30/08/2023
★★★আমার দুই চোখের অশ্রু ঝরেছে এই
রিসালাটা পড়ে★★★
মাদীনাতুল মুর্শিদ বেরেলী শরীফের এক
মহল্লায় আ'লা হযরত ইমাম আহমদ
রেজা খান ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻠﻴﻪ কে দা'ওয়াত
দেয়া হল। দা'ওয়াত দাতা মুরীদগণ
তাঁকে আনার জন্য পালকির
ব্যবস্থা করলেন। তিনি ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻠﻴﻪ
পালকিতে আরোহণ করলেন আর চারজন
বেয়ারা পালকি কাঁধে নিয়ে যাত্রা শুরু করল।
কিছু দূর যেতে না যেতেই ইমামে আহলে সুন্নাত
আ'লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻠﻴﻪ হঠাৎ
পালকির ভিতর থেকে আওয়াজ দিলেন,
"পালকি নামাও।" পালকি নামানো হল।
তিনি ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻠﻴﻪ দ্রুত
পালকি থেকে বাইরে নেমে এলেন। আবেগময়
স্বরে বেয়ারাদের উদ্দেশ্য বললেন, সত্য
করে বলুন, আপনাদের
মধ্যে সায়্যিদজাদা কে? কারন, আমি আমার
ঈমানের
অনুভূতি শক্তিতে সরকারে মাদিনা হুযুর ﺻﻠﻰ
ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻠﻴﻪ ﻭﺁﻟﻪ ﻭﺳﻠّﻢ এর সুগন্ধ
পাচ্ছি।" এক পালকি বাহক সামনে অগ্রসর
হয়ে আরয করল, "হুজুর! আমি সায়্যিদ। তখন
তাঁর কথা শেষ হয়নি, ইসলামী জগতের
মহা সম্মানিত ইমাম, আপন যুগের মহান
মুজাদ্দিদ নিজ আমামা (পাগড়ি) শরীফ ঐ
সায়্যিদজাদার কদমের উপর রেখে দিলেন।
ইমামে আহলে সুন্নাত আ'লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ
ﺗﻌﺎﻟﻰ ﻋﻠﻴﻪ এর চোখ মুবারক হতে টপটপ
করে অশ্রু ঝরছিল আর হাত জোড়
করে আরয করেছিলেন, "সম্মানিত শাহাজাদা!
আমার অপরাধ মাফ করে দিন।
অজানা বশতঃ আমার ভুল হয়ে গেছে। হায়,
আফসোস! একি ঘটল? যাঁর প্রবিত্র
জুতা মোবারক আমার সম্মানের মুকুট
হওয়া উচিৎ, তাঁরই
কাধে আমি আরোহী হয়ে গেলাম।
যদি কিয়ামতের দিন তাজদারে রিসালাত
নবী করীম ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻠﻴﻪ ﻭﺁﻟﻪ ﻭﺳﻠّﻢ
আমাকে জিজ্ঞাসা করেন, হে আহমদ রেজা!
আমার বংশের সন্তানের নরম কাধঁ
কি এজন্যই ছিল যে, তা তোমার আরোহণের
বোঝা বহণ করবে? তখন আমি কি উত্তর
দিব! তখন হাশরের ময়দানে আমার ইশকের
কতই না অবমাননা হবে?"
কয়েকবার শাহাজাদার মুখে ক্ষমার
স্বীকারোক্তি নেয়ার পর
ইমামে আহলে সুন্নাত আ'লা হযরত ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ
ﺗﻌﺎﻟﻰ ﻋﻠﻴﻪ শেষ এই অনুরোধটুকু জানালেন,
সম্মানিত শাহাজাদা! এ
অজানা বশতঃ হয়ে যাওয়া ভুলের
কাফ্ফারা তখনই পরিশোধ হবে যখন
আপনি পালকিতে উঠে বসবেন আর
আমি আমার কাঁধে পালকিটি বহণ করব।" এ
অনুরোধ শুনে উপস্থিত লোকজনের চোখ
থেকে পানি ঝরতে লাগল।
কারো কারোতো কান্নার আওয়াজ
শোনা গেল।
হাজারো অস্বীকৃতির পরও শেষ পর্যন্ত
সাহাজাদাকে পালকিতে আরোহণ করাতেই
হল। এ দৃশ্যটি কতই রিদয় বিদারক।
আহলে সুন্নাতের মহা সম্মানিত ইমাম মজুরের
কাতারে শামিল হয়ে আপন খোদা প্রদত্ত
জ্ঞান ও বিশ্বব্যাপী সুখ্যাতির সম্পূর্ণ
সম্মানকে আল্লাহর মাহবুব রাসুল ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ
ﺗﻌﺎﻟﻰ ﻋﻠﻴﻪ ﻭﺁﻟﻪ ﻭﺳﻠّﻢ এর
সন্তুষ্টি অর্জনার্থে অপরিচিত অখ্যাত
কুলী শাহাজাদার কদমে উৎসর্গ করেছেন।
***সুবাহানআল্লাহ্***(আনওয়ারে রেজা,
পৃ-৪১৫)