খন্দকার মসজিদ ও কালুশাহ মাজার ই. সি ১৫৮৩৯

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • খন্দকার মসজিদ ও কালুশাহ মাজার ই. সি ১৫৮৩৯

খন্দকার মসজিদ ও কালুশাহ মাজার ই. সি ১৫৮৩৯ খন্দকার মসজিদ ও কালুশাহ মাজার,মাদ্রাসা,ওয়াকফ এস্টেট। ই. সি ১৫৮৩৯। সলিমপুর, সীতাকুণ্ড থানা চট্রগাম।

04/06/2025

খন্দকার মসজিদ, হযরত খাজা কালু শাহ (র:) মাজার, মাদ্রাসা ওয়াকফ এস্টেটের আমরা রেকর্ডীয় বংশোধর মোতোয়াল্লী। মাননীয় হাইকোর্ট ও মহামান্য সুপ্রিম কোর্টের রায় ও বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের ১১ বার আদেশের স্বীকৃতি প্রাপ্ত। ই.সি নং-১৫৮৩৯।

কিন্তু,
ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমলে গঠিত ভুয়া ই.সি ১৭৭৪৩, এর অবৈধ ও ভুয়া কমিটির দীর্ঘ ১৭ বছর দখল, ও তার পূর্বের ২৩ বছর = ৪০ বছর দখলদারিত্ব থেকে কালু শাহ ওয়াকফ এস্টেট রক্ষার দাবি মূল বংশোধর মালিকদের ও মোতোয়াল্লীদের। এবং মূল মালিক ও মোতোয়াল্লীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে ৪০ বছর হয়রানি করেছে প্রভাবশালী বর্তমান ভুয়া ও অবৈধ মোতোয়াল্লী সিরাজুদ্দৌলা (সও:) প্রকাশ আলু ব্যাপারী। এবং তার দলবল। তিনি আওয়ামীলীগ ডোনার ছিলেন, বর্তমানে সন্ত্রাসীদের নিয়ে আমাদের পরিবারকে মৃত্যুর হুমকি, ও মিথ্যা মামলা দিচ্ছে। আমাদের অস্তিত্ব সংকটে ফেলা তার একমাত্র উদ্দেশ্য।

02/06/2025
01/06/2025

হযরত কালু শাহ (রহঃ) মাজার, মসজিদ ও মাদ্রাসার সাথে জড়িত সকল ধর্মপ্রাণ মুসলমান, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

Address

Kalushah Nagar, South Salimpur, Chattogram
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when খন্দকার মসজিদ ও কালুশাহ মাজার ই. সি ১৫৮৩৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share