বাঁশেরকেল্লা - ফুলপুর

বাঁশেরকেল্লা - ফুলপুর সত্য প্রকাশে আমরা আছি সব সময়।

Permanently closed.
ফুলপুরের ৮নং রুপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর উত্তরপাড়া মসজিদের পাশে খাঁ বাড়িতে পুকুর পাড়ের খেজুর গাছ। খেজুর কুড়াতে গিয়ে পুকুর...
07/12/2024

ফুলপুরের ৮নং রুপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর উত্তরপাড়া মসজিদের পাশে খাঁ বাড়িতে পুকুর পাড়ের খেজুর গাছ। খেজুর কুড়াতে গিয়ে পুকুরে ডুবে একই পরিবারের তিনজন শিশুর মৃত্যু হয়েছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পিতা মাতাকে শোক সইবার তৌফিক দান করেন।

21/09/2024

পার্বত্য চট্টগ্রামের ৫০.০৬% বাঙ্গালীরা চুয়াল্লিশটা বছর ধরে এই এলাকায় জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে,দেশের প্রচলিত আইনের প্রতি সদা অনুগত ছিলো বলে এত বছর ধরে একাধিক উপজাতি সশস্ত্র বাহিনীর অস্ত্রের বিপক্ষে নিরস্ত্র জীবন যাপন করেছে।
ইতিহাসের দিকে যদি তাকাই
১৯৮৪ সালের ৩১ মে রাঙামাটি জেলার বরকল উপজেলার ভুষণছড়ায় শান্তিবাহিনীর অতর্কিত আক্রমণে ৩৮৪ জন বাঙালি নিহত হয়েছিল এবং ২৬৪টি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। একই বছর পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শান্তিবাহিনীর ও পাহাড়ীদের আক্রমণে আরো অনেক বাঙালি নিহত হয়। ১৯৮৬ সালের ৪ জুন লংগদু উপজেলার রাজনগর গ্রামে হামলা চালিলে ১১ জন বাঙালিকে হত্যা ও দুই শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেয়, ২ জুলাই দীঘিনালায় ২৪ বাঙালিকে নির্মমভাবে হত্যা এবং ৩২ জনকে অপহরণ, একই বছর ১৯ জুলাই খাগড়াছড়িতে আর্মির উপর হামলা চালিয়ে এক সৈনিক ভাইকে হত্যা এবং ৭ জনকে আহত করা, ৭ আগস্ট ২ জন আনসার সিপাহীকে অপহরণ করে হত্যা করা, ১৯৮৭ সালের ২১ জুন দীঘিনালার নারাইছড়িতে আর্মির আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন ও মোহন লালকে গুলি করে হত্যা করা, একই বছর ফেব্রুয়ারি মাসে পানছড়ি উপজেলার ভাইবোনছড়ায় ২২ জন কাঠুরিয়াকে গুম করা, ১৯৮৯ সালের ২ নভেম্বর বাঘাইছড়ির শীলছড়িতে দুইজন আর্মি সৈনিককে গুলি করে হত্যা করা ও একই বছর ২৭ জানুয়ারি বন বিভাগের কর্মকর্তা আবুল হোসেন, বজল আহমেদ এবং মাহবুবুল আলমকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা, একই বছর শান্তিবাহিনীর এবং পাহাড়ীদের আক্রমণে পার্বত্য এলাকার বিভিন্ন জায়গায় প্রায় ১২০০ বাঙালি নিহত হয়। শান্তিবাহিনীর বাঙালি নিধনের ইতিহাস এখানেই শেষ নয়। তারা ১৯৯২ সালের ২৯ জুন মহালছড়ি-রাঙামাটির সড়কে সেনাবাহিনীর চেক পোস্টে আক্রমণ করে দুই জন আর্মি সৈনিককে গুলি করে হত্যা, একই বছর ১০ জানুয়ারি খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় খিরাম বন বিভাগ কার্যলয়ে হামলা চালিয়ে ৬ কর্মচারীকে নির্মমভাবে হত্যা করে।
একটি স্বাধীন দেশে যেকোন নাগরিকের দেশের যেকোন জেলায় বসবাসের অধিকার থাকার কথা। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এদেশের একটি অংশ পার্বত্য চট্টগ্রাম। সরকারের ইচ্ছায় বাঙ্গালীদের এখানে পুনর্বাসন করা হয়েছে, কেন তার শান্তিবাহিনী, উপজাতি সন্ত্রাসী সংগঠনের বলির পাঠা হয়ে জীবন হারাবে? কেন তাদেরকে ‘সেটেলার’ বাঙালি বলা হয়? দেশের অন্যান্যস্থানের বাঙালিদের মতো যারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করছে, তারাতো একই দেশের নাগরিক, কোন ভিন্ন দেশ থেকে নিয়ে এসে তাদেরকে পুনর্বাসন করা হয় নি। জাতির কাছে আমার প্রশ্ন, এতগুলো প্রাণহানির ঘটনায় যারা জড়িত তারা আজ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা গ্রহণ করে এ অঞ্চলকে বাংলাদেশ থেকে আলাদা অঞ্চল হিসাবে বিবেচনা করে? এখনও আগের ধারাবাহিকতায় বাঙালীদের হত্যাসহ নানাভাবে নির্যাতন অব্যাহত রেখেছে, তার কি কোন সুরাহা নেই? একই দেশের দুই ধরণের ব্যবস্থাপনা কেন?

শেষ কথা রাজধানীতে বসে বা চট্টগ্রাম শহরে বসে পাহাড় নিয়ে মন্তব্য করার আগে পাহাড় নিয়ে জানুন।
এখানে বাঙ্গালীরা তাদের একাধিক প্রজন্ম পার করেছে, সন্তানদের বিয়ে দিয়েছে,পুর্ব পুরুষদের কবর দিয়েছে। বাঙ্গালীরা কখনো অস্ত্রধারী হয়ে কাউকে হত্যা বা গুম করে নি। কখনো দাবি তোলে নি এখানে পাহাড়িরা থাকতে পারবে না। বরং যখনই অস্তিত্বের উপর আঘাত এসেছে তখনই অস্ত্রের বিপক্ষে বাশের লাঠি নিয়ে প্রতিরোধ করেছে,সেটেলমেন্টের ৪৫ বছর পর এসে পাহাড় কারো নিজস্ব সম্পত্তি এমন চিন্তা মাথা থেকে ঝেরে ফেলেন।
পাহাড়ে অস্ত্বিত্বের প্রশ্ন ৫০.০৬% বাঙ্গালীরা শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করবে। এই লড়াইয়ে সমতলের আমরাও সর্বশক্তি দিয়ে শামিল হবো ইং শা আল্লহ।

01/09/2024

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন।
চেয়ার খালি দেইখা কেউ আবার বসার চেষ্টা করিয়েন না। এই চেয়ার ছাত্ররা বানাইছে। এই চেয়ার কিন্তু খুব গরম, নিতম্ব লাল হয়ে যাবে।

30/08/2024

বর্তমান সময়ে ইসলাম প্রতিষ্ঠার যে সুবর্ণ সুযোগ আসছে তা কাজে লাগাতে যতসব ফিরকা, তরীকা,হক্কানি, বেদাতি, সুন্নি, ওহাবি, মাযহাবি, লা মাযহাবি সহ সকল ভেদাভেদ ভুলে এক মহা ঐক্যের প্লাটফর্মে আসতে হবে। মাসআলাগত দ্বিমত থাক, এগুলো বসে সমাধান হলে হবে নাহলে নাই।
আসাকরি দ্বীন কায়েমে কারো দ্বিমত নাই।
সকল ইসলামী দলগুলোকে এক সাড়িতে দেখতে চাই।
• বাংলাদেশ জামায়াতে ইসলামী‎
• ইসলামী আন্দোলন বাংলাদেশ‎
• ইসলামী ঐক্যজোট‎
• জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ‎
• নেজামে ইসলাম পার্টি‎
• বাংলাদেশ খেলাফত আন্দোলন‎
• বাংলাদেশ খেলাফত মজলিস‎
• মুসলিম ব্রাদারহুড‎
• মুসলিম লীগ‎
• ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
• ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট
• বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
• হিজবুত তাহরীর
ইত্যাদি দল
বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব।

28/08/2024

দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়।
দুইবারের বেশি রাষ্ট্রপতি নয়।
একবারের বেশি মন্ত্রীত্ব নয়।
তিনবারের বেশি এমপি নির্বাচন নয়।
মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এম.এ পাশ হতে হবে।
এমপির শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন ডিগ্রি পাশ হতে হবে।
চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন HSC পাশ হতে হবে।
মেম্বারের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন SSC পাশ হতে হবে।
সকল ভোটারের মান নির্ধারণ করতে হবে। প্রথম শ্রেণীর নাগরিকের ভোটের মূল্যায়ন সাধারণ ভোটারের সমান নয়।
কেউ দূর্নীতি করলেই জেল, সেই সাথে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এইটা সাংবিধানিক নিয়ম করা হোক।তবেই দেশ সুশৃঙ্খল হবে।

25/08/2024

পিছনে দরজা দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ। বুবুর পুলিশের উপর থেকে ভরসা উঠে যাওয়ায় আনসার বাহিনী নামক আনসার লীগের কাঁধে ভার দিয়ে আবার ক্ষমতায় আসার মিথ্যা স্বপ্ন দেখছে।
এটা হাস্যকর। আগের দিন বঘে খাইছে আনসাররা ছাত্রদের মাইর খেয়ে পলাইছে।

25/08/2024

বাহ! কি দারুণ মিল দেখুন! ফেরাউন এর পতনের পর প্রচণ্ড বৃষ্টি হয়ে ছিল, নমরুদের পতনের পরও প্রচন্ড বৃষ্টি হয়েছিল। আর এখন হাসিনার পতনের পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।

Address

Chittagong

Telephone

+8801995020082

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাঁশেরকেল্লা - ফুলপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share