এছলাহী নুর

এছলাহী নুর এই পেইজটি ইসলামিক ভিত্তিক পেইজ, লাইক দিয়ে সাথে থাকুন

26/07/2025
25/07/2025

রাউজানের নোয়াপাড়ায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির
এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

গত (২৫ জুলাই) শুক্রবার বেলা ৩ টা হতে রাউজানের নোয়াপাড়াস্থ বৈশাখী কনভেনশন হলে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত সেমিনার
এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ বেলায়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.জালাল আহমদ, বক্তব্য রাখেন রাশেদ হায়দার মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, পবিত্র কুরআনে বলা হয়েছে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে (সূরা যুমার: ৯)। জানার জন্য এবং মানার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। ইলম অর্জন যেমন জরুরী সে অনুযায়ী আমল করাও জরুরী। এলমে জাহের যেমন জরুরী তেমনি জ্ঞানের পরিপূর্ণ স্বাদ আহরণের জন্য এলমে বাতেন অপরিহার্য। পৃথিবীতে যারা এই দুই জ্ঞানের গভীরে গিয়ে জীবনের সমৃদ্ধি অর্জন করেছেন তারা একদিকে যেমন কালশ্রেষ্ঠ হয়েছেন অন্যদিকে ইতিহাস খ্যাত হয়েছেন। তেমনি একজন যুগশ্রেষ্ঠ কিংবদন্তী হলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)। এই মহান ব্যক্তিত্ব নিজে যেমন এলমে জাহেরের অফুরন্ত ভান্ডার ছিলেন তেমনি এলমে বাতেনের সুউচ্চ মকামে উপবিষ্ট হয়েছেন। শুধু তাই নয় এলমে জাহের বিতরণের জন্য কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার বানিয়ে লাসানিতে পরিণত হয়েছেন। উনার সংস্পর্শে এসে কাগতিয়া মাদরাসা আজ বিশ^ব্যাপী সমাদৃত। দৃষ্টিনন্দন পরিবেশ, আধুনিক মানের কম্পিউটার ল্যাব, সুবিশাল অবকাঠামো, উন্নত হোস্টেল সুবিধা সর্বোপরি অধ্যক্ষ মহোদয়ের সুদক্ষ পরিচালনায় এ মাদরাসাকে করেছে সবদিক থেকে অনন্য। সুশিক্ষা প্রসারের জন্য চট্টগ্রাম নগরীর বায়েজিদে স্থাপন করা হয়েছে কাগতিয়া কামিল এম.এ মাদরাসার মহানগর ক্যাম্পাস। হযরত গাউছুল আজম (রাঃ) এর রেখে যাওয়া মাদরাসাকে আজ তারই একমাত্র প্রতিনিধি মাননীয় মোর্শেদে আজম (মাঃজিঃআঃ) পরিপূর্ণ আমানতদারীতা এবং আন্তরিকতার সাথে আঞ্জাম দিয়ে যাচ্ছেন প্রতি বছর এ মাদরাসার ঈর্ষনীয় সাফল্য তারই প্রমান বহন করে। এ মাদরাসায় আসলে একদিকে যেমন এলমে জাহের অর্জন করা যায় অপরদিকে এলমে বাতেনের অমিয় সুধা আহরণের রয়েছে অপূর্ব সুযোগ, মাশাআল্লাহ।

মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনশাআল্লাহ আগামী  ২৫ জুলাই রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকা হতে " কাগতিয়া আলীয়া গাউছুল আজম দ...
23/07/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

ইনশাআল্লাহ আগামী ২৫ জুলাই রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকা হতে " কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ,আওলাদে মোস্তফা,খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে এয়াশাত সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

স্থান : বৈশাখী কনভেনশান হল, নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম।

উক্ত এশায়াত সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হওয়ার জন্য ছবিতে উল্লেখিত নাম্বার সমূহে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন। মেয়ে কৃতি শিক্ষার্থীরা আপনাদের অভিবাবক হিসেবে আপনার বাবা,ভাই অথবা যেকোনো পুরুষ অভিবাবককে পাঠাতে পারবেন।
রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/9KodtDNZPmhS5pL66

20/07/2025

#ভর্তি_বিজ্ঞপ্তি

11/07/2025
06/07/2025

মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা নামে পরিচিত। এদিনটি ইতিহাসে অনেক তাৎপর্য বহন করে। এ দিনেই হযরত আদম (আ.)-কে সৃষ্টি...

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when এছলাহী নুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share