MCTV সমাজ-শিক্ষা-সংস্কৃতি-প্রযুক্তি ও অপরিমেয় সম্ভাবনার বিষয়গুলো নিয়ে একটি পূনাঙ্গ অনলাইন টেলিভিশন।

ব্রেকিং: চকরিয়া উপজেলা চেয়ারম্যান সাঈদী ও মেয়র আলমগীর চৌধুরী অপসারিত। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিভাগের এক...
19/08/2024

ব্রেকিং: চকরিয়া উপজেলা চেয়ারম্যান সাঈদী ও মেয়র আলমগীর চৌধুরী অপসারিত। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

৯ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চকরিয়া-পেকুয়ার অবিসংবাদি...
11/08/2024

৯ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চকরিয়া-পেকুয়ার অবিসংবাদিত নেতা আপনাকে স্বাগতম।

11/08/2024

৯ বছর পর ভারত থেকে দেশে ফিরছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি

চকরিয়া-পেকুয়ার অবিসংবাদিত নেতা, সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রায় দীর্ঘ ৯ বছ...
11/08/2024

চকরিয়া-পেকুয়ার অবিসংবাদিত নেতা, সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রায় দীর্ঘ ৯ বছর ভারতের সিলং এ নির্বাসিত জীবন কাটিয়ে আজ রোববার ১১ অগাস্ট ২০২৪ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে কথা রয়েছে।

11/08/2024

১০ অগাষ্ট ২০২৪ বাংলাদেশ সেনাবাহিনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সাংবাদিকদের উপস্থিতিতে আজ থেকে চকরিয়া থানার কার্যক্রম শুরু। এ সময় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার, চকরিয়া থানার ওসি, ওসি তদন্ত সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

24/11/2023

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।
🌄শুভ সকাল!
🟧আজ পবিত্র জুম্মাবার।
🟩২৪ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ।
🟦৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ।
🟪৯ জামাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী।
🌅ঋতু- হেমন্তকাল।
⬛ফজর- ০৫:০০ মিনিট
🟨যোহর- ১১:৪৮ মিনিট
🟫আসর- ০৩:৩৬ মিনিট
🔲মাগরিব- ০৫:১৪ মিনিট
⬜ইশা- ০৬:৩১ মিনিট।
🌄সূর্যোদয়- ০৬:১৯ মিনিট এবং
⏺সূর্যাস্ত- ০৫:১৪ মিনিট (ঢাকা)।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়-এমসিটিভি

এমসিটিভি ব্রেকিং নিউজ (Breaking News),দেশ বিদেশের ঘটে যাওয়া সর্বশেষ সংবাদ আপডেট:-চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে রূপা...
26/04/2023

এমসিটিভি ব্রেকিং নিউজ (Breaking News),দেশ বিদেশের ঘটে যাওয়া সর্বশেষ সংবাদ আপডেট:-

চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের লক্ষ্যে মডিউল তৈরি হচ্ছে
-বাসস-

চট্টগ্রাম, ২৫ এপ্রিল ২০২৩ (বাসস) : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তর করার লক্ষ্যে বিভিন্ন বিভাগকে অটোমেশন করতে ৫০টি সফটওয়্যার মডিউল তৈরি হচ্ছে, যার মাধ্যমে বন্দরকে পেপারলেস প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে।
তিনি বলেন, বিপজ্জনক, তেজস্ক্রিয়, রাসায়নিক পণ্য নিরাপদে আমদানি-রফতানির সুবিধার্থে স্টেট-অব-আর্ট কেমিক্যাল শেড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পোর্ট লিমিট ৭ নটিক্যাল মাইল থেকে ৬২ নটিক্যাল মাইলে উন্নীত করা হয়েছে। রফতানি কনটেইনার স্ক্যান করতে ২টি আধুনিক স্ক্যানার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে, যা ২০২৩ সালের জুন নাগাদ স্থাপন সম্ভব হবে। হামিদচরে লাইটারেজ জেটি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বন্দরের পাইলটদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে ২১০ মিটার লম্বা ও সাড়ে ১০ মিটার জাহাজ ভিড়ানো যাবে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দর দিবস উপলক্ষে শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। আজ চট্টগ্রাম বন্দরের ১৩৬ তম বর্ষপূর্তি, বন্দর দিবস।
রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানান, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি এমভি সোঙ্গা চিতা ৯৫২ কনটেইনার রফতানি পণ্য নিয়ে ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছিল। এটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। এতে ট্রান্সশিপমেন্ট বিলম্ব না থাকায় ১২-১৫ দিনের মধ্যে ১০-১২ হাজার ডলার খরচে রফতানি পণ্য ইউরোপের বিভিন্ন চূড়ান্ত গন্তব্যে যাচ্ছে। এতে সময় সাশ্রয় হচ্ছে ১৫-১৬ দিন, প্রতি কনটেইনারে সাশ্রয় হচ্ছে প্রায় ৮ হাজার ডলার।
বন্দর চেয়ারম্যান বলেন, ইউরোপের মতো ইউএসএ রুটে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি জাহাজ চলাচল সেবা চালু করতে কোনো প্রতিষ্ঠান আগ্রহী হলে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। হজযাত্রী ও পর্যটকবাহী জাহাজ বার্থিংয়ের সুবিধা সৃষ্টির লক্ষ্যে কর্ণফুলী নদীর মোহনার তীরে ২০০ মিটারের যাত্রীবাহী টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সমীক্ষা চলছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বন্দরে জাহাজের গড় অবস্থান বেশ গুরুত্বপূর্ণ একটি নির্দেশক। বর্তমানে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ বহির্নোঙরে আসার এক থেকে দুই দিনের মধ্যে জেটিতে ভিড়ছে, ক্ষেত্রবিশেষে অন অ্যারাইবল বার্থিং দেওয়া হচ্ছে। ৫৮৪ মিটার লম্বা জেটিসহ পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) নির্মাণকাজ শেষ হয়েছে। বন্দরের নিজস্ব অর্থায়নে ১ হাজার ২২৯ কোটি ৫৮ লাখ টাকার প্রাক্কলিত ব্যয়ে বছরে সাড়ে ৪ লাখ কনটেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রার এ টার্মিনালে ২০০ মিটার লম্বা ১০ মিটার ড্রাফটের ২টি কনটেইনার জাহাজ এবং ২২০ মিটার লম্বা ডলফিন জেটিতে তেলবাহী জাহাজ ভিড়ানো যাবে। টার্মিনালটি আন্তর্জাতিক বেসরকারি অপারেটর দ্বারা পরিচালনার সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে পিপিপি কর্তৃক ট্রানজেকশন অ্যাডভাইজর হিসেবে আইএফসিকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা ট্রানজেকশন স্ট্রাকচার রিপোর্ট দিলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
তিনি বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে এক দশকে ৫ লাখ ৮০ হাজার বর্গমিটার ইয়ার্ড নির্মাণ করায় কনটেইনার ধারণ ক্ষমতা ৫৫ হাজার টিইইউসে উন্নীত হয়েছে। একই সময়ে শিপ টু শোর কি গ্যান্ট্রি ক্রেনসহ বিভিন্ন ধরনের ৩১০টি ইকুইপমেন্ট সংগ্রহ করা হয়েছে। ১৮টি কি গ্যান্ট্রি ক্রেন রয়েছে বন্দরে। ইজি অব ডুয়িং বিজনেসের সব সূচক আমরা দ্রুত অর্জন করেছি।
ট্রানজিট ট্রান্সশিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দর সক্ষম জানিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, ইতিমধ্যে ভারতের ট্রান্সশিপমেন্টের কয়েকটি ট্রায়াল রান সফল হয়েছে। কর্ণফুলীর ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন করেছি আমরা। বন্দরের বার্থিং ডিজিটালি হয়ে থাকে। এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই।
তিনি বলেন, মাতারবাড়ী চ্যানেলে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্যে নির্মিত জেটিতে ১২০টির বেশি জাহাজ বার্থিং সম্পন্ন করেছি। আজ বিকেলে বাংলাদেশের ইতিহাসে প্রথম ২৩০ মিটার লম্বা ও ১৩ মিটার ড্রাফটের ৮০ হাজার ডিডব্লিউটির কয়লাবাহী জাহাজ ভিড়ানো হবে। এ বন্দরে ১৬ মিটারের বেশি ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে। বড় জাহাজে বেশি কার্গো আসলে ভাড়া কমবে, আয় বাড়বে। ইন্টারন্যাশনাল ট্রান্সশিপমেন্ট হাব হবে মাতারবাড়ী। আমাদের তিনটি সমুদ্রবন্দর ছাড়াও প্রতিবেশী দেশগুলো এ বন্দর ব্যবহার করতে পারবে।
বন্দর চেয়ারম্যান আরও বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে শীর্ষে অবস্থান করছে।
তিনি বলেন, বে টার্মিনালে ট্রানজেকশন অ্যাডভাইজর নিয়োগ দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণ কাজ যথেষ্ট এগিয়েছে। নিষ্কণ্টক জমি নামমাত্র বা প্রতীকী মূল্যে পেতে যাচ্ছি। ২০২২ সালে চট্টগ্রাম বন্দরে ২০ ফুট দীর্ঘ ৩১ লাখ ৪২ হাজার কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। জেনারেল কার্গো ওঠানামা হয়েছে ১১ কোটি ৯৬ লাখ টন। জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৩৬১টি। সভায় বন্দরের বোর্ড সদস্য, পরিচালক, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমসিটিভি ব্রেকিং নিউজ (Breaking News),দেশ বিদেশের ঘটে যাওয়া সর্বশেষ সংবাদ আপডেট:-বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠা...
24/04/2023

এমসিটিভি ব্রেকিং নিউজ (Breaking News),দেশ বিদেশের ঘটে যাওয়া সর্বশেষ সংবাদ আপডেট:-
বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ নিলেন মো. সাহাবুদ্দিন।

বেলা ১১টায় দেশের ২২তম এই রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

।। এমসিটিভির এর পক্ষ থেকে আমাদের সকল শুভানুধ্যায়ীকে জানাই ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ।। 💙 ঈদ মোবারক 💙
22/04/2023

।। এমসিটিভির এর পক্ষ থেকে আমাদের সকল শুভানুধ্যায়ীকে জানাই ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ।।

💙 ঈদ মোবারক 💙

এমসিটিভি শোকসংবাদ:----------------------------------ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে এমসিটিভির পক্ষ থেকে শোকখসন্তপ্ত পরিব...
12/04/2023

এমসিটিভি শোকসংবাদ:-
---------------------------------
ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে এমসিটিভির পক্ষ থেকে শোকখসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when MCTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MCTV:

Share