31/03/2025
আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।
হায়াত রিজিক দৌলত ইজ্জতের ভাণ্ডার হতে সর্বোত্তম ও সর্বোচ্চ বরকতে পরিপূর্ণ হোক সকলের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন। আমিন।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
يَا اللّٰهُ، بِحُرْمَةِ هَذَا الْعِيْدِ الْمُبَارَكِ، طَهِّرْ قُلُوْبَنَا وَامْلَأْهَا بِنُوْرِ هِدَايَتِكَ، وَأَشْرِقْ فِيهَا نُورَ الْحَقِّ وَالْمَحَبَّةِ، لِنَكُوْنَ ثَابِتِيْنَ عَلٰى صِرَاطِكَ الْمُسْتَقِيْمِ.
اَللّٰهُمَّ، أَنْزِلِ السَّكِيْنَةَ عَلٰى قُلُوْبِ الْمُنْكَسِرِيْن، وَأَفِضْ رَحْمَتَكَ وَسَلَامَكَ عَلٰى أَرْوَاحِ الْمُتَوَفَّيْنَ، وَاجْعَلْ قُبُوْرَهُمْ رَوْضَةً مِنْ رِيَاضِ الْجَنَّةِ.
يَا رَحِيْمُ، اِغْفِرْ لَنَا، وَلِوَالِدِيْنَا، وَلِإِخْوَانِنَا، وَلِمَنْ أَحَاطَ بِنَا، وَتَقَبَّلْ أَعْمَالَنَا، وَأَنْزِلْ نُوْرَ مَحَبَّتِكَ وَقُرْبِكَ فِيْ قُلُوْبِنَا.
بِجَاهِ سَيِّدِ الْمُرْسَلِيْنَ مُحَمَّدٍ ﷺ، وَبِبَرَكَةِ آلِ بَيْتِهِ الطَّاهِرِيْنَ، وَأَصْحَابِهِ الْكِرَامِ، وَأَوْلِيَائِكَ الصَّالِحِيْنَ، اَللّٰهُمَّ تَقَبَّلْ دُعَاءَنَا وَبَلِّغْنَا رِضَاكَ، يَا رَبَّ الْعَالَمِيْنَ.
آمِيْنَ يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ.
বাংলা উচ্চারণ:
ইয়া আল্লাহু, বি-হুরমাতি হাযাল ঈদিল মুবারাক, তহ্হির কুলূবানা ওয়া-ম্-লা'হা বিনূরি হিদায়াতিক, ওয়া আশরিক ফীহা নূরাল হাক্কি ওয়াল মাহাব্বাহ, লিনাকূনা ছাবিতীনা 'আলা সিরাতিকাল মুস্তাকীম।
আল্লাহুম্মা, আনযিলিস সাকীনাতা 'আলা কুলূবিল মুন্কাসিরীন, ওয়া আফিদ রাহমাতাকা ওয়া সালা-মাকা 'আলা আরওয়াহিল মুতাওয়াফ্ফীন, ওয়াজ'আল কুবূরাহুম রাওদাতাম মির রিয়া-দিল জান্নাহ।
ইয়া রাহীমু, ইগফির লানা, ওয়া লিওয়ালিদাইনা, ওয়া লিইখওয়ানি-না, ওয়া লিমান আহাতা বিনা, ওয়া তাকাব্বাল আ'মালা-না, ওয়া আনযিল নূরা মাহাব্বাতিকা ওয়া কুরবিকা ফী কুলূবিনা।
বিজা-হি সাইয়্যিদিল মুরসালীন মুহাম্মাদিন (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), ওয়া বিবারাকাতি আলি বাইতিহিত ত্বা-হিরীন, ওয়া আসহাবিহিল কিরাম, ওয়া আওলিয়া-ইকাস সালিহীন, আল্লাহুম্মা তাকাব্বাল দু'আ-আনা ওয়া বাল্লিগনা রিদোয়া-কা, ইয়া রাব্বাল 'আলামীন।
আমীন ইয়া আরহামার রাহিমীন।
🤍🤍🤍🤍🤍🤍🤍
বাংলা অনুবাদ:
হে আল্লাহ, এই বরকতময় ঈদের সম্মানে, আমাদের অন্তরসমূহকে পবিত্র করুন এবং আপনার হেদায়েতের নূরে পরিপূর্ণ করুন, এবং তাতে সত্য ও ভালোবাসার আলো প্রস্ফুটিত করুন, যাতে আমরা আপনার সরল পথে অবিচল থাকতে পারি।
হে আল্লাহ, ভগ্ন হৃদয়দের অন্তরে শান্তি বর্ষণ করুন, এবং মৃতদের আত্মার উপর আপনার রহমত ও শান্তি প্রবাহিত করুন, এবং তাদের কবরসমূহকে জান্নাতের বাগানসমূহের একটি বাগানে পরিণত করুন।
হে পরম দয়ালু, আমাদেরকে, আমাদের পিতামাতাকে, আমাদের ভাইদেরকে এবং যারা আমাদেরকে ঘিরে আছে তাদেরকে ক্ষমা করুন, এবং আমাদের আমলসমূহ কবুল করুন, এবং আমাদের অন্তরসমূহে আপনার ভালোবাসা ও নৈকট্যের নূর বর্ষণ করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, রাসূলগণের নেতা মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সম্মানের খাতিরে, এবং তাঁর পবিত্র পরিবার, সম্মানিত সাহাবীগণ এবং আপনার প্রিয় বন্ধুদের বরকতে, হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন এবং আমাদেরকে আপনার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছে দিন।
আমীন, হে পরম দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।
#এই #বাংলা #বাংলা