
12/04/2025
আজকের মার্চ ফর গাজা প্রতিবাদ কারা আয়োজন করেছে?
এটা সাংবাদিকসহ অনেকে জানতে চেষ্টা করছিলেন মূল অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত!
স্পেশাল গেস্টদের ব্রিফিং এ শায়খ আহমাদুল্লাহ উপস্থিত সবাইকে জানালেন, এই আন্দোলন নন-পলিটক্যাল, তেমন পরিকল্পনা করেও ডাকা হয়নি! আল্লাহর ইচ্ছায় হয়ে গেছে।
শেখ হাসিনার সময় পাঠ্যপুস্তকে মূল্যবোধ এবং ইতিহাস সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তিত হয়ে সব ঘরণার আলেমদের নিয়ে একটি টিম তৈরি করা হয়েছিলো।
সেই টিমের উদ্যোগে আমার দেশ সম্পাদক ড মাহমুদুর রহমানের অনুপ্রেরণায় আজকের প্রতিবাদ সম্মেলন ডাকা হয়। পরবর্তীতে দল মত নির্বিশেষে সবাই জড়িত হয়।
বিনিয়োগ সামিটের কারণে আজকের অনুষ্ঠান পেছাতে বলা হয়েছিলো (ফেসবুক পোস্টের মাধ্যমে)। এরপর পুরো টিম কনফিউজড হয়ে যায়।
অবশেষে পরামর্শক্রমে ১২ জুন অনড় থেকে উপদেস্টার সন্মানে ভেনু পরিবর্তন করা হয়।
এক সপ্তাহ পিছিয়ে দিলে প্রতিবাদের মোমেন্টাম হারিয়ে যেতো। তাই আল্লাহর উপর ভরসা করে ঝুকি নেয়া হয়।
অবশেষে আল্লাহর ইচ্ছায় তেমন কোন দূর্ঘটনা ছাড়াই ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। ব্যক্তিগতভাবে, এটা আমার কাছে মিরাকল মনে হয়।
আল্লাহ, এই উছিলায় আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যত প্রজন্মগুলোকে ইসলামিক আইডেন্টিটিকে শক্তভাবে ধরে রাখার তৌফিক দান করুন।
©️ড মোহাম্মদ সরোয়ার হোসেন।