11/10/2025
লোহাগাড়ায় যানজট নিরসনে পুলিশি অভিযান : ২৪টি যানবাহন আটক |
চ্যানেল সিটিজি | ১১ অক্টোবর ২০২৫, শনিবার
চট্টগ্রামের লোহাগাড়ায় যানজট নিরসনকল্পে লোহাগাড়া থানা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে আমিরাবাদ ও পদুয়া স্টেশন এলাকায় পরিচালিত অভিযানে ৭টি ঈগল বাস, ১০টি সিএনজি ও ৭টি অটোরিকশা আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
লোহাগাড়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, পথচারী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে এ অভিযান চলমান থাকবে। যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
পুলিশ সকল চালক ও পরিবহন মালিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সচেতন সমাজের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে শৃঙ্খলা রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে।