Odekha Gontobbo- অদেখা গন্তব্য

Odekha Gontobbo- অদেখা গন্তব্য Adventurer at heart, I wander the world with a camera in hand, seeking new places and stories.

Join me as I capture the essence of nature and embrace the beauty of our diverse world.🪂✈️🪙

08/10/2025

সাইদির ফতুয়ায় বর্তমান আল বট বাহিনীকে কি বলা যায়!!

04/10/2025

ভাই তুরা ক্ষমতার জন্য আর কি কি হারকাত করবি?মন্দিরে গেলি পূজা করলি,পূজার প্রাসাদ খেয়ে সারারাত মন্দির পাহারা দিলি,এখন হিন্দুদের দেবদেবীর নামের সাথে আল্লাহর সম্মানিত নবীদের নামের সাথে কেন মিলাইতে গেলি,এটা কি সুস্পষ্ট ধর্ম অবমাননা ও নবীদের শানে বেয়াদবি নয় কি,নবীদের শানে বেয়াদবিতে তুদের বিচার কে করবে??
জামাত আল বট রাজাকারের বাচ্চারা কাফের

04/10/2025

আমি আমার উম্মাতের ব্যাপারে অধিক ভয় করছি পথভ্রষ্ট নেতৃবৃন্দের।অচিরেই আমার উম্মাতের কোন কোন সম্প্রদায় প্রতিমা পূজায় লিপ্ত হবে এবং আমার উম্মাতের কতক গোত্র মুশরিকদের সাথে তাদের পূজায় যোগ দিবে। (সুনান ইবনু মাজাহ: ৩২০৭)

প্রিয় নবী(দ:)আরো এরশাদ করেছেন,কিয়ামতের আগে কিছু মানুষ মুশরিকদের সাথে মিলে যাবে এবং কিছু মানুষ মুর্তিপুজা করবে আবু দাউদ শরীফ -৪২৫২, তিরমিযি শরীফ ২২০২,২০১৯, ইবনে মাযাহ শরীফ-৩৯৫২

মুহাদ্দিসিনে কেরাম বলেন
وستَلْحَقُ قبائلُ مِن أُمَّتي بالمُشركينَ" سواءٌ باللِّحاقِ بهم في أرضِ الشِّركِ
পথভ্রষ্ট নেতা দুই শ্রেণির, প্রথম শ্রেণি সরাসরি মূর্তিপূজা করবে, দ্বিতীয় শ্রেণি শিরকের স্থান তথা পূজামণ্ডপে গিয়ে মুশরিকদের সাথে মিলিত হবে।
পূজা চলাকালীন পূজামণ্ডপে গিয়ে তাদের সাথে মিলিত হওয়াকে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নিকৃষ্ট আলামত বলেছেন।

শারদীয় শুভেচ্ছা জানানো,পূজা চলাকালীন মণ্ডপে গিয়ে গীতা পাঠ ও উলুধ্বনি শোনা, দূর্গার সেবায় স্বেচ্ছাসেবক হওয়া, মূর্তি পাহাড়া দেওয়া, মূর্তির সামনে ইসলামী সংগীত গাওয়া। এসবই শিরক ও কুফরের সাথে সম্পৃক্ত। কোন মুসলমান এ কাজ করতে ও সমর্থণ দিতে পারেনা।
সুন্নীদের মাজারপূজারী বলে গালিগালাজকারী জামাত,শিবির তৌহিদী জনতারা এবারের দূ্র্গা পূজার ব্রান্ড এম্বাসেডর,নিজেরাই পূজার মন্ডপে পূজা দিচ্ছে,পূজা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে,এদেরকে ঘৃনা করাই ঈমাণ,এদের সাথে সম্পর্ক না রাখাই ঈমাণ।সংগৃহিত

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Odekha Gontobbo- অদেখা গন্তব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Odekha Gontobbo- অদেখা গন্তব্য:

Share