মানবাধিকার বার্তা ২৪

মানবাধিকার বার্তা ২৪ Stay informed with the latest news and stories! Follow us for the latest news and updates!
(1)

“আইনের চোখ ফাঁকি নয়” বাঁশখালীতে এসিল্যান্ডের দফায় দফায় অভিযান, অবৈধ বালু ব্যবসায়ীদের নাভিশ্বাস!বিস্তারিত কমেন্টে... #অবৈ...
04/07/2025

“আইনের চোখ ফাঁকি নয়” বাঁশখালীতে এসিল্যান্ডের দফায় দফায় অভিযান, অবৈধ বালু ব্যবসায়ীদের নাভিশ্বাস!

বিস্তারিত কমেন্টে...
#অবৈধবালু #মোবাইলকোর্ট #বাঁশখালী #এসিল্যান্ডজসিমউদ্দিন #আইনশৃঙ্খলা #মানবাধিকারবার্তা২৪

বাঁশখালীতে পরিবেশ রক্ষায় এসিল্যান্ডের অভিযান! অবৈধ বালু উত্তোলনে ৪ জনের কারাদণ্ড!বিস্তারিত কমেন্টে...📢 দৃষ্টান্ত স্থাপন ...
02/07/2025

বাঁশখালীতে পরিবেশ রক্ষায় এসিল্যান্ডের অভিযান! অবৈধ বালু উত্তোলনে ৪ জনের কারাদণ্ড!
বিস্তারিত কমেন্টে...

📢 দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড জসিম উদ্দিন!

বাঁশখালীর নাপোড়া ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে ধরা পড়ল ৪ জন। ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিকভাবে ৩ মাসের কারাদণ্ড!
💪 প্রশাসনের এই সাহসী পদক্ষেপে জনমনে স্বস্তি, অপরাধীদের মাঝে আতঙ্ক!

🌿 পরিবেশ ধ্বংস নয়, সংরক্ষণে হোক সবাই একতাবদ্ধ!

✊ Salute to ACLand Md. Jasim Uddin – a true warrior for justice!

📌 শেয়ার করে ছড়িয়ে দিন প্রশাসনের এই সাহসী উদ্যোগের কথা!
📷👇 ছবি দেখুন – মতামত দিন – সঠিক কাজের পাশে দাঁড়ান!

#এসিল্যান্ডজসিমউদ্দিন #বাঁশখালী #পরিবেশরক্ষা #অবৈধবালু #ভ্রাম্যমাণআদালত

বশির উল্লাহ বাজারের এই ব্রিজটি শুধু বাঁশখালীবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং এটি একটি মানবিক প্রয়োজন। দীর্ঘদিন ধরে...
14/04/2025

বশির উল্লাহ বাজারের এই ব্রিজটি শুধু বাঁশখালীবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং এটি একটি মানবিক প্রয়োজন। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে হাজারো মানুষ, শিক্ষার্থী ও পর্যটকরা পার হচ্ছেন প্রতিদিন—যা ছিল এক ভয়াবহ বাস্তবতা। অবশেষে ব্রিজ মেরামতের কাজের শুভ সূচনা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে এমন জনকল্যাণমূলক কাজগুলো যদি ধারাবাহিকভাবে পরিচালিত হয়, তাহলে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে এবং উন্নয়নের সুফল প্রকৃতপক্ষেই সাধারণ মানুষের দ্বারে পৌঁছাবে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে আন্তরিক নজরদারি কাম্য।

বিস্তারিত কমেন্টে..

সরকারি খাস জমি ও পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ!ভূমিদস্যুদের দৌরাত্ম্য দিনে দিনে বেড়েই চলছে! সাধারণ মানুষের পৈত্রিক সম্পত...
28/03/2025

সরকারি খাস জমি ও পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ!

ভূমিদস্যুদের দৌরাত্ম্য দিনে দিনে বেড়েই চলছে! সাধারণ মানুষের পৈত্রিক সম্পত্তি দখল করার এমন ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, যাতে কেউ এভাবে জোরপূর্বক জমি দখলের সাহস না পায়। ভুক্তভোগী পরিবারকে সুরক্ষা দেওয়া ও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

#ভূমিদস্যুদের_বিরুদ্ধে_কঠোর_ব্যবস্থা #ন্যায়বিচার_চাই #প্রশাসনের_দৃষ্টি_আকর্ষণ

বিস্তারিত কমেন্টে...

28/03/2025

পানি ব্যবস্থাপনার জন্য বেইজিংয়ের কাছ থেকে ৫০ বছরের মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা

বেইজিং, ২৮ মার্চ, ২০২৫: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শুক্রবার নদীমাতৃক বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে ৫০ বছরের মহাপরিকল্পনা চেয়েছেন।

আজ শুক্রবার চীন সফরের তৃতীয় দিনে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওয়িংয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ জানান তিনি। বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রফেসর ইউনূস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, 'কিছু জটিল পানি সমস্যা মোকাবেলায় চীন আশ্চর্যজনক সাফল্য পেয়েছে। আমাদের সমস্যা আপনাদের মতোই। তাই, আপনার অভিজ্ঞতা জানালে আমরা খুশি হবো।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ একটি ব-দ্বীপ; আমাদের দেশে শত শত নদী রয়েছে। পানি আমাদের জীবন-জীবিকার মূল, কিন্তু কখনও কখনও এটি শত্রুতে পরিণত হয়। এখন যেহেতু জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, তাই এটি বাস্তুতন্ত্রের জন্য কী ধরণের ক্ষতি করতে পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।'

'চীনকে পানি ব্যবস্থাপনায় দক্ষ কারিগর' হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 'চীনের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।'

তিনি পানি ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভিশন বাংলাদেশের সঙ্গে শেয়ার করার আহ্বান জানান।

'আমরা এখানে আপনার কাছ থেকে শিখতে এসেছি: কীভাবে আমরা পানি সম্পদকে মানুষের জন্য উপযোগী করে তুলতে পারি,' বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, 'জনসংখ্যা বৃদ্ধি এবং উন্নয়নের চাহিদার কারণে নদীর ধারে জমি দখল বাড়ছে। উজানের দেশ ভারতেও একই ধরনের উন্নয়ন সমস্যায় পড়ছে। পলি জমে নদীর মাঝখানে চর জেগে উঠছে, যা কখনও কখনও নদীগুলোকে সংকুচিত করছে।

চীনের পানিসম্পদ মন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একমত হয়ে বলেন, 'চীন ও বাংলাদেশের পানি ব্যবস্থাপনা একই রকমের চ্যালেঞ্জ।'

বাংলাদেশের ৮৫ শতাংশ নদী সমতল ভূমি যা দেশের জন্য পানি ব্যবস্থাপনাকে জটিল করে তুলেছে জানিয়ে তিনি বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, 'প্রেসিডেন্ট শি চীনের জন্য একটি মহাপরিকল্পনা দিয়েছেন যার মাধ্যমে চীন পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারছে।'

প্রধান উপদেষ্টা বলেন, 'আমাদের পরিকল্পনা তৈরিতে আপনার সাহায্যের প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের সমস্যা কেবল একটি নদী নিয়ে নয় বরং সামগ্রিক নদী ব্যবস্থাপনায়।'

তিস্তা নদী ব্যবস্থাপনা এবং ঢাকার আশেপাশের নদীগুলোর দূষিত পানি পরিষ্কারকরণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে সহায়তা চান প্রধান উপদেষ্টা।

চারদিনের সফরে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সফরে তিনি চীনের নেতা এবং বিনিয়োগকারীদের সাথে একাধিক বৈঠক করেছেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা 🇧🇩২৬শে মার্চ, গৌরবের দিন! ১৯৭১ সালের এই দিনে বীর বাঙালি স্বাধীনতার জন্য অস্ত্র হা...
25/03/2025

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

২৬শে মার্চ, গৌরবের দিন! ১৯৭১ সালের এই দিনে বীর বাঙালি স্বাধীনতার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল, শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের মহাকাব্য। সেই সংগ্রামের পথ বেয়ে এসেছে আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ।

আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সকল শহীদকে, যাঁদের রক্তে রাঙানো হয়েছে এই স্বাধীনতার সূর্য। স্মরণ করি মুক্তিযোদ্ধাদের, যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা।

আসুন, স্বাধীনতার আদর্শকে লালন করি, দুর্নীতি-অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হই, আর দেশকে এগিয়ে নেওয়ার শপথ নেই।

#স্বাধীনতা_দিবস ার্চ #মুক্তিযুদ্ধ #বাংলাদেশ #গর্ব #শ্রদ্ধাঞ্জলি #নতুন_প্রজন্ম

আশ্রয় প্রকল্পের জায়গা দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণ, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি!বিস্তারিত কমেন্টে... #আশ্রয়_প্রকল্প...
25/03/2025

আশ্রয় প্রকল্পের জায়গা দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণ, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি!

বিস্তারিত কমেন্টে...

#আশ্রয়_প্রকল্প #জমিদখল #অবৈধ_নির্মাণ #মানবাধিকার #বাঁশখালী #প্রশাসনের_হস্তক্ষেপ

বাঁশখালীতে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অভিযান!রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে বাঁ...
07/03/2025

বাঁশখালীতে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অভিযান!

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে বাঁশখালী প্রশাসনের এই কঠোর অবস্থান নিঃসন্দেহে প্রশংসনীয়। অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ জনগণের ভোগান্তি বাড়াতে না পারে, সে জন্য নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে, শুধু জরিমানা নয়, বারবার অপরাধ করা ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এ ধরনের মনিটরিং অব্যাহত থাকলে রমজান মাসে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।

#বাঁশখালী #রমজান #মূল্যনিয়ন্ত্রণ #ভোক্তা_অধিকার #অভিযান #মোবাইল_কোর্ট #নিষ্পেষণ_রোধ

বিস্তারিত কমেন্টে..

সরকারি গভীর নলকূপের পানি নিয়ে স্থানীয়দের ক্ষোভ, ইউএনও’র কাছে অভিযোগ!✅ জনস্বার্থে জরুরি পদক্ষেপ প্রয়োজন!সরকারি বরাদ্দকৃত ...
05/03/2025

সরকারি গভীর নলকূপের পানি নিয়ে স্থানীয়দের ক্ষোভ, ইউএনও’র কাছে অভিযোগ!

✅ জনস্বার্থে জরুরি পদক্ষেপ প্রয়োজন!

সরকারি বরাদ্দকৃত গভীর নলকূপ জনসাধারণের জন্য, কিন্তু এটি যদি ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হয়, তাহলে তা অন্যায়। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, যাতে সাধারণ মানুষ তাদের প্রাপ্য সুবিধা পান। জনস্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ কাম্য।

📢 #জনস্বার্থ #সরকারি_সুবিধা #বাঁশখালী #ন্যায্যতা #প্রশাসনের_হস্তক্ষেপ

বিস্তারিত কমেন্টে...

ভাষা শহীদদের প্রতি বাঁশখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রদ্ধাঞ্জলি!বিস্তারিত কমেন্টে.. #শহীদ_দিবস  #মাতৃভাষা_দিবস  #বাঁশখ...
21/02/2025

ভাষা শহীদদের প্রতি বাঁশখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রদ্ধাঞ্জলি!
বিস্তারিত কমেন্টে..

#শহীদ_দিবস #মাতৃভাষা_দিবস #বাঁশখালী #দুর্নীতি_প্রতিরোধ #শ্রদ্ধাঞ্জলি #বাংলা_ভাষা #দুর্নীতিমুক্ত_সমাজ #ভাষা_আন্দোলন

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধ, নিহত ২, আটক ৫.বিস্তারিত কমেন্টে..🔹  #মোহাম্মদপুর🔹  #যৌথবাহিনী🔹  #অভিযান🔹  ...
20/02/2025

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধ, নিহত ২, আটক ৫.
বিস্তারিত কমেন্টে..
🔹 #মোহাম্মদপুর
🔹 #যৌথবাহিনী
🔹 #অভিযান
🔹 #বন্দুকযুদ্ধ
🔹 #নিহত
🔹 #আটক
🔹 #অস্ত্রউদ্ধার
🔹 #আইনশৃঙ্খলা
🔹 #ঢাকাসন্ত্রাস

27/01/2025

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সিঙ্গাপুরের- সিংগাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিংগাপুর ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এন্ড আলেক্সেন্ডার হসপিটাল থেকে আগত বিশেষজ্ঞ রেটিনা, কর্ণিয়া, নিউরো অফথ্যালমোলজী এবং অকুলোপ্লাস্টি সার্জন সেবা দান করবেন।

তারিখঃ ১-২ ফেব্রুয়ারী ২০২৫

সময়ঃ সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত
স্থানঃ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ আই হসপিটাল, ধানমন্ডি, ঢাকা

Address

Sadia Monzil, PAB Road, Jaldi, Banshkhali
Chittagong
4390

Telephone

+8801983624475

Website

https://dev-hrn24.pantheonsite.io/

Alerts

Be the first to know and let us send you an email when মানবাধিকার বার্তা ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানবাধিকার বার্তা ২৪:

Share

Nearby media companies