G Tech Studio

G Tech Studio digital technology ideas

23/06/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।

Turning Point Job Aid
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
(সংগৃহীত)

24/05/2025

স্কিল ছাড়াও ইনকাম!

জেনে নিন – ফ্রিতে অনলাইনে আয় করার ২৫টি বাস্তব উপায় (নতুনদের জন্য বেস্ট!)

সময় নষ্ট নয়, এবার শুরু হোক স্মার্ট ইনকামের পথ!
মোবাইল/কম্পিউটার থাকলেই চলবে!



১–১০: সহজ শুরু

১. YouTube Automation – ভিডিওতে নিজের মুখ না দেখিয়ে ইনকাম করুন (AI Tools দিয়ে ভিডিও বানিয়ে আপলোড)।
২. page Monetization – Reels ও Video Content দিয়ে ইনস্ট্যান্ট ইনকাম!
৩. CPA Marketing – কেউ সাইন আপ করলেই আপনি টাকা পাবেন।
৪. Paid Survey Sites – (Swagbucks, Ysense) সার্ভে করে ঘরে বসে আয় করুন।
৫. Referral Programs – (Binance, Shohoz, Pathao) রেফার করলেই কমিশন।
৬. App Testing – (TesterWork, UserTesting) অ্যাপ ইউজ করে মতামত দিন, আয় করুন।
৭. TikTok Content (Without Face) – ভাইরাল ভিডিও বানিয়ে ইনকাম।
৮. Watching Ads – (TimeBucks, AdWallet) বিজ্ঞাপন দেখেও আয় সম্ভব।
৯. Website Testing – (TryMyUI) ওয়েবসাইটের ভুল ধরে টাকা পান।
১০. Amazon Kindle eBook – AI দিয়ে বই লিখে বিক্রি করুন!



১১–২০: এক্সট্রা সময় মানেই ইনকাম

১১. Microtasking – (Clickworker, Microworkers) ছোট ছোট কাজ করে ডলার ইনকাম।
১২. Data Entry – টাইপিং জানলেই ফ্রিল্যান্সিং সাইটে আয় সম্ভব।
১৩. Facebook Group Moderator – বড় পেইজ/গ্রুপে কাজ করে ইনকাম।
১৪. Free Stock Photo Upload – (Pexels, Pixabay) মোবাইলে ছবি তুলে বিক্রি করুন।
১৫. YouTube Shorts Compilation Channel – অন্যদের ক্লিপ কম্বাইন করে ভাইরাল করুন।
১৬. Fiverr Gig Without Skill – AI Tools দিয়ে সহজ গিগ তৈরি করে ইনকাম।
১৭. Pinterest Automation – পিন শেয়ার করে ওয়েবসাইটে ভিজিটর, আর ইনকাম!
১৮. Instagram Theme Page – অন্যের রিল দিয়ে পেইজ চালিয়ে ব্র্যান্ড ইনকাম।
১৯. AI Voiceover Services – TTS Tools দিয়ে ভয়েস বানিয়ে ভিডিওতে ব্যবহার করুন।
২০. Meme Marketing – জনপ্রিয় মিম তৈরি করে আয় করুন!



২১–২৫: আধুনিক AI টুলস দিয়ে নতুন ইনকাম

২১. Google News Approved Blog – AI কনটেন্টে Adsense ইনকাম।
২২. eShikhon Affiliate – ইশিখনের কোর্স রেফার করে প্রতি সেল থেকে কমিশন।
২৩. Freelance Translator – Google Translate + Grammarly দিয়ে অনুবাদ কাজ।
২৪. Voice Recording Jobs – (Remotasks, Lionbridge) বাংলা/ইংরেজি শব্দ রেকর্ড করে ইনকাম।
২৫. Free Canva Templates Seller – Canva দিয়ে ডিজাইন করে Gumroad বা Etsy তে বিক্রি।



সতর্ক বার্তা:

এই পদ্ধতিগুলোয় ইনকাম ধীরে ধীরে শুরু হয়, কিন্তু নিয়মিত করলে মাসে ৫০০–১০০০ ডলারও সম্ভব!
শুরু করুন ধীরে ধীরে, ৬ মাস পর নিজেই বলবেন —
“যাত্রাটা সার্থক!”



হ্যাশট্যাগ সমূহ:

Address

Chittagong
4209

Website

Alerts

Be the first to know and let us send you an email when G Tech Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share