শেরে বাংলা এ কে ফজলুল হক

শেরে বাংলা এ কে ফজলুল হক Responsible news curator. All content sourced and shared for awareness. See our disclaimer and content policy for details
(20)

📌Disclaimer:
Serebangla Media is an independent news platform that shares informational content collected from various publicly available sources. Our goal is to promote awareness and access to verified news and updates. We do not claim exclusive ownership of any external content shared, and we make every effort to provide proper source attribution wherever applicable. All information is published

for educational and informational purposes only and is not intended to spread misinformation or influence public opinion. Viewers are encouraged to verify facts from trusted sources when in doubt.

দেখি কে জিতে ‼️আপনার পছন্দের মার্কায় ভোট দিন 👍🏻
10/12/2025

দেখি কে জিতে ‼️

আপনার পছন্দের মার্কায় ভোট দিন 👍🏻

আজ বিকেল ৫টায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর নিকট পদত্যাগ পত্র জমা দেন উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ ...
10/12/2025

আজ বিকেল ৫টায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর নিকট পদত্যাগ পত্র জমা দেন উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

10/12/2025
10/12/2025

বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না, এতে দুর্নীতি হয়: তারেক রহমান

আদিকালে যেভাবে পালিত হতো বঙ্গবন্ধু প্রেজেন্টস বেগম রোকেয়া দিবস!
10/12/2025

আদিকালে যেভাবে পালিত হতো বঙ্গবন্ধু প্রেজেন্টস বেগম রোকেয়া দিবস!

তাদের বয়ান ৭১ নিয়ে-যুদ্ধের বিপক্ষে ছিলো না, ভারতের ভূমিকার বিপক্ষে ছিলো।তাহলে ভাষা নিয়েও কি ঐ একই অভিযোগ ছিলো !!
10/12/2025

তাদের বয়ান ৭১ নিয়ে-
যুদ্ধের বিপক্ষে ছিলো না, ভারতের ভূমিকার বিপক্ষে ছিলো।
তাহলে ভাষা নিয়েও কি ঐ একই অভিযোগ ছিলো !!

এসব মানুষের কারনেই মানবতা আজোও বেঁচে আছে
09/12/2025

এসব মানুষের কারনেই মানবতা আজোও বেঁচে আছে

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে ডিপ্লোমেটিক জোনের গুলশান–২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নতুন নাম ...
09/12/2025

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে ডিপ্লোমেটিক জোনের গুলশান–২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নতুন নাম 'ফেলানী এভিনিউ'।

🙏🏻🙏🏻
09/12/2025

🙏🏻🙏🏻

নাপাক আর্মি গণহত্যা করেছে, রেইপ করেছে এটা মিথ্যা নয়৷ তবে সবচেয়ে বড় মিথ্যা এটার কাল্পনিক সংখ্যা নিয়ে৷ আর সবচেয়ে বড় প্রহসন...
09/12/2025

নাপাক আর্মি গণহত্যা করেছে, রেইপ করেছে এটা মিথ্যা নয়৷ তবে সবচেয়ে বড় মিথ্যা এটার কাল্পনিক সংখ্যা নিয়ে৷
আর সবচেয়ে বড় প্রহসন দেড় লাখ বিহারী কে হ'ত্যা ধ'র্ষণ করা হয়েছে, এই ইতিহাস চাপা রাখা হয়েছে৷ তাদের স্থাবর সম্পত্তি,স্বর্ণ-গহনা,কল কারাখানা সবই দখল করেছে বাঙালি ফৌজ।
গা'যা একটি স্থলভূমি। সেখানে ই'যরাঈল ফুল স্কেলে যু'দ্ধ ও বোমাবর্ষণ করে। শহরে জনপদে তিল ধারণের ঠাই নেই৷ একটা বিল্ডিং এ বোমা মারলেই শত শত মানুষ নিহত হয়।
সেই গা'যায় দুই বছর নির্বিচারে বোমা ফেলে এক লাখ লোক নিহত হয়৷
আর ৭১ সালের বাংলাদেশ। ৪ মাস ছিলো বর্ষার পানি তে৷ ফুল স্কেলে যু'দ্ধ হয়নি। অনেক উপজেলায় বর্ষার পানির কারণে পাক আর্মি যেতেই পারেনি৷
আর তাদের কাছে অত্যাধিক ফাইটার জেট ছিলো না যে গা'যার মত বোমা বর্ষণ করেছে৷
শহরের কয়টা বিল্ডিং বোমায় ধ্বংস হইছে? এটার হিসাব কেউ চায়নি৷
গা'যার দুই বছরে আধুনিক যু'দ্ধে নিহত এক লাখ৷
আর বাংলাদেশের ৯ মাস যুদ্ধে নিহতের সংখ্যা নাকি ত্রিশ লাখ!
তাও বাংলাদেশে ফুল স্কেলে যুদ্ধ হইছে মাত্র ২/৩ মাস৷ ৯ মাস অভার অল ক্ষুদ্র ও বিক্ষিপ্ত, ফুল স্কেলের হিসাব৷
প্রশ্ন হলো ৭১ নিয়ে ত্রিশ লাখের মিথ্যার ইতিহাস ক্যানো দাঁড় করিয়ে রেখেছে?
মুক্তিযোদ্ধাদের তালিকা গ্রাম/নাম ধরে করা সম্ভব হলে মুক্তিযুদ্ধে নিহতের তালিকা ক্যান করা হয়নি?
কারণ তালিকা করতে গেলেই বেরিয়ে আসবে শুভংকরের ফাঁকি।
মুক্তিযুদ্ধের ইতিহাস দেখবেন কয়েকটি গণহত্যার পিক। আর কয়েকটি গ্রামে গণহত্যার কাহিনী। এই কয়েকটি ঘটনার বাহিরে কী আর কিছু আমরা শুনেছি দীর্ঘ ১৭ বছরে?
মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা ১ লাখ হবে কিনা স'ন্দেহ৷
আমার ইউনিয়নে ২০ জন মুক্তিযোদ্ধা আছে৷ এলাকায় নিখুঁত ভাবে খোজ নিয়ে দেখলাম কেউ ফ্রন্ট লাইনে যুদ্ধ করেনি৷
কেউ কয়েকটি ট্রেনিং দিছে৷ কেউ বা শ্লোগান দিছে৷ কেউ বা সাবেক আর্মি৷ কেউ বা গ্রাম পুলিশ ছিলো। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেছে মুক্তিযোদ্ধার তালিকা৷
বাংলাদেশে ৬৭ হাজার গ্রাম৷ ৩০ লাখের হিসাব ধরলে প্রতি গ্রামে নিহতের সংখ্যা হবে ৪০/৪৫ জন৷
অথচ আমার পুরো ইউনিয়নের মারা গেছে ৩/৪ জন৷
এভারেজ করলে আমার ইউনিয়নে নিহতের সংখ্যা ৪৫০ জন হওয়ার কথা৷
৭১ চেতনা ও ত্রিশ লাখের মিথ্যা সংখ্যা টিকিয়ে রাখার কারণ হলো। ৭১ সালে ভারতীয় আর্মি ৩০ হাজার কোটি টাকার সম্পদ লুট করে।
মুজিব বাহিনী ৭১ এর পর ৪০ হাজার মুক্তিযোদ্ধা হত্যা করে।
ভারত ও মুজিব বাহিনীর সীমাহীন লুটপাটের কারণে ৭৪ সালে মারাত্মক দুর্ভিক্ষ হয়৷ দুর্ভিক্ষে পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে ১৫ লাখ লোক নিহত হয়।
এই যে ৭১ সালের ৩০ লাখ নিহতের মিথ্যা চেতনা প্রতিষ্ঠা করার মূল কারণ এটাই। কারণ যুদ্ধে নিহত হয়নি এক লাখ লোকও। সেই জায়গায় ভারতীয় আর্মি ও মুজিব বাহিনীর লুটপাটে নিহত হয় ১৫ লাখ৷
সেই চুয়াত্তর দুর্ভিক্ষে মুজিব নিজ সন্তান কে সোনার মুকুট পড়িয়ে বিয়ে করায়৷
মুজিব ও ৭১ সাল হলো ১৫ লাখ মানুষ হ'ত্যার চেতনা৷

রাজধানীর মোহাম্মাদপুরে গৃহপরিচারিকা দ্বারা মা ও ১৫ বছরের মেয়েকে চুরি মেরে হত্যার নিউজটা পড়লাম। আহা রে যারা মরলো তারা জান...
09/12/2025

রাজধানীর মোহাম্মাদপুরে গৃহপরিচারিকা দ্বারা মা ও ১৫ বছরের মেয়েকে চুরি মেরে হত্যার নিউজটা পড়লাম। আহা রে যারা মরলো তারা জানেই না তাদের অপরাধটা কি ছিলো।খুব সম্ভবত নগদ টাকাও স্বর্ণের লোভে এদের হত্যা করেছে।
আমরা যারা কোর্ট কাচারিতে থাকি তারা জানি এখন গৃহপরিচারিকারা কি রকম জঘন্য অপরাধ করে, খুন খারাবি থেকে শুরু করে মোবাইলে গোপণে ভিডিও ধারণ করে ব্লেইকমেইল সহ নানা রকমের অপরাধ এরা করতেছে।
আমার বোনেরা চাকুরী থেকে এসে ক্লান্ত শরীর নিয়ে রান্না করে ইভেন আমার ১৪ ও ৯ বছরের ভাগ্নিদের কিচেনে নিয়ে গিয়ে রান্না শিখাই।
আপনি গ্রাম থেকে কাজের মেয়ে একটা এনে রাখবেন একটু বকা দিলেও তিলকে তাল বানিয়ে মালিকের বিরুদ্ধে মামলা করে দিবে।
বাসায় এদের হাতে বাচ্চা রেখে গেলে এরা সারাদিন টিভিতে বসে সিরিয়াল দেখবে ক্ষুধায় বাচ্চা কান্না করলে বাচ্চাদের মারধর করার অসংখ্য ভিডিও আমরা দেখেছি।
বোনদের বলার কিছু নাই অকালে না মরতে চাইলে নিজে একটু পরিশ্রম করো নিজের খাবার নিজে রান্না করো, সাথে বেবিদের আলালের দুলাল না বানিয়ে মাঝেমধ্যে কিচেনে নিয়ে কিছু রান্না শিখাও।

09/12/2025

মোসাদের অফিসে ইরানের হা*ম*লা*য় ৩৬ গোয়েন্দা মারা যায়

Address

Chittagong

Website

https://t.me/serebangla, https://www.facebook.com/sbmedia2

Alerts

Be the first to know and let us send you an email when শেরে বাংলা এ কে ফজলুল হক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share