30/10/2025
এই পরিশ্রমী মানুষটি কোনো সুপারহিরো নন, তিনি আমাদেরই বাবা, ভাই, স্বামী বা বন্ধু। হয়তো তাঁর হাতে নেই নিজের জন্য সময়, কিন্তু তাঁর হৃদয়ে আছে সীমাহীন ভালোবাসা ও ত্যাগ।
সম্মান জানাই সেই সব পরিশ্রমী পুরুষদের, যাঁরা নীরবে নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন। তাঁদের এই সংগ্রাম যেন কখনও বৃথা না যায়। 🙏
😥 পরিশ্রমী পুরুষের জীবন: এক নীরব সংগ্রাম 😥
রাত পোহালেই আবার সেই চেনা যুদ্ধ, যেখানে হার মানার কোনো অবকাশ নেই। পুরুষ মানুষের জীবনটা হয়তো এক 'পোড়া কপাল', যেখানে অশ্রু ঝরে নীরবে, আর বুকের ভেতরের ক্ষতগুলো আড়াল হয় দায়িত্বের মোড়কে।
ক্লান্তির ছাপ থাকুক চোখে, আর ধুলোমাখা হোক শরীর— তবুও তাঁর কাঁধে থাকে পরিবার ও স্বপ্নের বিশাল ভার। সকাল থেকে রাত পর্যন্ত যে অক্লান্ত পরিশ্রম চলে, তা শুধু জীবিকা অর্জনের জন্য নয়, বরং প্রিয়জনদের মুখে এক টুকরো হাসি ফোটানোর এক অদম্য চেষ্টা।
ত্যাগ: নিজের শখ, আরাম বিসর্জন দিয়ে যে মানুষটি দিনের পর দিন কাজ করে যান, তাঁর ত্যাগের কোনো তুলনা হয় না।
দায়িত্ব: প্রতিটি ঘামের ফোঁটা যেন তাঁর সুদৃঢ় দায়িত্ববোধের পরিচয়। ভেতরে ঝড় উঠলেও বাইরে তিনি থাকেন পাহাড়ের মতো স্থির ও অবিচল।
অব্যক্ত বেদনা: অনেক কষ্টই থাকে যা পুরুষেরা কাউকে বলতে পারেন না। সমাজের চোখে 'শক্ত মানুষ' সেজে তাঁরা কেবল নিজেদের বেদনা চেপে রাখেন। চোখের কোণে জমা হয় না বলা হাজারো গল্প।