17/02/2025
“সব শিবির করেছে বলেই তো সরকারের সাথে জনগণ নেই। সমন্বয়করা গণবিচ্ছিন্ন হয়েছে কার কারণে? শিবিরের কারণে। ধোঁকা ও প্রতারণাকে যারা ‘কৌশল’ বলে, তাদের থেকে সাবধান থাকতে হবে। শেখ হাসিনা যে ‘রাজাকারের বাচ্চা’ বলেছিলেন, জাফর ইকবাল যে অভিমান দেখিয়েছিলেন, এখন দেশবাসী সেগুলোকে সঠিক ভাবছে, এবং শিবিরই তা প্রমাণ করে চলেছে। জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছিলো, তার মানে এই নয় যে তারা শিবিরের পক্ষে ছিলো। যারা বাংলাদেশ রাষ্ট্রটির জন্মের বিরোধিতা করেছিলো, এখনও স্বপ্ন দেখে ইরান-তুরান-পাকিস্তান বানানোর, তারা রাজনীতির অধিকার পায় কোথা থেকে? এদের ধোঁকার কোনো শেষ নেই। সারা দেশে তৌহিদী সন্ত্রাসের নামে যা চলছে, তা কে করাচ্ছে? একটি বিষয় মাথায় রাখবেন। জামাত-শিবির নিজ নামে অপকর্ম করে না। অপকর্ম সম্পাদনের জন্য তাদের নানা ছদ্মবেশী ‘ব্যানার’ আছে। কখনো ‘সাধারণ শিক্ষার্থী’, কখনো ‘দেশপ্রেমিক জনতা’, কখনো ‘বিজ্ঞানমনস্ক পশু’। ছাত্ররা যদি দল করতে চায়, তাদের প্রধান কাজ হবে, শিবির থেকে দু’শো মাইল দূরত্ব বজায় রাখা। অভিভাবকদেরও উচিত, সন্তানকে শিবিরের ধোঁকা থেকে রক্ষায় ব্যবস্থা নেওয়া। দরিদ্র ছাত্রদের আর্থিক সহায়তার নামে এক্সপ্লোয়েট কারা করে? মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার মগজধোলাই কে করে? মানুষকে বেহেশতে নেওয়ার লোভ দেখিয়ে রাজনীতি কারা করে? শিবির করে। বাংলাদেশে আর কোনো ছাত্রসংগঠন এসব করে না। মুসলমান হওয়ার জন্য শিবির করার প্রয়োজন নেই। দেশের কোটি কোটি কৃষক, শ্রমিক, ছাত্র, দোকানদার, তারা মুসলমান নয়? মুসলমান হওয়ার জন্য তাদেরকে শিবির করতে হয়েছে? বাবা নাম রেখেছে ছালেক মিয়া, শিবিরে ঢোকার পর নাম ধারণ করেছে মুসান্না আল ফুসান্না। জন্মের সময় চোখ ছিলো, কিন্তু শিবিরে ঢোকে অন্ধ হয়ে গেছে। ফেসবুকে প্রতিটি শিবির কর্মীর আট-দশটি ফেইক আইডি। আল্লাহ কি বলেছেন, মিথ্যা নামে আইডি খুলে ইসলাম কায়েম করতে? আর তাদের মুখের ভাষা? বিরুদ্ধমতের কমেন্টবক্সে যান, দেখবেন পাকা ইবলিশি ভাষা কাকে বলে! আপনি ধর্ম পালন করবেন, কিন্তু ধর্মবন্দী হবেন কেন? এবং শিবিরের কাজকর্ম মূলত সংঘবদ্ধ শয়তানি। সংঘবদ্ধভাবে যে মিথ্যা বলা যায়, মানুষকে বিভ্রান্ত করা যায়, তা শিবিরকে না দেখলে বিশ্বাস হবে না। কাউকে পছন্দ হচ্ছে না, ব্যস, বলে দেবে অমুক নাস্তিক, তমুক ইসলাম-বিদ্বেষী, সমুক হাদিস বিকৃত করেছে! কোরান বিকৃত করেছে! অথচ শিবিরের চেয়ে বড় নাস্তিক, বড় ইসলাম-বিদ্বেষী, বড় কোরান-হাদিস বিকৃতকারী আমি দেখি নি। শিবির মোটেও আল্লায় বিশ্বাস করে না। আল্লায় বিশ্বাস করলে এরা আল্লাহর উপর ভরসা রাখতো। আল্লাহর কাজ নিজে করতে যেতো না।”
—মহিউদ্দিন মোহাম্মদ
(সাক্ষাৎকার / ১৭ ফেব্রুয়ারি ২০২৫)