Odekha Gontobbo- অদেখা গন্তব্য

Odekha Gontobbo- অদেখা গন্তব্য Adventurer at heart, I wander the world with a camera in hand, seeking new places and stories.

Join me as I capture the essence of nature and embrace the beauty of our diverse world.🪂✈️🪙

06/12/2025

বিজয়ের মাস থেকে শুরু হোক প্রতিরোধ! দেশকে নব্য রাজাকার থেকে রক্ষা করতে হবে!! জয় বাংলা জয় বঙ্গবন্ধু

১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধের সময়ে এ দেশে বর্বর  পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাজারো নির্ম্মম অত্যাচার, অবিচার এর একটি...
06/12/2025

১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধের সময়ে এ দেশে বর্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাজারো নির্ম্মম অত্যাচার, অবিচার এর একটি ঐতিহাসিক ছবি..........
(বর্তমান প্রজন্মের জানার জন্য)

06/12/2025

যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু! যারা উনাকে ছোট করে কথা বলে তারা জারজ! পাকিস্তানি বীর্য! জয় বাংলা ✊🇧🇩

06/12/2025

ডিসেম্বর মাসে স্বাধীনতা বিরোধী কুকুর ছানা রাজাকার, আল বটর, আল শামসের নাতিপুতিরা পাগল হয়ে গেছে!! 😡

একজন নব্য রাজাকারের লিখা এই লেখা গুলো!! জামাত শিবিরের একজন শুয়ারের ওয়াল থেকে নেয়া এই পোস্টটি!!  আমি বলি, আরেকটি যুদ্ধ প্...
06/12/2025

একজন নব্য রাজাকারের লিখা এই লেখা গুলো!! জামাত শিবিরের একজন শুয়ারের ওয়াল থেকে নেয়া এই পোস্টটি!! আমি বলি, আরেকটি যুদ্ধ প্রয়োজন এই দেশে রাজাকারের নাতিপুতিদের বিরুদ্ধে!! নব্য রাজাকার জামাত আল বদর আল শামসের লিখা গুলো পড়ুন!! এবং দুই লাইন লিখে যান!! নিচে 👇

ইতিহাস মিথ্যা বলেনা। ডিসেম্বর মাস হোক আমাদের সত্যকে ধারণ করার মাস।

ছবি ১:
শেখ মুজিবুর রহমান জুলফিকার আলী ভুট্টোর সাথে বাংলাদেশ আক্রমণের বৈঠক শেষে হাস্যোজ্জ্বল অবস্থায়। টেবিলে হারাম পানীয় লক্ষণীয়।

ছবি ২:
পাকিস্তানী বাহিনীর সাথে বাংলাদেশ নিধন প্রকল্পে হাত মিলিয়ে রাজাকার আলবদর মেজর জিয়ার একাত্নতা প্রকাশ

ছবি ৩:
গেরিলা যুদ্ধের ট্রেনিং ক্যাম্পে জাতীয় পতাকার সামনে দাঁড়ানো মহান মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম আজম।

ছবি ৪.
যেখানে অন্য গেরিলারা পিছপা হয়েছেন, সেখানে একাই সমরাস্ত্র তুলে নিয়ে শত্রুর মোকাবেলা করছেন গোলাম আজম স্যার।

ছবি ৫.
ভুট্টোর হানাদার বাহিনী, আর মুজিব-জিয়ার রাজাকার বাহিনীকে নাস্তানাবুদ করে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার পর তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সাথে শুভেচ্ছা বিনিময় করছেন শ্রদ্ধেয় গোলাম আজম স্যার।

ইতিহাস ভুলে যাবে যে জাতি, তার ধ্বংস অবধারিত। বাঁচতে হলে জানতে হবে।

-

ধন্যযোগ

05/12/2025

জুন ১৯৭১ এর একটি ভিডিও ক্লিপ, যাদের সমরাস্ত্রের ব্যাপারে ধারণা দেয়া হচ্ছে তাঁদের বয়স ১২-১৫ হবে।

সেই ক্ষেত্রে একটা দলিল পাওয়া গেল, এই বয়সের যুবক বাচ্চারা যদি মুক্তিযুদ্ধা হতে পারে, তবে সেইম বয়সের ছেলেরা রাজাকার আল বদর আল শামসও হতে পারে।
হৃদয় থেকে ঘৃণা করি রাজাকার আল বদরকে!! 😡

04/12/2025

- আল বদরের উত্তরসূরীরা যতই চেষ্টা করুক তারা মুক্তিযুদ্ধকে অপ্রাসঙ্গিক করতে পারবে না!!

04/12/2025

আমি ধন্য কারণ,আমি একজন বাঙালি মুসলিম!আমার ধর্ম ইসলাম, আমি একজন সুফিবাদী আকিদায় বিশ্বাসী মানুষ, আমার নবী রাহমাতুল্লিল আলামীন, আমার দেশ সোনার বাংলা! কিন্তু,দেশদ্রোহী রাজাকারকে আমি হৃদয় থেকে ঘৃণা করি! রাজাকার মুর্দাবাদ

04/12/2025

প্রত্যেক মা-বাবার উচিত ৭১ সম্পর্কে বাচ্চাদের শিক্ষা দেয়া কারণ, দেশবিরোধী শক্তি বাচ্চাদের ব্রেইন ওয়াশ করে দেশবিরোধী শক্তিতে রুপান্তর করতেছে!!

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Odekha Gontobbo- অদেখা গন্তব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Odekha Gontobbo- অদেখা গন্তব্য:

Share