
09/04/2025
এমন কিছু সময় আসে জীবনে খুব বাজে ভাবে আপন মানুষ আঘাত করে তখন মনে হয় পৃথিবীতে আসার আগে যদি জানতাম জীবনে এমন সময়ের সম্মুখীন হতে হবে তাহলে সৃষ্টিকর্তাকে বলতাম এই পৃথিবীর সুখ আমি চাই না এই পৃথিবীতে আমি থাকতে যেতে চাই না বড় অসহায় লাগে খুব কাছের কেও যদি আঘাত করে না বলতে পারি কাউকে না পারি সইতে এই এক বিষাদময় জীবন। 😂😂