Md Ibrahim

Md Ibrahim ✳️ For Better Quality Video On YouTube 👉

একটি হাতের উপরে সমাজ ব্যবস্থা নষ্ট...! 👀
08/01/2024

একটি হাতের উপরে সমাজ ব্যবস্থা নষ্ট...! 👀

একদিন এ শহর থেকে সবাই হারিয়ে যাবে... 👀
08/01/2024

একদিন এ শহর থেকে সবাই হারিয়ে যাবে... 👀

বাজারে যাওয়ার পরে সবার একই অবস্থা...😢
07/01/2024

বাজারে যাওয়ার পরে সবার একই অবস্থা...😢

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎• Today's the...
18/10/2023

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎• Today's the best Photo 🌿🥰•Follow Page Plz ]👈

•🔴 Beautiful




























07/10/2023

বর্তমান বাস্তবতা...

05/10/2023

চাকুরী জীবনের চ্যালেঞ্জগুলির সামনে আপনি কী স্টেপ নিতে পারেন । Motivation Life

02/10/2023

Turning Passion into Profit | Rodney Melton's story

In the realm of side hustles, Rodney Melton's story is a remarkable testament to what can be achieved with determination, passion, and a bit of creativity. This 55-year-old entrepreneur from Alma, Arkansas, managed to transform his hobby of concrete and stone work into a highly lucrative pet memorial business on Etsy, generating over $207,000 in revenue within just a year. In this article, we delve into the journey of how Rodney Melton turned his passion into a six-figure side hustle and explore the key elements that contributed to his success.

28/09/2023

What is the number of Instagram users in the world 2023 🙄🙄

26/09/2023
ফেরেশতা সিফাত ইনসান।রাখাল থেকে শাহী মেহমান!১৫ বছর ছাগল চড়ানোর অর্থে ওমরা হজ পালন!নাম আবদুল কাদের। কারাসা বালুচ পাকিস্তা...
26/04/2023

ফেরেশতা সিফাত ইনসান।
রাখাল থেকে শাহী মেহমান!
১৫ বছর ছাগল চড়ানোর অর্থে ওমরা হজ পালন!

নাম আবদুল কাদের। কারাসা বালুচ পাকিস্তানের অধিবাসী। থাকেন পরের জমিতে ঝুপড়ি বানিয়ে। ঝুপড়ির বেড়া দিয়েছেন ঝাউ জাতীয় কাঁটাদার গাছ দিয়ে। একদম প্রান্তিক অজপাড়া গাঁ। নেই কোনো বিদ্যুতের ঝলমল। বুঝেন না মোবাইল কী? নেই নেটওয়ার্ক ব্যবস্থা। কিন্তু রবের সাথে সম্পর্ক নিবিড়। বুকে আশার বাসা বেঁধে রেখেছেন বায়তুল্লাহর জিয়ারত করবেন। তাওয়াফ করবেন কাবার চারপাশে। নবীয়ে রহমতের দোরগোড়ায় দাঁড়িয়ে সালাম পেশ করবেন। পান করে সিক্ত হবেন জমজম। দেখবেন মিনা আরাফাত। দৌড়বেন সাফা মারওয়ায়। আরো কতশত স্বপ্ন বুনে রেখেছেন হৃদয় জুড়ে।

কিন্তু আশা করলেই তো আর দূর দেশে আরব সাগর পাড়ি দিয়ে নবীর দেশে যাওয়া যায় না। প্রয়োজন হয় অর্থের। স্বাদ থাকলেই তো আর মিঠানো যায় না। থাকতে হয় সাধ্যের মধ্যে। কিন্তু এই আশা তো সাধ্যের চেয়ে অনেক উর্ধ্বে। তবে প্রেম ভালোবাসার স্বাদ যত উর্ধ্বের হোক। মানে না সাধ্যের বাঁধা। অতিক্রম করে সিক্ত হয় প্রেমের অমিয় সুধায়।

বাবাজি আবদুল কাদের একজন সাধারণ রাখাল। অন্যের ছাগল লালন-পালন করে দিন করেন গুজরান। হজের জিয়ারতের ভাসনা কীভাবে মিঠাবেন? একজন রাখালের পক্ষে তো অসম্ভব। সারা বছর ছাগল পালন করার পর এলাকার নিয়মমাফিক বছর শেষে মালিকের পক্ষ থেকে পারিশ্রমিক হিসেবে মিলে মাত্র একটি ছাগল ছানা। থাকার ঘর নেই। সংসার চালানোর যোগান হয় না ঠিক মতো। কিন্তু রবের ভালোবাসা যে পূরণ করতেই হবে।

এই ইচ্ছেশক্তি নিয়ে শুরু করলেন টাকা জমানো। কয়েক বছর রাখালি করে কয়েকটি ছাগল জমালেন। তা বিক্রি করে বানালেন পাসপোর্ট। কিন্তু হায়! উপযুক্ত অর্থ জমানো পর্যন্ত পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলো।

পিছপা না হয়ে আবারো ছাগল জমাতে শুরু করেন। দীর্ঘ পনেরো বছর রাখালি করে ছাগল লালন-পালন করে জমানো টাকা দিয়ে শেষ-মেষ উমরাহ পালনের অর্থ কোনোভাবে জমেছে। তাও শুধু নতুন পাসপোর্ট যাতায়াত ভাড়া ও সামান্য হাত খরচ। নেই হোটেলে থাকার ভাড়া। তার জমানো অর্থ পরিমাণ কোনো হজ এজেন্সির কাছে কোনো প্যাকেজ তো দূর ধারে কাছেও নেই। তাই স্থীর করেছেন একা যাবেন। পড়ে থাকবেন কাবা চত্বরে বা আশপাশের কোথাও।

১৪৪৪ হিজরী এই রমজানে মাসে ইতিহাস রচনাকারী আল্লাহ প্রেমীদের সমাগম হয়েছে। রিপোর্ট বলছে শুধু রমজানে ৫০ লাখ মানুষ উমরাহ পালনের জন্য সৌদি গমন করেছেন। পাকিস্তানের এই বাবাজি আবদুল কাদেরও একজন। কিন্তু সবার থেকে আলাদা। সাথী নেই। নেই এজেন্সিও। চিনেন না অযুখানা বাথরুম বা অযু ইস্তেঞ্জার জায়গা। জানেন না আরবি ভাষা। এমনকি নেই উর্দু ভাষার সাথেও দূরতম সম্পর্ক। কথা বলেন আঞ্চলিক বালুচ ভাষায়। খাবার হিসেবে হারামে পাকে যা ইন্তিজাম আছে তাই যথেষ্ট। অযু করবেন অযুখানা চিনেন না। পাশের দোকান থেকে এক বোতল পানি নিয়ে অযু সেরেছেন। পরে কেউ দেখিয়ে দিলেন নিচেই আছে সব।

একজন দুইজন এভাবে সবার নজরে আসতে থাকেন আবদুল কাদের নামের বালুচী এই রাখাল বাবাজি। একে একে সবাই। বাবাজি আবদুল কাদেরের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে লাগল আরব মিডিয়া থেকে নেট দুনিয়ায়। মুহূর্তেই ভায়রাল কাবার অঙ্গিনায় তার হাঁটাচলার দৃশ্য। কিন্তু তার কোনো খবরই নেই ঐসব কিছুর। ভূপৃষ্ঠে কতশত অখ্যাত অপরিচিত মানুষ আল্লাহর কাছে খুব পরিচিত প্রিয়। কখনো কখনো দুনিয়াবাসির কাছেও প্রিয় হয়ে যান।

না হয় এই রমজানে উমরাহ পালন করেছেন কত রাজা বাদশাহ আমীর উমারাহ! কতশত উযির নাযির মন্ত্রী মিনিস্টার! সবাইকে পিছে পেলে ছাগল চড়ানোর সাধারণ রাখাল আলোচনায় সবার শীর্ষে। কেউ বলছেন ফেরেশতা সিফাত ইনসান। কেউ বলছেন দরবেশ। কেউ বলছেন সাহাবাদের যুগের মানুষ। কেউ কাছে এসে দোয়ার আবেদন করছেন। হাদিয়া দিচ্ছেন। ছবি তুলছেন ভিডিও বানাচ্ছেন। কিন্তু তিনি মজে আছেন রবের প্রেমে।

আবদুল কাদের বাবাজি কে ঘিরে মানুষের এই আলোচনা পৌঁছে গিয়েছে রাজ প্রাসাদের রাজ পরিবারের সদস্যদের কাছে। কোনো এক রাজপুত্র বিডিও বার্তায় তাঁর তালাশির সংবাদ জানালেন। রাজকীয় মর্যাদায় শাহী মেহমান বানাতে চেয়ে আশা ব্যক্ত করেছেন। ততক্ষণে আবদুল কাদের বাবাজি বালুচের বালুভূমির সেই ঝুপড়িতে ফিরে গেছেন।

তালাশ করে খুঁজে পেলেন তিনি একজন পাকিস্তানী। দেওয়া হলো দাওয়াত। ঘোষণা করা হলো রাজকীয় মর্যাদায় মেহমানদারির। অফার করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় ১৪৪৪ হিজরীতে হজের জিয়ারতের। আল্লাহু আকবার।

আল্লাহর প্রেম দরিয়ায় ডুব দিয়ে চেয়েছিলেন সমান্য একজন ভিখারি বেশে হলেও একটু হাজিরা দেওয়ার আল্লাহ পাক কবুল করে নিলেন মেহমান হিসেবে। ব্যবস্থা করে দিলেন রাজকীয় মর্যাদায় মেহমানদারির।
আল্লাহর প্রতি তাঁর ঘর ও নবীয়ে রহমতের দোরগোড়ায় হাজিরা দেওয়ার এমন আকুতি আল্লাহ পাক সবাইকে দিন। আমাদের সবাইকে এমন প্রত্যাশী বানিয়ে দিন। #আমীন

ইন্না লিল্লাহ 😢সোনার বাংলা Express  কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশন এ ভয়াবহ ভাবে এক্সিডেন্ট করেছে!আপনাদের কারো আত্মীয় স...
16/04/2023

ইন্না লিল্লাহ 😢
সোনার বাংলা Express কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশন এ ভয়াবহ ভাবে এক্সিডেন্ট করেছে!

আপনাদের কারো আত্মীয় স্বজন এই ট্রেন এ থাকলে দ্রুত যোগাযোগ করুন সেখানে।

🚫 যারা ইউরোপীয়ান ও কানাডিয়ান স্টাইলে রিজিউমি, কভার লেটার বানিয়ে নিতে চাচ্ছেন অথবা জব ব্যাংকের ওয়ার্কপারমিট সার্কোলার গু...
04/03/2023

🚫 যারা ইউরোপীয়ান ও কানাডিয়ান স্টাইলে রিজিউমি, কভার লেটার বানিয়ে নিতে চাচ্ছেন অথবা জব ব্যাংকের ওয়ার্কপারমিট সার্কোলার গুলোতে ইউরোপীয়ান ও কানাডিয়ান নিয়োগকর্তা বরাবর আবেদন করতে চান শুধু মাত্র তারাই মেসেজ করতে পারেন। ভিসা চেয়ে কেউ মেসেজ করবেন না, কেননা আমি কোন এজেন্সি বা দালাল নই। শুধু মাত্র রিজিউমি, কভার লেটার এবং প্রোফেশনাল ইমেইল বানিয়ে আবেদন করিয়ে দেই এতটুকুই আমার কাজ, এর আগে পরে কোন কাজ আমাদের এখতিয়ার বহির্ভূত 🚫

❤️নিজে নিজে সকল ডকুমেন্টস তৈরি করে আবেদন করতে অপারগ হলে আমাকে নক করুন, আপনার জন্য পারফেক্ট ইউরোপীয়ান ও কানাডিয়ান স্টাইল রিজিউমি এবং কভার লেটার বানিয়ে দিব এমনকি আপনি চাইলে আপনার পক্ষে সরাসরি ১০ জন নিয়োগকর্তা বরাবর আবেদন সাবমিট করে দিব। এক্ষেত্রে প্রতিটি ইমেইল করার সময় CC তে আপনার ইমেইল আইডি দেয়া থাকবে এবং To তে নিয়োগকর্তার ইমেইল আইডি দেয়া থাকবে। এর ফলে নিয়োগকর্তা আপনার আবেদনে সারা দিলে আপনার ইমেইলেও নোটিফিকেশন পেয়ে যাবেন। সকল ডকুমেন্টস Pdf আকারে এবং আবেদন করার পূর্ণাঙ্গ প্রসেস আপনাকে দিয়ে দেয়া হবে।

✅আমি শুধু মাত্র ইউরোপীয়ান ও কানাডিয়ান স্টাইল রিজিউমি, কভার লেটার, ইমেইল লিখে দেই এবং জব লিংক খুঁজে বের করে আবেদন সাবমিট করে দিয়ে থাকি। এরপর ভাগ্য সহায় হলে ইন্টারভিউ কল পেয়ে যাবেন। ডকুমেন্টস বানিয়ে নিতে অথবা আবেদন করিয়ে নিতে চাইলেই কেবল কল করতে পারেন। আমাদের সার্ভিসটি পারিশ্রমিক ফ্রি নয়। আগ্রহী হলে নাম্বারে টাচ করুনঃ WhatsApp +01616444139

Address

Chittagong

Telephone

01616444139

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Ibrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Ibrahim:

Share