
26/07/2025
#জনবিচ্ছিন্ন_শাহাদাৎ_আলী_সাবেক_চেয়ারম্যান
১৬ বছর ধরে যিনি আওয়ামী লীগের আশ্রয়ে থেকে নিজস্ব স্বার্থে কাজ করেছেন, সেই সাবেক চেয়ারম্যান শাহাদাৎ আলী আবারও নির্বাচনে প্রার্থী হতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ পেকুয়ার সাধারণ মানুষ কখনো তাঁকে কঠিন সময়ে পাশে পায়নি।
জনসেবার চেয়ে দলীয় সুবিধা আদায়ের প্রবণতাই ছিল স্পষ্ট। এখন তিনি নিজেকে সাধারণের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে চাইলেও, পেকুয়াবাসী ভুলে যায়নি— কে জনগণের পাশে ছিল, আর কে নিজের জন্য রাজনীতি করেছে।
এবার পেকুয়াবাসী সচেতনভাবেই এমন জনবিচ্ছিন্ন নেতৃত্বকে প্রত্যাখ্যান করবে—এই প্রত্যাশাই জনগণের কণ্ঠস্বর।