মনুষ্যত্ব

মনুষ্যত্ব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মনুষ্যত্ব, Chittagong.

আজকের মার্চ ফর গাজা প্রতিবাদ কারা আয়োজন করেছে? এটা সাংবাদিকসহ অনেকে জানতে চেষ্টা করছিলেন মূল অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত! ...
12/04/2025

আজকের মার্চ ফর গাজা প্রতিবাদ কারা আয়োজন করেছে?

এটা সাংবাদিকসহ অনেকে জানতে চেষ্টা করছিলেন মূল অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত!

স্পেশাল গেস্টদের ব্রিফিং এ শায়খ আহমাদুল্লাহ উপস্থিত সবাইকে জানালেন, এই আন্দোলন নন-পলিটক্যাল, তেমন পরিকল্পনা করেও ডাকা হয়নি! আল্লাহর ইচ্ছায় হয়ে গেছে।

শেখ হাসিনার সময় পাঠ্যপুস্তকে মূল্যবোধ এবং ইতিহাস সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তিত হয়ে সব ঘরণার আলেমদের নিয়ে একটি টিম তৈরি করা হয়েছিলো।

সেই টিমের উদ্যোগে আমার দেশ সম্পাদক ড মাহমুদুর রহমানের অনুপ্রেরণায় আজকের প্রতিবাদ সম্মেলন ডাকা হয়। পরবর্তীতে দল মত নির্বিশেষে সবাই জড়িত হয়।

বিনিয়োগ সামিটের কারণে আজকের অনুষ্ঠান পেছাতে বলা হয়েছিলো (ফেসবুক পোস্টের মাধ্যমে)। এরপর পুরো টিম কনফিউজড হয়ে যায়।

অবশেষে পরামর্শক্রমে ১২ জুন অনড় থেকে উপদেস্টার সন্মানে ভেনু পরিবর্তন করা হয়।

এক সপ্তাহ পিছিয়ে দিলে প্রতিবাদের মোমেন্টাম হারিয়ে যেতো। তাই আল্লাহর উপর ভরসা করে ঝুকি নেয়া হয়।

অবশেষে আল্লাহর ইচ্ছায় তেমন কোন দূর্ঘটনা ছাড়াই ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। ব্যক্তিগতভাবে, এটা আমার কাছে মিরাকল মনে হয়।

আল্লাহ, এই উছিলায় আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যত প্রজন্মগুলোকে ইসলামিক আইডেন্টিটিকে শক্তভাবে ধরে রাখার তৌফিক দান করুন।

©️ড মোহাম্মদ সরোয়ার হোসেন।

ড. ইউনুস প্রথমে চীনে গিয়ে বলে আসলেন সে*ভেন সিস্টার্স একটা ল্যান্ড লক কান্ট্রি। তাদের জন্য সমূদ্র বন্দরে যাওয়ার উপায় নাই।...
04/04/2025

ড. ইউনুস প্রথমে চীনে গিয়ে বলে আসলেন সে*ভেন সিস্টার্স একটা ল্যান্ড লক কান্ট্রি। তাদের জন্য সমূদ্র বন্দরে যাওয়ার উপায় নাই। আমরাই একমাত্র গার্ডিয়ান অফ দ্য ওশেন। সেখানে চীনের সাথে মিলে আমাদের বাণিজ্যের অপার সম্ভাবনা।

এরপর প্রেস সচিব জানিয়ে দিলেন চীনের আগে আমাদের ভারতেই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিল্লি রাজি ছিল না।

এরপরের সফর থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন। সেখানে মোদিকে আসতেই হবে।

সাইডলাইনে মিটিং হইল। কী কথা হইল এইটা নিয়া বাংলাদেশ হালকা ব্রিফিং দিলেও ইন্ডিয়া থেকে এখনও কোন ব্রিফিং নাই।

এদিকে মোদিকে একখান ছবি উপহার দিলেন ড. ইউনুস স্যার, যেখানে দেখা যাচ্ছে ড. ইউনুসকে স্বর্ণ পদক দিচ্ছে মোদি। ছবিটা ২০১৫ সালের।

এরপর আজকে অফিশিয়ালি জানানো হল মিয়ানমার ফাইনালি ১ লাখ আশি হাজার রোহিঙ্গার ভেরিফিকেশন অথরাইজ করেছে তাদের প্রত্যাবাসনের উদ্দেশ্যে।

এইযে ঘটনাগুলার সিকোয়েন্স দেখেন। এগুলাকে বলে মেটিকুলাস ডিজাইন।

এক চীন সফর দিয়ে ইন্ডিয়াকে আর মায়ানমারকে লাইনে নিয়ে আসলেন।

উনি ব্রেইনে খেলেন। কাকে কীভাবে কোন দিক দিয়ে খেলে দিতে হয় ভাল জানেন।

এমন ডিপ্লোম্যাসি শেষ কবে দেখসেন।💗

- যুবায়ের আহমেদ

27/02/2025

Month of peace, love, change❤️

   More in the comment box😓-arfan saleh priyo
08/02/2025




More in the comment box😓

-arfan saleh priyo

Birthday Twins❤️
05/02/2025

Birthday Twins❤️

Address

Chittagong

Telephone

+8801954778945

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনুষ্যত্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share