
07/03/2025
হাটহাজারীতে নাঙ্গলমোড়া ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল
মোঃ সালাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: ৭ মার্চ শুক্রবার বাদে আসর হতে নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাযিল ডিগ্রী মাদরাসা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলমোড়া ইউনিয়নের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নাঙ্গলমোড়া ইউনিয়ন সেক্রেটারী রফিকুল ইসলামের সঞ্চালনায় ও নাঙ্গলমোড়া ইউনিয়ন সভাপতি এনায়েত চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নাঙ্গলমোড়া ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা মাহমুদুর রহমান। ইফতার মাহফিলে প্রধান ওয়ায়েজীন আলোচনা পেশ করেন নাজিরহাট আহমদিয়া মিল্লিয়া মাদরাসার প্রখ্যাত আরবী প্রভাষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল কালাম আজাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা সেক্রেটারী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, ক্রমান্বয়ে বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী ও হাটহাজারী উত্তর অঞ্চল পরিচালক মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ছাত্রঅধিকার বিষয়ক সম্পাদক সাদেরুজ্জামান মুজাহিদ, গুমানমর্দন ইউনিয়ন সাবেক সভাপতি মাওলানা লোকমান ফারুকী, গুমানমর্দন ইউনিয়ন সভাপতি আবু তৈয়ব সহ স্থানীয় আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন। দেশ-জাতির শান্তি ও মুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন প্রধান আলোচক মাওলানা আবুল কালাম আজাদ। জনসাধারণের ইফতার গ্রহণের মাধ্যমে ইফতার মাহফিল শেষ হয়।