24/10/2025
কিছুদিন আগে এক জায়গা দেখতে আসছিলো। আমি শুরুতেই বলছি যেন কোন পুরুষ মানুষ না আসেন মাও নিষেধ করছে..
তারা বলছে শুধু ছেলের মা বাবা আসবে যদি মেয়ের আপত্তি থাকে তাহলে দেখা করতে হবে না।
তারা আসার পর বলতাছে যে ছেলের বাবা তো বৃদ্ধ মানুষ তার সামনে গেলে কোন সমস্যা হবে না. বিয়ের পর তো দেখবেই এখন দেখলে অসুবিধা কি??? আমি তখন ভালো ভাবেই বলছি যে আমি তার সামনে যেতে পারবো না। কিন্তু তারা কিছুতেই মানে না বলে বুরখা পড়ে আসো শুধু মুখ দেখবে...
একসময় দেখি মাও যেতে বলছে
পরিস্থিতি এমন আমার পক্ষে কেউ নেই
তখন নিরুপায় হয়ে আমি দিছি কান্না করে
আমার অবস্থা দেখে সবাই তাজ্জব.. ছেলের মা বলে ঠিক আছে আম্মু তুমার আসতে হবে না। পরবর্তীতে ছেলের মা কল দিয়ে বলছে আপনাদের মেয়ে যেমন ভাবে থাকে আমরা তেমন করে রাখতে পারবো না
তার জন্য তার মতোই কাউকে খুজুন।
আলহামদুলিল্লাহ এরা তো ভালোই ছিলো
কিন্তু কেউ কেউ ফোনে ছবি তুলার জন্য জোরাজুরি করে.. যেখানে আমার ফোনেই কোন ছবি নেই সেখানে অন্যের ফোনে কি করে তুলি???
আবার কেউ বলে আমার একটা মেয়ের জামাই তার সামনে যাবে না কেন?? আরো অনেক কিছু......
অনেক পরিচিতজন বাবাকে কথা শুনায় মেয়ে সামনে আসবে না একটা ছবি তুলবে না
এরকম করে আর মেয়ে বিয়ে দিতে হবে না
মানুষ কি না দেখেই মেয়ে নিবে???
অমুকের মেয়েও তো আলেমা সে তো দেখা দেয়.. এভাবে মেয়ে ঘরে বসেই রাখ...
বাবাও বলে আমার মেয়ে দরকার হলে আমি বিয়ে দিব না.. তাও দিনহীন কারো হাতে তুলে দেব না। আর আমি শুধু আকাশের দিকে তাকিয়ে বলি রব এমন পরিবারে আমায় দিওনা.....
আর সেটা কোন না কোন ভাবেই বাতিল হয়ে যায় আমি জানি রব আমার জন্য উত্তম কিছু রাখছেন ইনশাআল্লাহ।
এরকম যে শুধু আমার সাথে হয় তা না
আরো অনেক বোনের সাথে এমন হয়।
আসলে বিয়ে হওয়ার থেকে মনে হয় এই বিষয়গুলোই বেশি কষ্টের......
ঘটনাঃ মাহবুবা আঁখি