ক্বওমী মাদরাসার অবদান

ক্বওমী মাদরাসার অবদান ক্বওমী মানেই একটি আদর্শ,
একটি সংগ্রাম,রক্তক্ষয়ী ইতিহাস। ক্বওমী মাদরাসা হল বিশ্বের একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান

 #আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম _নিয়ে_মিথ্যাচার_৬৬_আলেমের_বিবৃতিইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েব আমির আমিরুল ...
06/07/2025

#আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম _নিয়ে_মিথ্যাচার_৬৬_আলেমের_বিবৃতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েব আমির আমিরুল মুজাহিদিনের সাথে আওয়ামীলীগ সংশ্লিষ্টতার উক্তিকে জঘন্য অপবাদমূলক মিথ্যাচার উল্লেখ করে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের ৬৬ জন শীর্ষ উলামা মাশায়েখ গান

#বিবৃতিদাতা_আলেমগণ_হলেন-
আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী,
আল্লামা নূরুল ইসলাম আদীব (ফেনী),
আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর,
আল্লামা হাফেজ আতাউল্লাহ
আল্লামা মুনিরুজ্জামান সিরাজী (বি. বাড়ীয়া),
আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক
আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী (হবিগঞ্জ),
আল্লামা উবায়দুল্লাহ
আল্লামা ওবায়দুল্লাহ হামজা
আল্লামা আব্দুর রহমান (ময়মনসিংহ),
আল্লামা আজিজুল হক আল মাদানী
মুফতি ফয়জুল্লাহ
আল্লামা জাফর আহমদ
অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব কাপাসিয়া),
মুফতি হাবিবুল্লাহ মাহমুদ
মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী (ময়মনসিংহ),
মাওলানা আব্দুল আউয়াল (নারায়ণগঞ্জ),
মাওলানা মাহফুজুর রহমান
মাওলানা আব্দুর রব ইউসুফী,
মাওলানা খুরশিদ আলম
মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক
মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া,
মাওলানা মঞ্জুরুল ইসলাম নাটোর
মাওলানা আব্দুল বাসেত
মাওলানা খালেদ সাইফুল্লাহ
মাওলানা হাসান জামিল,
মাওলানা মুজিবুর রহমান চাঁদপুরী,
মাওলানা ফজলুল করিম কাসেমী,
মাওলানা মাসউদুল করিম (গাজীপুর),
মাওলানা আবুল কালাম,
মাওলানা জামিল আহমদ আনসারী (মৌলভীবাজার),
মাওলানা নুরুল ইসলাম
মাওলানা আনওরুল করিম (যশোর),
মাওলানা সাখাওয়াত হোসাইন (খুলনা),
মাওলানা আহমদ আলী কাসেমী,
মাওলানা লোকমান মাযহারী,
মাওলানা হামেদ জহিরী,
মুফতী সাখাওয়াত হোসাইন রাজী
মাওলানা মুজিবুর রহমান হামিদী,
মাওলানা জাকারিয়া নোমান
মাওলানা ফজলুর রহমান (সাইনবোর্ড),
মুফতী আজহারুল ইসলাম,
মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী (সাভার),
মাওলানা আলী আকবর (সাভার),
মুফতী কামরুজ্জামান (ফরিদপুর),
মাওলানা সানাউল্লাহ মাহমুদী (বরিশাল),
মাওলানা আবু তাহের কাসেমী (নেত্রকোনা),
মাওলানা মাহফুজুর রহমান (নেত্রকোনা),
মাওলানা মুহাম্মদুল্লাহ জামী (কিশোরগঞ্জ),
মাওলানা আবুল কাশেম (জামালপুর),
মুফতি শামসুদ্দিন (জামালপুর),
মাওলানা ইউনুস (রংপুর),
মাওলানা মতিউর রহমান (দিনাজপুর),
মাওলানা আমিনুল হাসান সিদ্দিকী (কেরানীগঞ্জ),
মাওলানা বশির আহমদ (মুন্সীগঞ্জ),
মুফতী শরিফুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ (কুষ্টিয়া),
মাওলানা আব্দুল লতিফ খান (কুষ্টিয়া),
মাওলানা ওসমান । বিজ্ঞপ্তি।

বাবার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম।হঠাৎ মনে হল একটু বাবার রুম থেকে ঘুরে আসি।অনেকদিন হল বাবার রুমে যাওয়া হয় না।বিয়ের পর থেকেই...
04/07/2025

বাবার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম।হঠাৎ মনে হল একটু বাবার রুম থেকে ঘুরে আসি।অনেকদিন হল বাবার রুমে যাওয়া হয় না।বিয়ের পর থেকেই বাবার সাথে আগের মত সময় কাটানো হয় না।শুক্রবারে সময় পেলেই বউকে নিয়ে ঘুরতে চলে যায়।বাবা গেছেন কিছু ঔষধ আনতে।আমি বাবার রুমে ঢুকে দেখি রুমটা খুব এলোমেলো।খুব অগোছালো।ঠিক যেমন একটা ছোট্ট বাচ্চার রুম।বাবার বয়স হয়েছে।শরীরটারও দিন দিন অবনতি ঘটছে।আমার সাথে তার অনেকদিন কথাতো দূরে থাক তার চেহারাটাও দেখি না।সারাদিন অফিস করে রাত করে বাসায় আসি।এসে খেয়ে দেয়ে ঘুমায় পড়ি।সকালে উঠে আবার অফিসে চলে যায়।বাবাকে নিয়ে ভাবার সময় আমার নাই।আমি জুইকে ডাক দিলাম।জুই বাবার রুমে এসে বলল,
-কি হয়েছে এতো চিৎকার করছো কেনো??
-বাবার রুমটা এত অপরিষ্কার আর অগোছালো কেনো??
-তো আমি কি করবো??
-কি করবে মানে?তোমাকে না বলেছি বাবার যত্ন নিতে।
-আমি কি প্রতিদিন শুধু ওনাকে নিয়ে পড়ে থাকবো নাকি।যত্তসব।বাড়ির আরো অনেক কাজ আমাকে করতে হয়।
-তাই বলে বাবার যত্ন নিবে না।
-কেনো?ওনাকে সময় মতো খাওয়াচ্ছি।সময় মতো ঔষধ দিচ্ছি এসব কি যত্ন নেওয়া না।
আমি কিছু বলিনি আর।জানি ওকে কিছু বলে লাভ হবে না।ও এমনই।খুব জেদি।ভালোবেসে বিয়ে করেছি।তাই এসব সহ্য করতে হচ্ছে।জুই চলে গেলো রান্নাঘরে।আমি চুপচাপ বাবার ঘর পরিষ্কার করতে লাগলাম।।রুমটা পরিষ্কার করার সময় চোখ পড়লো টেবিলে রাখা খাতাটার উপর।বাবা খাতা দিয়ে কি করছে।কৌতুহল বেড়ে গেল কি আছে তা দেখার জন্য।আমি খাতাটা নিয়ে প্রথম পেইজটা খুললাম।প্রথম পেইজে লেখা আছে আমার ডায়েরি।লেখাটা পড়ে খুব অদ্ভুদ লাগলো।আমি পরের পেইজ খুলতেই দেখি।মায়ের একটা পুরানো ছবি।আর তার নিচে লেখা আছে কলিজা।বাবা মাকে অনেক ভালবাসতো।কিন্তু মায়ের মৃ&%ত্যুর পর বাবা খুব পাল্টে গেলেন।মা যখন মা&%রা যায় তখন আমি ইন্টারে পড়তাম।ঐসময় বাবা খুব ভেঙে পড়েছিলেন।আমি আর আপুরা মিলে অনেক কষ্টে বাবাকে সেই কষ্টটা ভুলাতে পেরেছি।আমরা তিন ভাই-বোন।আপুরা বড় আর আমি সবার ছোট।আমার আপুরা মানে ইরা আপু আর জান্নাত আপুর বিয়ে হয়েছে দুইবছর।তারপর থেকে বাবা আর আমি একা থাকি।জুই আর আমার বিয়ে হয়েছে ৬মাস হল।বাবা অনেক আগেই তার চাকরী থেকে রিটায়ার্ড হয়েছেন।আমি পরের পেইজটা উল্টালাম।সেখানে মাকে নিয়ে লেখা অনেক কবিতা আছে।আমি সব পড়ে একটু মুচকি হাসলাম।কয়েক পেইজ উল্টানোর পর লেখা আছে,
-আজ আমার ছোট্ট ছেলেটার বিয়ে।না ছোট্ট না অনেক বড় হয়েছে।সে এখন চাকরি করে।কাব্য এখন দ্বায়িত্ব নিতে শিখেছে।আজ তার বিয়ে।মেয়ে তার পছন্দের।আমি না দেখেই হ্যা করে দিই।আমার ছেলে মেয়ের আশা আমি কোনোদিন অপূর্ণ রাখিনি।তাই তাদের পছন্দ মতো সব করেছি।জুই মা দেখতে খুব মিষ্টি।দোয়া করি তারা যেনো সুখী হয়।
এভাবে কয়েক পেইজ পড়লাম সবগুলোতেই আমাকে নিয়ে লেখা।পরের পেইজ উল্টিয়ে দেখলাম,
-কাব্য এখন খুব ব্যস্ত।নিজের শরীরটাও দিনদিন অবনতি হচ্ছে।কাব্যের সাথে আগের মতো রাতের আকাশ দেখা হয় না।চায়ের দোকানে বসে আর চা খেতে খেতে বাপ-ছেলের আড্ডা দেওয়া হয় না।সারাদিন ঘরে বসে থেকে খুব বিরক্ত লাগে।তাই বউমাকে বলেছিলাম একটা ডায়েরি কিনে দিতে।কিন্তু বউমা আমাকে বলল,
-বাবা এই বয়সে ডায়েরি দিয়ে কি করবেন??
-কিছু না।একটু লিখালিখি করতাম।
-এত টাকা দিয়ে ডায়েরি না কিনে।অল্প দামে কিছু খাতা কিনে লিখলেই তো হয়।আমি কিছু না বলে খাতা কেনার টাকা নিয়ে নিলাম।এখন খুব লজ্জা হয় বউমার কাছ থেকে টাকা খুজতে।গতমাসে ঔষুধের টাকা খুজতে গিয়ে অনেক বকা শুনতে হয়েছিল।বলেছিল,
-এত দামী ঔষুধ না খেয়ে অল্প দামী ঔষুধ খেলেই তো হয়।
আমি সেদিনও কিছু বলিনি।কিছু কিভাবে বলব।কাব্যকে বললে সে ভাববে আমি মিথ্যা বলছি।সে তো আর আমার কথা ভাবে না।সে এখন নিজের ঘর সংসার নিয়ে ব্যস্ত।আমি চাই না তার সুন্দর সংসারটাকে নষ্ট করতে।এখন যে ঔষুধগুলো খাচ্ছি সেগুলো খুব সস্তা।তাতেও কষ্ট নাই।ছেলের সাথে আছি এইটাই যথেষ্ট।তবে বউমা আমাকে একটুও সহ্য করতে পারে না।আমি কিছু বললেই সে বিরক্ত হয়।কোমরের ব্যাথাটা বেড়েছে।বউমাকে ডাক্তার দেখাতে যাবো বলে কিছু টাকা চাইতে গেলে বউমা বলে,
-সব ঢং।
তাই আর কিছু বলিনি।বাধ্য হয়ে এই মাসের ঔষুদের টাকাটা বাঁচিয়ে রেখেছি।ডাক্তার দেখাতে যাবো বলে।কালকে বউমা বলেছিল আমি নাকি তাদের সংসারের বোজা।তাই সিদ্ধান্ত নিয়েছি আজকে ডাক্তার দেখাতে যাবো।সেখান থেকে বাসায় এসে শেষবারের জন্য ছেলের মুখটা দেখে কালকেই বৃদ্ধাশ্রমে চলে যাবো।
আমি আর পড়তে পারছিনা।চোখ দিয়ে অনবরত পানি পড়ছে।যেই বাবা আমাকে সামান্য কষ্ট কোনোদিন পেতে দেই নিই।সেই বাবা আজ হাজারো কষ্ট ভোগ করছে।জুই এতটাই নিচ।ছিঃ নিজেকে ওর স্বামী বলতেই লজ্জা হচ্ছে।আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলাম।কিছুক্ষণ পর বাবা ফিরে আসলো।এসে আমাকে দেখে বলল,
-বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি।
-কি বাবা??
-আমি কালকে বৃদ্ধাশ্রমে চলে যাবো।আমাকে কি অফিসে যাওয়ার সময় আশ্রমে নামিয়ে দিবি।
-আচ্ছা বাবা।
কথাটি বলে বাবা চলে গেলো।আমাকে কিছু বলার সুযোগ দিল না।আমার পাশে জুই ছিল।সে খুশি হয়েছে।আমাকে বলল,
-যাক এতদিনে আপদ বিদায় হবে বলে মনে হচ্ছে।কি বল কাব্য।
আমি কিছু বললাম না।রাতে জুইকে বললাম,
-এই শোনো কালকে আমরা ছুটিতে যাবো কক্সবাজার।তুমি তোমার কাপড় চোপড় প্যাক করে রাখিও।
-সত্যি বলছো তুমি??
-হ্যা সত্যি।
জুই খুশি হয়ে রান্না করতে চলে গেলো।বাবা আমাদের সাথে খাইনা অনেক দিন হল।আজকে আসলো খেতে।জুই আব্বার পছন্দের খাবার বানিয়েছে।বাবাতো কাল চলে যাবে তাই।বাবা নিস্তব্ধে খেয়ে চলে গেলো।তার চোখের কোণে অশ্রুগুলো ঠিকই দেখতে পেরেছিলাম।সকালে রেডি হলাম।গাড়িতে আমি,জুই আর বাবা বসে আছি।প্রথমে গেলাম জুইয়ের বাড়িতে।জুইকে বললাম,
-তোমার ব্যাগটা নাও।আর চল একটু তোমার বাবার সাথে দেখা করে আসি।
-কিন্তু ব্যাগ কেনো??
-আরে চলই না।
আমি জুইয়ের বাসায় গেলাম।বাবাও আসলো।বাবাকে নিয়ে এসেছি।সোফায় বসে আছি।জুইয়ের বাবা-মা আমাদের দেখে বলল,
-কিরে জামাই সাহেব অসময়ে যে??
-জ্বি আপনাদের জিনিষ আপনাদের বুঝিয়ে দিতে এলাম।
-আমাদের জিনিষ মানে??
-আপনাদের মেয়েকে।
পাশ থেকে জুই বলল,
-কি বলছো এসব কাব্য??
-হ্যা ঠিক বলছি।আর শুন তোর মত নিচ মেয়েকে বউ হিসেবে না রেখে।আমি সারাজীবন বউ ছাড়াই থাকবো।আর আমি ডিভোর্সের পেপার পাঠিয়ে দিব।সাথে তোর পাওনা সব টাকাও।
বাবা পাশ থেকে আমাকে থা&%প্পড় দিয়ে বলল,
-ছিঃ কাব্য ছিঃ।তোকে আমি এজন্যেই মানুষ করেছি।নিজের বউয়ের সাথে কেউ এভাবে ব্যবহার করে।মাফ করবেন বেয়ান সাহেব।আমি কাব্যকে বুঝিয়ে বলবো সব।
জুইয়ের আব্বু আম্মু কিছু না বুঝে বলল,
-কাব্য বাবা কি হয়েছে খুলে বল??
বাবা হয়তো টের পেয়েছে।আমি বাবাকে বললাম,
-আব্বু তুমি গাড়িতে গিয়ে বস।আমি আসছি।
আব্বু যেতে রাজি না।বাধ্য হয়ে চিৎকার দিয়ে বললাম,
-তোমাকে যেতে বলেছি যাও।
-আব্বু চলে গেলো।
তারপর জুইয়ের আব্বু বলল,
-জামাই সাহেব কি হয়েছে??আমার মেয়ে কি ভুল করেছে??
-কাব্য আমি কি করেছি??আমি তো তোমাকে অনেক ভালবাসি।
-চুপ কর তুই।তুর মতো মেয়ের মুখে ভালবাসি শুনতেই ঘৃণা লাগে।আর হ্যা আপনাদের মেয়েকে ভুলেও আমার চোখের সামনে যেনো না দেখি।
-আমার মেয়েটা কি করেছে সেটাতো বলো,
-কি করেনি সেটা জিজ্ঞেস করেন??যেই বাবা আমাকে এতটা বছর কষ্ট করে বড় করেছে।নিজে হাজারো কষ্ট সহ্য করে আমাকে মানুষ করেছে।নিজের কষ্টগুলোকে লুকিয়ে আমাদের ভাই-বোনের সুখের জন্য লড়াই করেছে।সেই বাবাকে আপনার মেয়ে আপদ বলে।বাবা শব্দটা মানে কি সেটা আপনার মেয়ে জানেনা।ওকে শিখিয়ে দিবেন।আর হ্যা জুই তুমিও শুনে রাখো,
-আমার বাবা তোমার কাছে আপদ।কিন্তু আমার কাছে সব কিছুর উর্ধে।আমার কাছে সবচেয়ে দামী।সবচেয়ে প্রিয়।
-জুই আমাকে জড়িয়ে ধরে বলল,
-সরি কাব্য আমাকে ক্ষমা করে দাও।
-আমি পারবো না।ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না।তুমি বাবাকে আপদ মনে করো তাই না।বাবাকে এত কষ্ট দেওয়ার পর কিভাবে ভাবলে আমি তোমাকে মাফ করবো।তোমার জায়গা আমার মনেতো দূরের কথা আমার পায়ের নিচেও না।
আমি চলে আসলাম।গাড়ি স্টার্ট দিলাম।বাবা আমাকে বলল,
-কিরে বউমা কয়??
-ও আজকের পর আর আসবে না।বাবা আমাকে মাফ করে দাও।আমি ভুলে গিয়েছি।ভুলে গিয়েছি তোমাকে সময় দিতে।তুমিই আমার কাছে সব।
এখন আমি আর বাবা চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছি।আর আড্ডা দিচ্ছি।হুমম বাবার চোখে খুশির ঝলক দেখতে পাচ্ছি।অনেকদিন পর বাবা হাসছেন।তার হাসিমাখা মুখটা দেখি না অনেকদিন হল।তাকে হাসতে দেখে মনের মাঝে এক আনন্দের ঝড় বয়ে যেতে লাগলো।বাবা ভালবাসি।অনেক ভালবাসি তোমায়।।।

-------------সমাপ্ত------------

💞💞বাবা।💞💞

তিন শর্ত কার্যকর হলে ইরান যুদ্ধ বিরতিতে যাবে ১-ইরানকে বিনা শর্তে পারমনুবিক দেশ ঘোযণা করা।  ২-ফিলিস্তিনকে স্বাধীন দেশ ঘোষ...
24/06/2025

তিন শর্ত কার্যকর হলে ইরান যুদ্ধ বিরতিতে যাবে
১-ইরানকে বিনা শর্তে পারমনুবিক দেশ ঘোযণা করা।
২-ফিলিস্তিনকে স্বাধীন দেশ ঘোষণা করা।
৩-আরব দেশগুলো থেকে আমেরিকার ঘাঁটি চিরতরে প্রত্যাহার করা। এবার লও ঠেলা।

সেনাপ্রধানের সুন্দর একটি প্রস্তাব।আমি এ প্রস্তাবের সাথে সম্মতি পোষণ করছি।আপনার মতামত দিন।👎সারা বাংলাদেশে একদিনেই নির্বাচ...
19/06/2025

সেনাপ্রধানের সুন্দর একটি প্রস্তাব।
আমি এ প্রস্তাবের সাথে সম্মতি পোষণ করছি।আপনার মতামত দিন।👎

সারা বাংলাদেশে একদিনেই নির্বাচন না দিয়ে, ৮ দিনে ৮ টি বিভাগের নির্বাচন দিতে হবে। এবং বাংলাদেশের সকল বাহিনীর উপস্থিতিতে নির্বাচন দিতে হবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৫ জন সেনাবাহিনীর সদস্য, দুই জন বিজিবি + তিনজন পুলিশ মোতায়েন থাকবে। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে। প্রতিটি কেন্দ্রের সার্বিক অবস্থা লাইভ টেলিকাস্ট করতে হবে। বিমানবাহিনী একটা স্পেশাল টিম হেলিকপ্টার যোগে টহল দিবে। কোন কেন্দ্র আক্রান্ত হলে তারা দ্রুতই রিজার্ভ ফোর্স সরবরাহ করবে। এমনটি করতে পারলে সুষ্ঠ নির্বাচন সম্ভব।

প্রস্তাবটি পছন্দ হলে শেয়ার করুন।
কপি

17/05/2025
মানুষের লজ্জা শরম কম হয় ঠিক কিন্তু এরকম বেহায়া দেখি নাই ও একজন আলেমআহা হেফাজত ব্যবসা
16/05/2025

মানুষের লজ্জা শরম কম হয় ঠিক কিন্তু এরকম বেহায়া দেখি নাই ও একজন আলেম
আহা হেফাজত ব্যবসা

মব মারানি মাহফুজরা এখন পোস্টায় না ক্যান....?
11/05/2025

মব মারানি মাহফুজরা এখন পোস্টায় না ক্যান....?

সত্যিই শিক্ষনীয় বিষয়
09/05/2025

সত্যিই শিক্ষনীয় বিষয়

আপনার মতামত জানতে চাই 🔥🇧🇩🇵🇰🔥Ten unknown Facts About  1. The first film ever made was "Roundhay Garden Scene" in 1888, di...
07/05/2025

আপনার মতামত জানতে চাই 🔥🇧🇩🇵🇰🔥

Ten unknown Facts About

1. The first film ever made was "Roundhay Garden Scene" in 1888, directed by French inventor Louis Le Prince.

2. The first Hollywood film was "The Squaw Man" in 1911, directed by Oscar Apfel and Cecil B. DeMille.

3. The first 3D film was "The Power of Love" in 1922, directed by Nat G. Deverich and Harry K. Fairall.

4. The first film with sound was "The Jazz Singer" in 1927, directed by Alan Crosland.

5. The longest film ever made was "Ambian" in 2016, directed by Anders Weberg, with a runtime of 720 hours.

6. The highest-grossing film of all time is "Avengers: Endgame" in 2019, directed by Anthony and Joe Russo.

7. The most Academy Awards won by a single film is 11, achieved by "Ben-Hur" in 1959, "Titanic" in 1997, and "The Lord of the Rings: The Return of the King" in 2003.

8. The first film to feature a computer-generated image (CGI) was "Westworld" in 1973, directed by Michael Crichton.


9. The first film to use motion capture technology was "The Lord of the Rings: The Fellowship of the Ring" in 2001, directed by Peter Jackson.

10. The highest-paid actor of all time is Keanu Reeves, with a salary of $250 million for "The Matrix" trilogy.


゚ ゚




চমৎকার দৃশ্য📸 ছবি ক্রেডিট -
07/05/2025

চমৎকার দৃশ্য
📸 ছবি ক্রেডিট -

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when ক্বওমী মাদরাসার অবদান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share