Channel Ctg-চ্যানেল সিটিজি

Channel Ctg-চ্যানেল সিটিজি News | History | Travel | Education & Entertainment🔸প্রয়োজনে যোগাযোগ করুন এই নাম্বারে 01822222267

03/05/2025

মক্কায় ধরে ছাড়া হচ্ছে জেদ্দায় |

02/05/2025

মক্কায় হঠাৎ ঝারওয়াল পাহাড় এলেকার বিদ্যুৎ বিচ্ছিন্ন! দিশেহারা মানুষ

সৌদি আরবের মক্কা শহরের ঝারওয়াল পাহাড়ে শুরু হয়েছে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিল্ডিং অপসারণ অভিযান। প্রশাসনের পূর্ব ঘোষণা অনুযায়ী, উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এই এলাকাটি নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ।

24/04/2025

"চুনতি"যেখানে মানুষের চেয়ে হাতির কদর বেশি! নিজেরই ভিটেমাটিতে মানুষ যেন অতিথি | মানুষের জমি, মানুষের ঘর সবই যেন এখন হাতির চলাচলের রাস্তা | CHANNEL CTG

03/04/2025

নাটোরের লালপুরে মসজিদের ডিজিটাল বোর্ডে জয় বাংলা স্লোগান

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে। গত ২ এপ্রিল, বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাগরিবের নামাজের সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সাইনবোর্ডে "জয় বাংলা" স্লোগানের পাশাপাশি "বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে" লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলে।

স্থানীয়দের দাবি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এই বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মসজিদ কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, "এই ঘটনা শোনার পর সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না।"

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, "ঘটনাটি আমরা শুনেছি এবং খতিয়ে দেখছি। যদি কেউ এ বিষয়ে অভিযোগ করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং প্রযুক্তিগত ত্রুটি নাকি কোনো উদ্দেশ্যপ্রণোদিত কাজ তা খুঁজে বের করার চেষ্টা করছে।

04/03/2025

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু করল এনসিপি | CHANNEL CTG

চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বদলি উখিয়া থানায় এবং উখিয়া থানার ওসি বদলি হলেন চকরিয়ায় | CHANNEL CTG
01/03/2025

চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বদলি উখিয়া থানায় এবং উখিয়া থানার ওসি বদলি হলেন চকরিয়ায় | CHANNEL CTG

24/02/2025

কক্সবাজার পৌরসভা ১নং ওয়ার্ড সমিতি পাড়া ও কুতুবদিয়াপাড়াবাসীর সাথে বিমান বাহিনীর সাথে দফায় দফায় সং/ঘ/র্ষ অনেকেই গু*লিবিদ্ধ, নি*হ*ত-০১ |

22/02/2025

বাবার ম\রদেহ নেওয়ার পথে ছিন/তাই, নিঃস্ব পরিবারের কান্না | CHANNEL CTG

20/02/2025

একজন প্রবাসীর মৃ*ত্যু*র সংবাদ দিচ্ছে স্ত্রীর কাছে | CHANNEL CTG

আল হারামাইন আইডিয়াল একাডেমীর  ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন |লোহাগাড়া উপজেলার প্রাণকেন্দ্র আমিরাবাদ মোটরষ্টেশনের নতুন ...
17/01/2025

আল হারামাইন আইডিয়াল একাডেমীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন |

লোহাগাড়া উপজেলার প্রাণকেন্দ্র আমিরাবাদ মোটরষ্টেশনের নতুন মা-মণি হাসপাতালের পাশে
আল হারামাইন আইডিয়াল একাডেমীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

১৫ জানুয়ারী সকাল ১০টায় একাডেমীর ক্যাম্পাসে ওরিয়েন্টেশন ক্লাশ, অভিভাবক সমাবেশের কার্যক্রম শুরু হয়।
এসময় নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই,স্কুল ব্যাগ প্রদান ও শিক্ষার্থী অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান একাডেমীর শিক্ষক শিক্ষিকাবৃন্দরা।

নতুন বছরে প্লে হতে ক্লাস ফাইভ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে। ভর্তির ক্ষেত্রে প্রথম ৫০ জন শিক্ষার্থীর ভর্তিতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় আর নতুন ব্যাগ উপহার দেওয়া হচ্ছে।

পর্যাপ্ত ক্লাশ রুম আর উন্মুক্ত খেলার মাঠ হওয়াতে ছেলেমেয়েরা আনন্দ আর ছোটাছুটির মাধ্যমে পড়াশোনা করতে পারবে।

এই একাডেমীতে রয়েছে একঝাঁক তরুণ আর ডেডিকেটেড শিক্ষক শিক্ষিকা। যারা আপনার সন্তানের পাশে বন্ধু হয়ে থেকে আপনার সন্তানকে বাংলা,আরবী, ইংরেজীসহ অন্যান্য বিষয়ে পাঠদান করবেন।

বলা যেতে পারে বটতলী ষ্টেশনের সাথে উক্ত প্রতিষ্ঠানের দুরত্ব একদম পাশাপাশি হওয়াতে খুব সহজে অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে বাসা হতে একাডেমীতে আনা নেওয়ার কাজটা করতে পারবেন। সার্বক্ষণিক শিক্ষার মান ও পরিবেশ তদারকি করতে পারবেন।
সুদক্ষ পরিচালকদের দ্বারা একাডেমীর প্রতিদিনের কার্যক্রম পরিচালিত হবে।

ওরিয়েন্টেশন ক্লাশ উপলক্ষ্যে বই বিতরণ আর অভিভাবক সমাবেশে ইনজিমামুল হক চৌধুরী (তাসমির) এর সঞ্চালনায়
কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল ও আল-হারামাইন আইডিয়াল একাডেমির ডিরেক্টর মাওলানা নুরুল মুহসিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোবারক আলী।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কুরান তেলোয়াত করেন হাফেজ আব্দুল করিম।

এসময় অঙ্গীকার শিল্পীগোষ্ঠীর যৌথ প্রযোজনায় ইসলামী সংগীত ও হামদ পরিবেশন করেন নাছির মাহমুদ, মোঃ শাহরিয়ার, মোঃ ইব্রাহিম ও মোঃ সাকিব উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-হারামাইন আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও আল-হারামাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুল আলম,বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী
মুজিবুল করিম হেলাল, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এম রফিক দিদার,
লোহাগাড়া আল-কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা কুতুবউদ্দিন,
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুল হামেদ টিপু চৌধুরী,আলম হোমিও ক্লিনিকের স্বত্বাধিকারী ডাঃ এইস,এম ছফিউল্লাহ নোমান,আল-হারামাইন আইডিয়াল একাডেমির ডিরেক্টর মোঃ শাহাবুদ্দিন।
অভিভাবক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন
ইঞ্জিনিয়ার আমিরুল ওয়াহেদ, তাওহীদুল ইসলাম।

অনুষ্টানে অন্যান্যদের মধ্যে ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের পদুয়া শাখার ম্যানেজার মুহাম্মদ গিয়াসউদ্দিন সৌদি আরব প্রবাসী নিজাম উদ্দিন, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ওমর ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

27/12/2024

সৌদী আরবের মক্কার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হয়েছে আজ, মক্কা শহরে পাইকারী বাজারের অন্যতম কা'কিয়া হালাকা নামক স্থান থেকে | CHANNEL CTG #মক্কা #কাকিয়া #সৌদীআরব #বৃষ্টি

13/12/2024

Address

Chittagong
4398

Telephone

+8801822222267

Website

https://web.facebook.com/Channelctg1, https://t.me/channelctg

Alerts

Be the first to know and let us send you an email when Channel Ctg-চ্যানেল সিটিজি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel Ctg-চ্যানেল সিটিজি:

Share

Category