Sat Ai

Sat Ai Speak a good word
or
Keep silent.

30/05/2024
ছোটবেলায় যাদেরকে ২৫-৩০ বছর বয়সে বিয়ে না করলে বুইড়া ব্যাটা বলে ডাকতাম, তাদেরকে সরি!🙏
31/08/2023

ছোটবেলায় যাদেরকে ২৫-৩০ বছর বয়সে বিয়ে না করলে
বুইড়া ব্যাটা বলে ডাকতাম, তাদেরকে সরি!🙏

03/09/2022

সেতুর দু-প্রান্ত।

24/08/2022
06/08/2022

তেল ছাড়াও গাড়ি চলে,
আমরা চালাইতাম আগে।

কোনটি জীবনের সবচেয়ে মূল শিক্ষা?এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেলো। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অ...
03/08/2022

কোনটি জীবনের সবচেয়ে মূল শিক্ষা?

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেলো। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।

স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বললো--এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয়

ছেলেটা হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভালো করে পরীক্ষা করে বললো- বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে। কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন--আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দোর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।

পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো।সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করলো।

ভাল শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রসংশীত হচ্ছিল তার কাজ।

একদিন ছেলেটির কাকা বললো-- তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।

ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকার কাছে না নিয়ে বাড়িতেই. রেখে দিলো।

কাকা জিজ্ঞেস করলো-- হারটি এনেছো ?ছেলেটি বললো-- না কাকা পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার।

তখন কাকা বললো- তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দা সময় বলেই কাকা আমাদের আসল জিনিষকে নকল বলছে।

আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছো এটা নকল হার।

এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো যা কিছু ভাবছো সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।

জ্ঞান ছাড়া কোন জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক আমি তা চাইনি।

ছবি লেখা সংগৃহীত।

হারানো বিজ্ঞপ্তিমোঃ নাইমুল ইসলাম , পিতা- মোঃ জসিম গ্রাম- পশ্চিম বাকখালি হাঁচুপাড়া  পোঃ-শেখের হাট ,সীতাকুন্ড চট্টগ্রাম গত...
28/07/2022

হারানো বিজ্ঞপ্তি
মোঃ নাইমুল ইসলাম , পিতা- মোঃ জসিম গ্রাম- পশ্চিম বাকখালি হাঁচুপাড়া পোঃ-শেখের হাট ,সীতাকুন্ড চট্টগ্রাম
গত ইং ২৫-০৭-২০২২ তারিখ সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে থেকে কোথায় গেছে এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায় নাই.
সে হাফিজিয়া মাদ্রাসার ছাত্র,
গত সোমবার রাত আটটার দিকে মাদ্রাসার হুজুর কে নাইমুল ইসলাম বাবা জসিম উদ্দিন বিষয়টা জানান ,তারপর থেকে খোঁজাখুঁজি শুরু।

যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন নিম্ন মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল-01610221353/
01879466558
সবাই পোস্ট টি শেয়ার করবেন প্লিজ।

Address

Dhaka
Chittagong
1411

Alerts

Be the first to know and let us send you an email when Sat Ai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share