08/10/2025
অতি শোকের সঙ্গে জানাচ্ছি, Papry Sikder এর শ্রদ্ধেয় পিতা গতকাল পরমাত্মার চরণে লীন হয়েছেন।
তিনি এই নশ্বর জগতের কর্ম সম্পূর্ণ করে আজ বৈকুণ্ঠধামে গমন করেছেন।
জীবন ও মৃত্যুর এ অনন্ত চক্রে, আত্মা কখনো নাশ হয় না — কেবল দেহ পরিবর্তন করে।
আমরা সকলে একসাথে প্রার্থনা করি —
“ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ”
পরম করুণাময় ঈশ্বর যেন তাঁকে বৈকুণ্ঠধামে স্থান প্রদান করেন এবং তাঁর আত্মা চিরশান্তি লাভ করুক।
🙏 সকল অনুসারীদের অনুরোধ, দয়া করে তাঁর আত্মার শান্তি ও বৈকুণ্ঠপ্রাপ্তির জন্য প্রার্থনা করুন।
🪔 ভগবানের আশীর্বাদ ও আলো যেন আমাদের সকলের পথ প্রদর্শন করে।
— প্রীতম নন্দী
Papry Sikder-এর পক্ষ থেকে