G Tech Studio

G Tech Studio digital technology ideas

23/06/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।

Turning Point Job Aid
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
(সংগৃহীত)

24/05/2025

স্কিল ছাড়াও ইনকাম!

জেনে নিন – ফ্রিতে অনলাইনে আয় করার ২৫টি বাস্তব উপায় (নতুনদের জন্য বেস্ট!)

সময় নষ্ট নয়, এবার শুরু হোক স্মার্ট ইনকামের পথ!
মোবাইল/কম্পিউটার থাকলেই চলবে!



১–১০: সহজ শুরু

১. YouTube Automation – ভিডিওতে নিজের মুখ না দেখিয়ে ইনকাম করুন (AI Tools দিয়ে ভিডিও বানিয়ে আপলোড)।
২. page Monetization – Reels ও Video Content দিয়ে ইনস্ট্যান্ট ইনকাম!
৩. CPA Marketing – কেউ সাইন আপ করলেই আপনি টাকা পাবেন।
৪. Paid Survey Sites – (Swagbucks, Ysense) সার্ভে করে ঘরে বসে আয় করুন।
৫. Referral Programs – (Binance, Shohoz, Pathao) রেফার করলেই কমিশন।
৬. App Testing – (TesterWork, UserTesting) অ্যাপ ইউজ করে মতামত দিন, আয় করুন।
৭. TikTok Content (Without Face) – ভাইরাল ভিডিও বানিয়ে ইনকাম।
৮. Watching Ads – (TimeBucks, AdWallet) বিজ্ঞাপন দেখেও আয় সম্ভব।
৯. Website Testing – (TryMyUI) ওয়েবসাইটের ভুল ধরে টাকা পান।
১০. Amazon Kindle eBook – AI দিয়ে বই লিখে বিক্রি করুন!



১১–২০: এক্সট্রা সময় মানেই ইনকাম

১১. Microtasking – (Clickworker, Microworkers) ছোট ছোট কাজ করে ডলার ইনকাম।
১২. Data Entry – টাইপিং জানলেই ফ্রিল্যান্সিং সাইটে আয় সম্ভব।
১৩. Facebook Group Moderator – বড় পেইজ/গ্রুপে কাজ করে ইনকাম।
১৪. Free Stock Photo Upload – (Pexels, Pixabay) মোবাইলে ছবি তুলে বিক্রি করুন।
১৫. YouTube Shorts Compilation Channel – অন্যদের ক্লিপ কম্বাইন করে ভাইরাল করুন।
১৬. Fiverr Gig Without Skill – AI Tools দিয়ে সহজ গিগ তৈরি করে ইনকাম।
১৭. Pinterest Automation – পিন শেয়ার করে ওয়েবসাইটে ভিজিটর, আর ইনকাম!
১৮. Instagram Theme Page – অন্যের রিল দিয়ে পেইজ চালিয়ে ব্র্যান্ড ইনকাম।
১৯. AI Voiceover Services – TTS Tools দিয়ে ভয়েস বানিয়ে ভিডিওতে ব্যবহার করুন।
২০. Meme Marketing – জনপ্রিয় মিম তৈরি করে আয় করুন!



২১–২৫: আধুনিক AI টুলস দিয়ে নতুন ইনকাম

২১. Google News Approved Blog – AI কনটেন্টে Adsense ইনকাম।
২২. eShikhon Affiliate – ইশিখনের কোর্স রেফার করে প্রতি সেল থেকে কমিশন।
২৩. Freelance Translator – Google Translate + Grammarly দিয়ে অনুবাদ কাজ।
২৪. Voice Recording Jobs – (Remotasks, Lionbridge) বাংলা/ইংরেজি শব্দ রেকর্ড করে ইনকাম।
২৫. Free Canva Templates Seller – Canva দিয়ে ডিজাইন করে Gumroad বা Etsy তে বিক্রি।



সতর্ক বার্তা:

এই পদ্ধতিগুলোয় ইনকাম ধীরে ধীরে শুরু হয়, কিন্তু নিয়মিত করলে মাসে ৫০০–১০০০ ডলারও সম্ভব!
শুরু করুন ধীরে ধীরে, ৬ মাস পর নিজেই বলবেন —
“যাত্রাটা সার্থক!”



হ্যাশট্যাগ সমূহ:

13/02/2025
18/06/2023

সৌদিতে ২৭ জুন হজ্জ এবং ২৮ জুন কুরবানী’র ইদ ঘোষণা।

09/06/2023

প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। সে লক্ষ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে "স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম"
প্রযুক্তিবিশ্বের সর্বশেষ পণ্য ও উদ্ভাবন সম্পর্কে জানতে চলে আসুন "স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩, চট্টগ্রাম" ইভেন্টে।
তারিখ: ১৪ই জুন-১৬ই জুন, ২০২৩
স্থান: জিইসি কনভেনশন সেন্টার
সময়: সকাল ১০টা- রাত ৮টা
ইভেন্টের পাশাপশি বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে:
- গেমিং জোন
- বঙ্গবন্ধু কর্ণার
- ইনোভেশন জোন
- ৩৬০ ডিগ্রী ফটোবুথ
- সর্বাধুনিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনী

09/06/2023

© MS Word Keyboard শটকার্টঃ (টাইমলাইনে শেয়ার করে রাখুন)
--------------------------------------------------------
1. Ctrl + A = সিলেক্ট অল। (All Select)
2. Ctrl + B = টেক্সট বোল্ড। (Bold)
3. Ctrl + C = কোন কিছু কপি করা। (Copy)
4. Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
5. Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
6. Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা। (Find World)
7. Ctrl + G = গো টু কমান্ড।
8. Ctrl + H = রিপ্লেস কমান্ড। (Replace)
9. Ctrl + I = টেক্সট ইটালিক। (Italic)
10. Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা। (Justify)
11. Ctrl + K = হাইপারলিংক তৈরী করা। (Hyperlink)
12. Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা। (Left Align)
13. Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
14. Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য। (New File)
15. Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য। (File Open)
16. Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট। (Print)
17. Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
18. Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা। (Right Align)
19. Ctrl + S = ফাইল সেভ। (Save)
20. Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
21. Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।(Underline)
22. Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।(Paste)
23. Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য। (Close File)
24. Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য। (Cut)
25. Ctrl + Y = রিপিট করার জন্য। (Redo)
26. Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। (Undo)
---
® ফাংশন Key এর ব্যাবহারঃ
---------------------------------------------------------------
F1: প্রায় সব প্রোগ্রামেরই হেল্প স্ক্রিন খুলে যায় এই Key টিপলে। অর্থাৎ, ধরুন আপনি কোনও একটি প্রোগ্রাম সম্পর্কে জানেন না। F1 টিপলেই সংশ্লিষ্ট প্রোগ্রাম
সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রশ্নোত্তর সমেত একটি স্ক্রিন খুলে যাবে আপনার ডেস্কটপে।
F2: কোনও একটি ফাইল বা ফোল্ডারের rename দিতে গেলে, অনেকেই মাউজের সাহায্য নেন। শর্টকাটটা হল F2। মাউজের প্রয়োজনই পড়বে না।
F3: কোনও একটি অ্যাপ্লিকেশনের (সেই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন) সার্চ ফিচার খুলে যায় এই Key টিপলে।
F4: উইন্ডো বন্ধ করার জন্য F4 দারুণ শর্টকাট। Alt+F4 টিপলে অ্যাক্টিভ উইন্ডো বন্ধ হয়ে যাবে।
F5: কোনও একটি পেজ রিফ্রেশ বা রিলোড করতে গেলে খামোখা মাউজ নাড়াচাড়ায় সময় নষ্ট না করে F5 টিপে দিন।
F6: এই Key টিপলে ইন্টারনেট ব্রাউজারে কারসার সোজা চলে যায় অ্যাডড্রেস বার-এ।
F7: মাইক্রোসফট ওয়ার্ড বা কোনও অ্যাপ্লিকেশনে কিছু লেখার পর বানান ও ব্যাকরণগত কোনও ভুল থাকলে ধরিয়ে দেবে F7।
F8: উইন্ডোজের বুট মেনুকে ব্যবহার করতে পারবেন এই Key-এর মাধ্যমে।
F9: মাইক্রোসফট ওয়ার্ডে কোনও ডকুমেন্ট রিফ্রেশ করতে চাইলে ও
মাইক্রোসফট আউটলুকে ই-মেল পাঠানো ও রিসিভের কাজ মিটে যায় এই শর্টকাট Key-এর সাহায্যে।
F10: কোনও একটি অ্যাপ্লিকেশনে মেনু বার আনতে গেলে বেশির ভাগ মানুষই রাইট ক্লিক করেন মাউজে। দরকারই পড়ে না যদি আপনি shift+F10 ব্যবহার করেন। রাইট ক্লিকেরই কাজ করে।
F11: ইন্টারনেট ব্রাউজারে ফুলস্ক্রিন মোডে ঢুকতে ও বেরতে কাজ করে F11 Key।
F12: মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট Save as করতে গেলে মাউজের সাহায্য না নিয়ে এই Key-এ শর্টকাটে সেরে ফেলুন।
- সংগৃহীত

ভার্চুয়াল জগৎ সীমাহীন বিস্তৃত ও পরিব্যপ্ত। তাই এখানে ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় আবহ টিকিয়ে রাখা অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়া...
17/05/2023

ভার্চুয়াল জগৎ সীমাহীন বিস্তৃত ও পরিব্যপ্ত। তাই এখানে ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় আবহ টিকিয়ে রাখা অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আর তাই ‘সালামওয়েব’ নামে একটি নতুন ব্রাউজার তৈরি করেছে মালয়েশিয়াভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান সালাম ওয়েব টেকনোলজিস। এতে মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ অক্ষত রাখা সহজ হবে বলে ধারণা তাদের।

জানা গেছে, অনলাইন জগতকে পক্ষপাত মুক্ত রাখতে এবং ব্রাউজারের অপব্যবহার রোধে এটি চালু করা হয়েছে। একইসঙ্গে ব্যবহারকারীর গোপনীয়তাবিষয়ক ক্ষেত্রেও এটির গঠন রীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে। সবমিলিয়ে ব্রাউজারটি যেন মুসলিমবান্ধব ও শান্তিপূর্ণ হয়, তাই এর নাম দেওয়া হয়েছে ‘সালামওয়েব’।

সালামওয়েব ব্রাউজারটি মোবাইল, ল্যাপটপ ও ডেস্কটপ ইত্যাদিতে ব্যবহার করা যাবে। মেসেজিং, নিউজসহ আরও বেশকিছু অ্যাপ্লিকেশন এ ব্রাউজারে অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে মালোয়েশিয়া ও ইন্দোনেশিয়ার গ্রাহকদের জন্য তৈরি করা হলেও এটিকে বৈশ্বিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
বিশ্বের ১০ শতাংশ মুসলিমকে টার্গেট করে তারা অগ্রসর হচ্ছেন। তবে উদ্যোগ বাস্তবায়নের পথে কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও হচ্ছে সালামওয়েব। শুরুতেই গুগল ও ফেসবুকের মতো কোম্পানিগুলো তাদের সমালোচনা করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তাদের এ উদ্যোগ ভালো চোখে দেখেনি।

সালামওয়েব টেকনলোজির ব্যবস্থাপনা পরিচালক হাসনি জেরিনা মাহমুদ খান জানান, ‘অসংলগ্ন’ কনটেন্টের কারণে টুইটারকে ইতিমধ্যে ‘নারীদের জন্য বিষাক্ত স্থান বা নরক’ বলে অভিহিত করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস। তাই আমরা ইন্টারনেটকে একটি উত্তম স্থান হিসেবে পরিবর্তন করতে চাই। আমরা জানি, ইন্টারনেটে ভালো-মন্দ; দুই দিকই রয়েছে। তাই আমরা সালামওয়েবে এমন একটি টুল তৈরি করেছি, যেটি দিয়ে কেবল ভালো কিছুই উপভোগ করা যাবে।
তিনি আরও বলেন, ব্রাউজারটি কনটেন্ট ফিল্টারিং করবে। পর্নোগ্রাফি বা জুয়ার কোনো ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে গ্রাহককে সঙ্গে সঙ্গে সতর্ক করা হবে। এছাড়াও মুসলিমদের ধর্মচর্চা সহজ করতে নামাজের সময় জানিয়ে দেওয়ার মতো বিষয়গুলোও এতে রাখা হয়েছে। আর প্রধানত মুসলিমদের টার্গেট করে আমরা ব্রাউজারটি তৈরি করলেও আমাদের লক্ষ্য হলো সর্বজনীন মূল্যবোধকে উৎসাহিত করা। তাই যেকেউ এটি ব্যবহার করতে পারবেন। কারণ ইন্টারনেট দিন দিন ক্ষতিকর হয়ে উঠছে—তাই আমাদের বিকল্প কিছু করা জরুরি হয়ে পড়ছে।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when G Tech Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share