Voice Of Ctg

Voice Of Ctg এটা একটা ইউটিউব চ্যানেল,এই চ্যানেলে শ?
(1)

29/10/2025

প্রায় তিন মাস আগে, লোকন পাল নামের একজন হেন্দু ছেলে মুসলিম নাম ব্যবহার করে একজন মুসলিম ভাইয়ের সাথে পরিচয় গড়ে তোলে।
ভালো ব্যবহার, নম্রতা আর ধর্মীয় পরিচয় গোপন রেখে সে ভাইয়ের বিশ্বাস অর্জন করে।

ভাইয়ের ভাগ্নি একজন পর্দানশীল, ধার্মিক মুসলিম নারী, যিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন।
লোকন পাল ওই ভাইকে জানায়, সে তার ভাগ্নিকে পছন্দ করে এবং বিয়ের প্রস্তাব দেয়।
ভাই রাজি হন, কারণ ছেলেটি মুসলিম পরিচয়ে অত্যন্ত ভদ্র ও বিশ্বাসযোগ্য আচরণ করছিল।

মেয়েটিও সম্মতি দেয়, কারণ সে জানত না ছেলেটি হেন্দু।
স্কুলে যাওয়া-আসার পথে তাদের মাঝে কথাবার্তা হতো।
মেয়েটি পরে জানায়, সে সাধারণত ছেলেদের সাথে কথা বলত না, কিন্তু এই ছেলের সাথে দেখা হলে কথা না বলে থাকতে পারত না।

একদিন ছেলেটি মেয়েটিকে ঘুরতে নিয়ে যায়।
কিন্তু ওই জায়গায় যাওয়ার পর মেয়েটির কিছুই মনে নেই—সম্ভবত তাকে অজ্ঞান করা হয়েছিল।
এটি ব্ল্যাক ম্যাজিক বা অন্য কোনো প্রতারণামূলক কৌশল হতে পারে।

ছেলেটি মেয়েটির কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়।
একদিন মেয়েটি ছেলেটির ফোন নাম্বার থেকে কল পায়, তখন নাম্বারের নিচে “Lokon Paul” নামটি ভেসে ওঠে।
মেয়েটি ফেসবুকে নামটি সার্চ করে ছেলেটির আসল আইডি খুঁজে পায়।
দেখা যায়, সে একজন ইসকন সদস্য, কট্টর হেন্দু, যার ছবি রয়েছে চিম্মন কৃষ্ণর সাথে।

মেয়ের মামা বিষয়টি জানার পর কিছুটা চাপ প্রয়োগ করে মেয়ের কাছ থেকে নেওয়া টাকা ফেরত আনেন।
কিন্তু ঘুরতে নিয়ে গিয়ে কী ঘটেছে, তা আল্লাহই ভালো জানেন।

এই ঘটনা আমাদের কাছে তিন মাস আগে এসেছে।
দুঃখজনকভাবে, এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এখন সময় এসেছে ব্যবস্থা নেওয়ার।
এই ধরনের প্রতারকরা মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে, ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেইল করে, এবং বছরের পর বছর ভোগ করে।

প্রতারকের তথ্য:
- নাম: লোকন পাল
- বাবার নাম: পলাশ পাল
- ঠিকানা: হাবিব ম্যানশন, বাদুরতলা, শুলকবহর, পাঁচলাইশ, চট্টগ্রাম
- গ্রামের বাড়ি: পাল পাড়া, আধুনগর, লোহাগাড়া, চট্টগ্রাম

এই ছেলেকে চট্টগ্রামে ধরার ব্যবস্থা করুন।
—সংগৃহীত

29/10/2025

মার্ক করা অফিসারের নাম মশিউর। আলেপের ঘনিস্ট সহচর, কুকীর্তির সঙ্গী। আমাকে যেদিন আলেপ গুলিস্তান থেকে তুলে নেয়, সেদিন সর্বপ্রথম ও এই মশিউরকে ফোন দিয়ে অফিসে আসতে বলে। ভাষা ছিল - ''আসেন ভাই একসাথে ইফতার করি। কাজ আপনাকে ছাড়া হবেনা।''

মশিউর নিজে guম অবস্থায় সর্বপ্রথম আমাকে অকথ্য ব্যবহারে জিজ্ঞাসাবাদ করে। guম অবস্থাতেই আমাকে একবার গাড়িতে করে নারায়ণগঞ্জ নিয়ে আসা হয় রাতে। সেদিন ও নিজে গাড়িতে আলেপের সঙ্গে ছিল। ওয়াইফকে নিয়ে নানারকম ব্যাঙ্গাত্বক মন্তব্য করছিল এবং এটা এর অভ্যাস। আর গাড়িতে বসেই আলেপ আর ও প্ল্যান করছিল সামনে ঈদ, কাকে কাকে তুলে আনা যায়, কারণ টাকা পয়সা দরকার।

জিজ্ঞাসাবাদের সময় চোখ বাধা অবস্থাতেই ওকে আমি হালকা ফাঁক দিয়ে আগেই দেখেছিলাম। সেদিন গাড়িতে চোখ খুলে দেয়া হয়। সেদিন সরাসরি দেখি। যদিও ও সামনের সিটে সামনের দিকে মুখ করা ছিল। পিছনে ফিরেনি একবারও।

অসংখ্য ভাইকে ও ঝুলিয়ে পিটিয়েছে। নখ তুলে নিয়েছে। কারেন্টের শক দিয়েছে। প্রমান এবং জবানবন্দী আছে। ১০০+ অভিযোগ জমা পড়েছে ওর নামে।

আজকে আমাদের মামলার হাজিরা। আশ্চর্যের ব্যাপার হল, এই মশিউর নাকি আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষি দিতে আসবে এবং সে এখনো ঢাকা উত্তর পূর্ব থানায় সিআইডিতে কর্মরত আছে জানা মতে, এতো কিছুর পরেও। মানে সিরিয়াসলি?

এই দিনটা দেখার জন্য গত ১ বছরে আকাইম্মা কিছু উপদেষ্টা আর ইউনুস সাহেবের অতি সুশীলতা দায়ী। নাহলে এতদিনে শক্ত সামর্থ্য কয়েকজন প্রধান দায়িত্বে থাকলে মশিউরদের পিছনে আজকে টয়লেট ব্রাশ ঢুকানো থাকতো।

অনেকদিন পরে মশিউরের সাথে দেখা হবে। ওল্ড ফ্রেন্ড অফ মাইন। এক্সাইটিং ব্যাপারটা আসলেই। ইউনুস সাহেবকে ধন্যবাদ এরকম দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দেয়ার জন্য।

✒️ মেহেদি হাসান

Address

Chittagong

Telephone

+8801831189689

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Ctg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Ctg:

Share

Category