Ariyana Ifthi

Ariyana Ifthi hi, I am Ariyana Ifthi Nira. Everyone like my page

28/08/2025
28/08/2025

আল্লাহর সন্তুষ্টিই আসল সফলতা 🌸
দুনিয়ার সবকিছু একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর পথে করা ছোট্ট একটি আমলও আখিরাতে অমূল্য সম্পদ হয়ে থাকবে।

রাতটিতোমার হোক Peaceful. গুড নাইট।
26/08/2025

রাতটিতোমার হোক Peaceful. গুড নাইট।

নতুন দিনের আলো খুলে দিক নতুন স্বপ্নের দুয়ার,হৃদয়ে আনুক শান্তি, মনে জাগুক ভালোবাসার আবেশ।আজকের দিনটি হোক তোমার জন্য সুখ, ...
25/08/2025

নতুন দিনের আলো খুলে দিক নতুন স্বপ্নের দুয়ার,
হৃদয়ে আনুক শান্তি, মনে জাগুক ভালোবাসার আবেশ।
আজকের দিনটি হোক তোমার জন্য সুখ, হাসি আর আনন্দে ভরা।

শুভ সকাল! ☕

অনেক দূরের পাহাড়ের কোলে ছিল এক গ্রাম—অরুণপুর। এই গ্রামকে সারা বছর সুরক্ষা দিত এক যাদুকরী প্রদীপ, নাম অগ্নিদীপ। প্রদীপটি ...
21/08/2025

অনেক দূরের পাহাড়ের কোলে ছিল এক গ্রাম—অরুণপুর। এই গ্রামকে সারা বছর সুরক্ষা দিত এক যাদুকরী প্রদীপ, নাম অগ্নিদীপ। প্রদীপটি জ্বললে গ্রামে কখনো দুঃখ, খরা বা দুর্যোগ আসত না।

কিন্তু এক রাতের ঝড়ে প্রদীপটি হঠাৎ নিভে গেল। গ্রাম অন্ধকারে ডুবে গেল, গাছ শুকিয়ে গেল, আর নদী শুকিয়ে কেবল পাথর পড়ে রইল। সবাই ভয় পেল—“অগ্নিদীপ হারালে আমাদের গ্রামও হারাবে।”

গ্রামে এক সাহসী মেয়ে ছিল, নাম মেঘলা। সে বলল,
“আমি অগ্নিদীপ ফিরিয়ে আনব।”

সবাই অবাক হয়ে হাসল, “তুই এত ছোট, তুই কীভাবে পারবি?”
কিন্তু মেঘলা হাল ছাড়ল না। তার হাতে ছিল শুধু একটি পুরোনো মানচিত্র, যেখানে লেখা ছিল—অগ্নিদীপ পাহারাদারের টাওয়ারে বন্দী।

মেঘলা রওনা দিল ভোরবেলায়। তাকে অতিক্রম করতে হলো—

জ্বলন্ত মরুভূমি, যেখানে বালি আগুনের মতো গরম।

কান্নার নদী, যেখানে প্রতিটি ঢেউ ভেসে আসে মানুষের ভয় নিয়ে।

আর ছায়ার জঙ্গল, যেখানে যে-ই ঢোকে তার প্রতিবিম্ব তাকে ভয় দেখায়।

মেঘলা সাহসী হৃদয়ে প্রতিটি বাধা পার হয়।

শেষে সে পৌঁছাল টাওয়ারে। সেখানে বিশাল এক ড্রাগন পাহারা দিচ্ছিল। ড্রাগন গর্জে উঠল,
“কে আমার আগুন নিতে এসেছে?”

মেঘলা কাঁপল না। সে বলল,
“আমি আলো নিতে আসিনি, আমি আমার গ্রাম বাঁচাতে এসেছি।”

ড্রাগন তার হৃদয়ের সত্যতা বুঝল। সে ধীরে ধীরে চোখ নামিয়ে বলল,
“সাহসী মেয়ে, অগ্নিদীপ তোমার। আলো শুধু তাদেরই প্রাপ্য, যারা স্বার্থ ছাড়া লড়াই করে।”

মেঘলা অগ্নিদীপ নিয়ে গ্রামে ফিরল। প্রদীপ জ্বালতেই আলো চারদিকে ছড়িয়ে পড়ল। নদী আবার বইতে শুরু করল, গাছে ফুল ফুটল, আর গ্রামে আনন্দ ফিরে এল।

সবাই মেঘলাকে গ্রামের অভিভাবক ঘোষণা করল। আর অগ্নিদীপও প্রতিজ্ঞা করল, সে কখনো আর নিভবে না, যতদিন মানুষ সাহস আর ভালোবাসায় বাঁচবে।
#রুপকথার #গল্প

রাত শেষের নিস্তব্ধতায় আল্লাহর রহমত নেমে আসে। সেজদার দোয়া কবুল হোক, আর ঘুম হোক ঈমানের প্রশান্তিতে ভরা। শুভ রাত্রি🌙
17/08/2025

রাত শেষের নিস্তব্ধতায় আল্লাহর রহমত নেমে আসে। সেজদার দোয়া কবুল হোক, আর ঘুম হোক ঈমানের প্রশান্তিতে ভরা। শুভ রাত্রি🌙

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ariyana Ifthi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ariyana Ifthi:

Share