The Buddhist Tv

The Buddhist Tv Saddhamma Mission of Online Based The Buddhist Tv

আলো হাতে ৫ মিনিটপ্রজ্বলিত আলোরে জ্যোতির্ময় নির্বাণ অভিযাত্রীএকুশে পদক প্রাপ্ত, অগ্ গমহাপণ্ডিতসদ্ধর্মজ্যোতিকাধ্বজ, মহামান...
19/11/2025

আলো হাতে ৫ মিনিট

প্রজ্বলিত আলোরে জ্যোতির্ময় নির্বাণ অভিযাত্রী
একুশে পদক প্রাপ্ত, অগ্ গমহাপণ্ডিত
সদ্ধর্মজ্যোতিকাধ্বজ, মহামান্য ত্রয়োদশ সংঘরাজ

ড. জ্ঞানশ্রী মহাস্থবির

পুষ্পিত ব্যঞ্জনায় অবরিত শ্রদ্ধা ও বিনম্র বন্দনা

১৮ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টা

কদলপুর সুধর্মানন্দ বিহার এবং
বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র
কদলপুর,রাউজান, চট্টগ্রাম

18/11/2025

🛑 Live
কদলপুর সুধর্মানন্দ বিহার মাঠ প্রাঙ্গন থেকে থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে

কিংবদন্তী মহামান্য ত্রয়োদশ সংঘরাজ
ভদন্ত ড.জ্ঞানশ্রী মহাথের' নির্বাণ সুখ শান্তি কামনায় হাজার প্রদীপ পজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন কদলপুরের গ্রামবাসীরা।

সংঘরাজ ভান্তে আর নেই আমাদের মাঝে... 🥹
13/11/2025

সংঘরাজ ভান্তে আর নেই আমাদের মাঝে... 🥹

#সংঘরাজ_ভান্তের_৯৬তম_শুভ_জন্মদিন🙏🙏🙏মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের মহোদয়ের ৯৬তম জন্মদিন উপলক্ষে...

সারা বিশ্বের বাঙালি বৌদ্ধদের বটবৃক্ষশ্রদ্ধেয় মহামান‍্য সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের ভান্তে আর নেই। কিছুক্ষণ আগে চট্টগ্রামের ...
13/11/2025

সারা বিশ্বের বাঙালি বৌদ্ধদের বটবৃক্ষ
শ্রদ্ধেয় মহামান‍্য সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের ভান্তে আর নেই। কিছুক্ষণ আগে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভান্তে দেহত্যাগ করেছেন।
পূজনীয় ভান্তের উদ্দেশ্যে জন্ম জন্মান্তরের সংসার পরিভ্রমণকালীন পুঞ্জীভূত পুণ্যরাশি দান করছি।

02/11/2025

🔴 Live broadcast | সরাসরি সম্প্রচার
🔰 দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব

❁ চুড়াইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সদ্ধর্মসভা (২য় পর্ব) চলমান...

— তারিখঃ ০২ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, রবিবার।
— স্থানঃ চুড়াইবাড়ি, উত্তর ত্রিপুরা।

☸️📺 The Buddhist Tv

সবাইকে শুভ প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা 💐💐"আলোকউজ্জল ফানুস উড়িয়ে, অন্ধকার করবো দূর"  এ স্লোগানকে সামনে রেখে উৎয...
06/10/2025

সবাইকে শুভ প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা 💐💐

"আলোকউজ্জল ফানুস উড়িয়ে, অন্ধকার করবো দূর" এ স্লোগানকে সামনে রেখে উৎযাপিত করা হয় বৌদ্ধদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। সবাইকে জানাচ্ছি প্রবারণা'র মৈত্রীময় শুভেচ্ছা

শুভ প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব। এই দিনে ভিক্ষুদের ত্রিমাসিক বর্ষাব্রতের সমাপ্তি ঘটে। ভিক্ষুরা পরস্পরের নিকট স্বীয় দোষের ক্ষমা ও দোষ সংশোধনে সহায়তা প্রার্থনা করেন। গৃহীরাও সেই অনুকরণে পরস্পরের নিকট স্বীয় দোষের ক্ষমা প্রার্থনা ও দোষ সংশোধনে সথায়তা প্রার্থনা করে থাকেন। এই দিনেই বারানসীর সারনাথে বুদ্ধ ভিক্ষু সংঘকে দিকে দিকে ধর্ম প্রচারের সর্বপ্রথম নির্দেশ দেন। এবং এই পূর্ণমার পরদিন থেকেই শুরু হবে মাসব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান। বৌদ্ধদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমার পরই প্রবারণা পূর্ণিমার স্থান। শুভ প্রবারণা পূর্ণিমা এই পবিত্র তিথিতে বৌদ্ধ ধর্মলম্বীরা আকাশে ফানুস উড়াবে। এর উদ্দেশ্য হল, আকাশে ভাসমান গৌতম বুদ্ধের কেশরাজিকে বন্দনা করা। এই দিনে আনন্দে মেতে ওঠবে বৌদ্ধ সমাজ।

আসুন সবাই মিলে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক ঐক্য ও সংহতি জোরদার করি। পরিশেষে শুভ প্রবারণা পূর্ণিমার গান গেয়ে বলি, "পূর্ণিমা পূর্ণিমা প্রবারণা পূর্ণিমা"

পবিত্র এই তিথি উপলক্ষে দি বুড্ডিস্ট টিভি'র পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মৈত্রীময় শুভেচ্ছা 💐💐

💠 বছর ঘুরে ফিরে এলো শুভ মধু পূর্ণিমা মধু পূর্ণিমার পবিত্র পেক্ষাপটের মত সবার জীবন দান - শীল - ভাবনা অনুশীলনে পবিত্রতায় ভ...
06/09/2025

💠 বছর ঘুরে ফিরে এলো শুভ মধু পূর্ণিমা

মধু পূর্ণিমার পবিত্র পেক্ষাপটের মত সবার জীবন দান - শীল - ভাবনা অনুশীলনে পবিত্রতায় ভরে উঠুক, সবার মাঝে উৎপন্ন হোক সদ্ধর্মের বার্তাবরণ। শুভ মধু পূর্ণিমা'র শুভেচ্ছা 💐💐

পুলকিত অভিনন্দন  "হে  মহান সাংঘিক ব্যক্তিত্ব " সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সভাপতি, চট্টগ্রাম সংঘরাজ শাসনশ্রী  বি...
31/08/2025

পুলকিত অভিনন্দন "হে মহান সাংঘিক ব্যক্তিত্ব "
সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সভাপতি, চট্টগ্রাম সংঘরাজ শাসনশ্রী বিহারের প্রতিষ্ঠাতা সভাপতি,বাথুয়া জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ,আমার পরম আশীর্বাদক, সদ্ধর্মদিশারী পি. লোকানন্দ মহাস্থবির মহোদয়কে সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল কর্তৃক, গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননায় ভূষিত করায় প্রাণঢালা অভিনন্দন।

হায় অচিরে এই দেহ... হায়!এই দেহ,যাকে নিয়ে আমি এত অহংকার করি,যার সৌন্দর্যে আমি বিভোর থাকি,যার জন্য দিনরাত ছুটে চলি—এই দেহই...
09/08/2025

হায় অচিরে এই দেহ...

হায়!
এই দেহ,
যাকে নিয়ে আমি এত অহংকার করি,
যার সৌন্দর্যে আমি বিভোর থাকি,
যার জন্য দিনরাত ছুটে চলি—
এই দেহই একদিন হয়ে যাবে এক নিথর কাঠখণ্ড!
না থাকবে রূপ,
না থাকবে গন্ধ,

না থাকবে উষ্ণতা কিংবা প্রাণের কোমল স্পর্শ।
এই দেহ একদিন মাটিতে পড়ে থাকবে—
নীরব, নিশ্চুপ, নির্জীব।
যে চোখ দিয়ে আমি সুন্দর জগৎ দেখতাম,
সে চোখ একদিন অন্ধকারে ঢেকে যাবে।

যে মুখ দিয়ে আমি হাসতাম, বলতাম, গর্ব করতাম।
সে মুখ একদিন বন্ধ হয়ে যাবে চিরতরে।
হে মন!

তুমি কেন এতো আসক্ত এই ক্ষণস্থায়ী দেহে?
যা একমুঠো ধূলায় বিলীন হয়ে যাবে,
যা নদীর জলে ভেসে যাবে,
বা চিতার আগুনে ছাই হয়ে যাবে—
তাকে তুমি কেন নিজের বলো?

এই দেহ তো প্রকৃতির তৈরি এক তুচ্ছ কাঠামো,
চারটি মহাভূতের মিশ্রণে গঠিত—
পৃথিবী, জল, অগ্নি, বায়ু।
তবুও আমরা ভাবি, "এটাই আমি!"
কি মায়া!
কি বিভ্রম!

© অনলাইনে সংগৃহীত

এই সমাজে পরিবারে পুত্র সন্তান যদি...বংশের প্রদীপ হয়!!!এই সমাজে পরিবারে কন্যা সন্তান হচ্ছে...দুই বংশের প্রদীপ..!✍️ তিলোকা...
03/08/2025

এই সমাজে পরিবারে পুত্র সন্তান যদি...
বংশের প্রদীপ হয়!!!
এই সমাজে পরিবারে কন্যা সন্তান হচ্ছে...
দুই বংশের প্রদীপ..!

✍️ তিলোকাবংশ ভান্তে

30/07/2025

সার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা
🎤 নয়ন বড়ুয়া মুন্না

Address

Raozan
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when The Buddhist Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Buddhist Tv:

Share