10/04/2025
ড. ইউনুস কাঁদতেছেন। এদেশের মানুষের ক্ষুধা ও দারিদ্রতার কথা বলতে গিয়ে বিনিয়োগ সম্মেলনে কেঁদে দিয়েছেন, মানুষের মৃত্যু আর সংগ্রাম নিয়ে কথা বলতে গিয়ে চরম শক্ত মানুষটা নিয়ন্ত্রণ হারিয়ে বলছেন.. sorry my words.. I can not bring my words.
তিনি কেঁদেছেন, not for him, not for his family, he Cried for his nation. He cried like just a Child.
আমি অনেক রাজনীতি দেখেছি, বেঁচে থাকলে হয়তো আরও অনেক দেখব। কিন্তু এমন একটা 'স্তব্ধ' করে দেয়া মূহুর্ত আর দেখব কিনা জানি না। 🫡🫡🫡