06/08/2024
ওয়ালা ওয়াল বা'রার আকিদা কী জিনিস তা,
শায়খ রহমানি ফাক্কালাহু আসরাহ আজ কা*রা*গা*র থেকে প্রাকটিকাল ভাবে দেখিয়ে দিয়েছেন...
মাওলানা রফিকুল ইসলাম মাদানি হাফি.
যখন শায়খ কে বললেন,
যে শায়খ আপনার মুক্তির জন্য আলেম-ওলামারা কাজ করে যাচ্ছেন,
শীঘ্রই আপনাকে আইনি প্রক্রিয়ায় কা'রামুক্ত করা হবে ইনশাআল্লাহ।
শায়খ রহমানি তাৎক্ষণিক ওনার পাশে থাকা আরেকজন বন্দি ভাইকে টান দিয়ে এনে বললেন,
এরকম আরও যত নির্দোষ ভাই আছেন তাদের মুক্তির ব্যাবস্থাও করুন।
তখন মাওলানা রফিকুল ইসলাম মাদানি হাফি. বললেনে,
জ্বি শায়খ সকলের মুক্তির ব্যবস্থাই শীঘ্রই হয়ে যাবে ইনশাআল্লাহ,
আপনি সবাইকে বলে দিয়েন বড়দের পক্ষ থেকে রফিক এসেছিল,
তোমাদের সকলের মুক্তির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআ'লা আমাদের শায়খ সহ সকল গুরাবা, মুওয়াহিদ ভাইয়েরকে কল্যাণময় মুক্তি তরান্বিত দান করুক।