Cox'sbazar Times 24

Cox'sbazar Times 24 News & Views of Cox'sbazar

 #জনবিচ্ছিন্ন_শাহাদাৎ_আলী_সাবেক_চেয়ারম্যান১৬ বছর ধরে যিনি আওয়ামী লীগের আশ্রয়ে থেকে নিজস্ব স্বার্থে কাজ করেছেন, সেই সাবে...
26/07/2025

#জনবিচ্ছিন্ন_শাহাদাৎ_আলী_সাবেক_চেয়ারম্যান

১৬ বছর ধরে যিনি আওয়ামী লীগের আশ্রয়ে থেকে নিজস্ব স্বার্থে কাজ করেছেন, সেই সাবেক চেয়ারম্যান শাহাদাৎ আলী আবারও নির্বাচনে প্রার্থী হতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ পেকুয়ার সাধারণ মানুষ কখনো তাঁকে কঠিন সময়ে পাশে পায়নি।

জনসেবার চেয়ে দলীয় সুবিধা আদায়ের প্রবণতাই ছিল স্পষ্ট। এখন তিনি নিজেকে সাধারণের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে চাইলেও, পেকুয়াবাসী ভুলে যায়নি— কে জনগণের পাশে ছিল, আর কে নিজের জন্য রাজনীতি করেছে।

এবার পেকুয়াবাসী সচেতনভাবেই এমন জনবিচ্ছিন্ন নেতৃত্বকে প্রত্যাখ্যান করবে—এই প্রত্যাশাই জনগণের কণ্ঠস্বর।

 #দালাল_শাহাদাৎ_আলী_সাবেক_চেয়ারম্যানযিনি টানা ১৬ বছর ধরে আওয়ামী লীগের একজন পরিচিত দালাল হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বর্ত...
24/07/2025

#দালাল_শাহাদাৎ_আলী_সাবেক_চেয়ারম্যান

যিনি টানা ১৬ বছর ধরে আওয়ামী লীগের একজন পরিচিত দালাল হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বর্তমানে তিনি আবার চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ আশ্চর্যের বিষয়, পেকুয়ার সাধারণ মানুষ তাঁকে কখনো জনগণের পাশে দেখেনি।

আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে ব্যক্তিস্বার্থে যিনি সুবিধা আদায় করেছেন, আজ তিনি নিজেকে সাধারণের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চাচ্ছেন! কিন্তু পেকুয়াবাসী ভুলে যায়নি— কে কতোটা দলীয় দালালি করেছে এবং কারা প্রকৃত জনসেবা থেকে দূরে ছিল।

এই মানুষটিকে এবার জনগণ সচেতনভাবে প্রত্যাখ্যান করবে এবং শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলবে—এই আশা রাখাই স্বাভাবিক। ✊

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox'sbazar Times 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share