09/12/2025
নাপাক আর্মি গণহত্যা করেছে, রেইপ করেছে এটা মিথ্যা নয়৷ তবে সবচেয়ে বড় মিথ্যা এটার কাল্পনিক সংখ্যা নিয়ে৷
আর সবচেয়ে বড় প্রহসন দেড় লাখ বিহারী কে হ'ত্যা ধ'র্ষণ করা হয়েছে, এই ইতিহাস চাপা রাখা হয়েছে৷ তাদের স্থাবর সম্পত্তি,স্বর্ণ-গহনা,কল কারাখানা সবই দখল করেছে বাঙালি ফৌজ।
গা'যা একটি স্থলভূমি। সেখানে ই'যরাঈল ফুল স্কেলে যু'দ্ধ ও বোমাবর্ষণ করে। শহরে জনপদে তিল ধারণের ঠাই নেই৷ একটা বিল্ডিং এ বোমা মারলেই শত শত মানুষ নিহত হয়।
সেই গা'যায় দুই বছর নির্বিচারে বোমা ফেলে এক লাখ লোক নিহত হয়৷
আর ৭১ সালের বাংলাদেশ। ৪ মাস ছিলো বর্ষার পানি তে৷ ফুল স্কেলে যু'দ্ধ হয়নি। অনেক উপজেলায় বর্ষার পানির কারণে পাক আর্মি যেতেই পারেনি৷
আর তাদের কাছে অত্যাধিক ফাইটার জেট ছিলো না যে গা'যার মত বোমা বর্ষণ করেছে৷
শহরের কয়টা বিল্ডিং বোমায় ধ্বংস হইছে? এটার হিসাব কেউ চায়নি৷
গা'যার দুই বছরে আধুনিক যু'দ্ধে নিহত এক লাখ৷
আর বাংলাদেশের ৯ মাস যুদ্ধে নিহতের সংখ্যা নাকি ত্রিশ লাখ!
তাও বাংলাদেশে ফুল স্কেলে যুদ্ধ হইছে মাত্র ২/৩ মাস৷ ৯ মাস অভার অল ক্ষুদ্র ও বিক্ষিপ্ত, ফুল স্কেলের হিসাব৷
প্রশ্ন হলো ৭১ নিয়ে ত্রিশ লাখের মিথ্যার ইতিহাস ক্যানো দাঁড় করিয়ে রেখেছে?
মুক্তিযোদ্ধাদের তালিকা গ্রাম/নাম ধরে করা সম্ভব হলে মুক্তিযুদ্ধে নিহতের তালিকা ক্যান করা হয়নি?
কারণ তালিকা করতে গেলেই বেরিয়ে আসবে শুভংকরের ফাঁকি।
মুক্তিযুদ্ধের ইতিহাস দেখবেন কয়েকটি গণহত্যার পিক। আর কয়েকটি গ্রামে গণহত্যার কাহিনী। এই কয়েকটি ঘটনার বাহিরে কী আর কিছু আমরা শুনেছি দীর্ঘ ১৭ বছরে?
মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা ১ লাখ হবে কিনা স'ন্দেহ৷
আমার ইউনিয়নে ২০ জন মুক্তিযোদ্ধা আছে৷ এলাকায় নিখুঁত ভাবে খোজ নিয়ে দেখলাম কেউ ফ্রন্ট লাইনে যুদ্ধ করেনি৷
কেউ কয়েকটি ট্রেনিং দিছে৷ কেউ বা শ্লোগান দিছে৷ কেউ বা সাবেক আর্মি৷ কেউ বা গ্রাম পুলিশ ছিলো। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেছে মুক্তিযোদ্ধার তালিকা৷
বাংলাদেশে ৬৭ হাজার গ্রাম৷ ৩০ লাখের হিসাব ধরলে প্রতি গ্রামে নিহতের সংখ্যা হবে ৪০/৪৫ জন৷
অথচ আমার পুরো ইউনিয়নের মারা গেছে ৩/৪ জন৷
এভারেজ করলে আমার ইউনিয়নে নিহতের সংখ্যা ৪৫০ জন হওয়ার কথা৷
৭১ চেতনা ও ত্রিশ লাখের মিথ্যা সংখ্যা টিকিয়ে রাখার কারণ হলো। ৭১ সালে ভারতীয় আর্মি ৩০ হাজার কোটি টাকার সম্পদ লুট করে।
মুজিব বাহিনী ৭১ এর পর ৪০ হাজার মুক্তিযোদ্ধা হত্যা করে।
ভারত ও মুজিব বাহিনীর সীমাহীন লুটপাটের কারণে ৭৪ সালে মারাত্মক দুর্ভিক্ষ হয়৷ দুর্ভিক্ষে পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে ১৫ লাখ লোক নিহত হয়।
এই যে ৭১ সালের ৩০ লাখ নিহতের মিথ্যা চেতনা প্রতিষ্ঠা করার মূল কারণ এটাই। কারণ যুদ্ধে নিহত হয়নি এক লাখ লোকও। সেই জায়গায় ভারতীয় আর্মি ও মুজিব বাহিনীর লুটপাটে নিহত হয় ১৫ লাখ৷
সেই চুয়াত্তর দুর্ভিক্ষে মুজিব নিজ সন্তান কে সোনার মুকুট পড়িয়ে বিয়ে করায়৷
মুজিব ও ৭১ সাল হলো ১৫ লাখ মানুষ হ'ত্যার চেতনা৷