করুন, এই ব্যক্তি কুম শহরে ধর্মীয় ফতোয়ার মিম্বারে বসে ছিল, ধর্মের প্রতিনিধিত্ব করত, আকীদা নিয়ে আলোচনা করত, ইরানের বিভিন্ন শহরে একজন ‘উপকারী ইমাম’ হিসেবে ঘুরে বেড়াত। তার একটি ইউটিউব চ্যানেল ছিল, যেটিতে হাজারো মানুষ তাকে অনুসরণ করত। তাকে পাগড়ি পরিয়ে অভ্যর্থনা জানানো হতো, দোয়া দিয়ে বিদায় দেয়া হতো, আর সে তাদের নামাজে ইমামতি করত – মানুষ শান্ত হৃদয়ে তার পেছনে সালাম ফিরাত।
আজ জানা গেল, সে আসলে একজন গুপ্তচর। পনেরো বছর ধরে সে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেছে। তার প্রকৃত নাম সামউন দিরাফি — একজন মোসাদ অফিসার।
এই অনুপ্রবেশ ঘটেছে সবচেয়ে পবিত্র স্থান পর্যন্ত — হাওযার কেন্দ্র, শিয়াদের মারজিয়াতের হৃদয়, হুসাইনের মেহরাব। এক গুপ্তচর ‘মাহদী’র নামে প্রবেশ করে, পাগড়ি পরে, আর একান্ত আনুগত্যে ডুবে থাকা জনতাকে প্রতারিত করে।
পনেরো বছর ধরে সে প্রজন্ম গড়েছে, চেতনা গড়ে তুলেছে, চিন্তা বপন করেছে — এক গোয়েন্দা অভিযানের অংশ হিসেবে।
এই কাহিনী শুধুমাত্র মোসাদ সম্পর্কে নয়, প্রত্যেক মুসলিম রাষ্ট্রে এরকম হাজারো মোসাদ, র, সিআইএ গুপ্তচর ও তাদের এজেন্ট রয়েছে।
Ebne yusuf