03/12/2023
দয়াময় আল্লাহ।আমাদেরকে সর্বদা দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন।
প্রিয় #রাসূল (ﷺ)এর একজন সাহাবী বলেছিলেন,..তিনি রাহমাতাল্লিল আলামিন #নবী করিম(ﷺ) এর উপর সর্বদা দরুদ পাঠ করবেন।
তখন #রাসুলে করিম (ﷺ) তাঁকে বলেছিলেন, ‘‘যদি তুমি তাই করো, তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে (প্রয়োজন পূরণ হবে) এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে।’’ [তিরমিযি: ২৪৫৭, হাকিম: ২/৪৫৭, হাদিসটি সহিহ]
প্রিয় #রাসূল (ﷺ) আরও বলেছেন, যে ব্যক্তি আমার উপর (১) বার দুরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তায়ালা তার উপর (১০)বার রহমত বর্ষন করেন” ___(মুসলিমঃ৪০৮)💚
-اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ)
❝আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আ'লা
নাবিয়্যিনা মুহাম্মাদ❞(ﷺ)
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়ালা আলি মোহাম্মদ 💚🤲🤍