লোহারকেল্লা

লোহারকেল্লা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লোহারকেল্লা, Digital creator, Chittagong.

16/08/2025
আজকের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্যটা ছিল এক ছাত্রীর পরীক্ষা দিতে না পারা। মেয়েটি এক দেড় ঘণ্টা দেরিতে পরীক্ষা...
26/06/2025

আজকের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্যটা ছিল এক ছাত্রীর পরীক্ষা দিতে না পারা। মেয়েটি এক দেড় ঘণ্টা দেরিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছায়, কারণ তার মা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। বাবাও নেই। এমন এক কঠিন সময়ে, যখন সে মানসিকভাবে ভেঙে পড়ার কথা, সে ছুটে আসে পরীক্ষায় অংশ নিতে। কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। হয়তো সুযোগ পেলে সে পাশ করত, জীবনের একটি বছর নষ্ট হতো না। পরীক্ষাকেন্দ্রেই মেয়েটি মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে।

26/06/2025

কথা বলব বাংলাদেশ নিয়ে কথা বলব এদেশের মানুষের মৌলিক অধিকার নিয়ে।

আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে লাল সবুজের স্বাধীন বাংলার  প্রতিটা ঘরে ঘরে । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
10/05/2025

আওয়ামী লীগ আছে
আওয়ামী লীগ থাকবে লাল সবুজের স্বাধীন বাংলার প্রতিটা ঘরে ঘরে । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

08/03/2025

যারা বলেছিল, "বিকল্প তুমি, আমি, আমরা" ওরা কোথায়?
যারা বলেছিল,অন্যায়কে অন্যায় বলতে না পারলে বন্ধু তুই মানুষ না " ওরা কোথায়? যারা বলেছিল, "তুমি কে আমি কে, রাজাকার রাজাকার " ওরা কোথায়? ওরা কোথায়?

26/02/2025

ফেসবুকী জনতা যে একটি ব*লদ জাতি, তা নাহিদের ব্যাংক স্টেইটমেন্ট প্রকাশের ঘটনায় আবার প্রমাণ হলো। আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিই। শেখ হাসিনার ব্যাংক স্টেইটমেন্ট দেখে প্রমাণ করেন তো শেখ হাসিনা দুর্নীতিবাজ? কোনো মন্ত্রী-এমপি দুর্নীতি করতে চাইলে সেটার সিগন্যাচার মার্ক ব্যাংক স্টেইটমেন্টে থাকবে, ব্যাংক একাউন্টে দুর্নীতির টাকা জমা নেবে, এই চিন্তাটাই তো আবুলামি! আমি বলছি না যে নাহিদ দুর্নীতি করেছে, কিন্তু কোনো মন্ত্রীর স্যালারি একাউন্টের স্টেইটমেন্ট দেখে এ সনদ দেওয়ার উপায় নেই যে তিনি দুর্নীতি করেন নি। দুর্নীতির টাকা কীভাবে লেনদেন হয়, তা আধাবুদ্ধির আবুলেরও বোঝার কথা। এ দেশের প্রতিটি আমলা, পুলিশ, কাগজেপত্রে জিব্রাইল ফেরেশতা। আপনি আওয়ামী লীগের মন্ত্রীদের ব্যাংক স্টেইটমেন্ট টান দেন, প্রমাণ করতে পারবেন না যে তারা দুর্নীতিবাজ।

কেউ সৎ, এটা প্রমাণের জন্য ব্যাংক স্টেইটমেন্ট প্রকাশের প্রয়োজন নেই। আমি সৎ, এটা বলাই যথেষ্ট। বাকিটা প্রমাণের বার্ডেন তার উপর, যিনি দাবি বা সন্দেহ করছেন যে আপনি অসৎ।

নাহিদ একটা পপুলিস্ট কাজ করেছেন। ব*লদদের বাহ্বা কুড়িয়েছেন। ব্যাংক স্টেইটমেন্ট একটি ব্যক্তিগত নথি। নাহিদ কি বোঝাতে চাইলেন, যাদের ব্যাংক স্টেইটমেন্ট খবরের কাগজ বা ফেসবুকে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে না, তারা সবাই দুর্নীতিবাজ?

আপনি সৎ, এটা দাবি করার জন্য তো আইনের ডকট্রিনই যথেষ্ট। ইনোসেন্ট আনটিল প্রোভেন গিল্টি। এটাই সামারি। নাহিদ রাজনীতি করছে। নানা কথা নানা পক্ষ তার নামে প্রচার করবে। সত্য কথা, মিথ্যা কথা, বুলশিট কথা। পেশাদার আচরণ হলো, অসত্য তথ্যকে ক্যাটাগোরিকলি ডিনাই করা। ব্যাংক স্টেইটমেন্ট হাজির করলেই যদি কেউ সৎ হয়ে যায়, তাহলে বাংলাদেশের ৯০ ভাগ সরকারি কর্মচারী সৎ।

আমার বিশ্বাস নাহিদ কোনো দুর্নীতি করে নি, তার জন্য আমার শুভকামনারও কমতি নেই, কিন্তু যেটা করা হলো তা অপেশাদার বোকাতুষ্টকরণ কাণ্ড।

—মহিউদ্দিন মোহাম্মদ

17/02/2025

“সব শিবির করেছে বলেই তো সরকারের সাথে জনগণ নেই। সমন্বয়করা গণবিচ্ছিন্ন হয়েছে কার কারণে? শিবিরের কারণে। ধোঁকা ও প্রতারণাকে যারা ‘কৌশল’ বলে, তাদের থেকে সাবধান থাকতে হবে। শেখ হাসিনা যে ‘রাজাকারের বাচ্চা’ বলেছিলেন, জাফর ইকবাল যে অভিমান দেখিয়েছিলেন, এখন দেশবাসী সেগুলোকে সঠিক ভাবছে, এবং শিবিরই তা প্রমাণ করে চলেছে। জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছিলো, তার মানে এই নয় যে তারা শিবিরের পক্ষে ছিলো। যারা বাংলাদেশ রাষ্ট্রটির জন্মের বিরোধিতা করেছিলো, এখনও স্বপ্ন দেখে ইরান-তুরান-পাকিস্তান বানানোর, তারা রাজনীতির অধিকার পায় কোথা থেকে? এদের ধোঁকার কোনো শেষ নেই। সারা দেশে তৌহিদী সন্ত্রাসের নামে যা চলছে, তা কে করাচ্ছে? একটি বিষয় মাথায় রাখবেন। জামাত-শিবির নিজ নামে অপকর্ম করে না। অপকর্ম সম্পাদনের জন্য তাদের নানা ছদ্মবেশী ‘ব্যানার’ আছে। কখনো ‘সাধারণ শিক্ষার্থী’, কখনো ‘দেশপ্রেমিক জনতা’, কখনো ‘বিজ্ঞানমনস্ক পশু’। ছাত্ররা যদি দল করতে চায়, তাদের প্রধান কাজ হবে, শিবির থেকে দু’শো মাইল দূরত্ব বজায় রাখা। অভিভাবকদেরও উচিত, সন্তানকে শিবিরের ধোঁকা থেকে রক্ষায় ব্যবস্থা নেওয়া। দরিদ্র ছাত্রদের আর্থিক সহায়তার নামে এক্সপ্লোয়েট কারা করে? মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার মগজধোলাই কে করে? মানুষকে বেহেশতে নেওয়ার লোভ দেখিয়ে রাজনীতি কারা করে? শিবির করে। বাংলাদেশে আর কোনো ছাত্রসংগঠন এসব করে না। মুসলমান হওয়ার জন্য শিবির করার প্রয়োজন নেই। দেশের কোটি কোটি কৃষক, শ্রমিক, ছাত্র, দোকানদার, তারা মুসলমান নয়? মুসলমান হওয়ার জন্য তাদেরকে শিবির করতে হয়েছে? বাবা নাম রেখেছে ছালেক মিয়া, শিবিরে ঢোকার পর নাম ধারণ করেছে মুসান্না আল ফুসান্না। জন্মের সময় চোখ ছিলো, কিন্তু শিবিরে ঢোকে অন্ধ হয়ে গেছে। ফেসবুকে প্রতিটি শিবির কর্মীর আট-দশটি ফেইক আইডি। আল্লাহ কি বলেছেন, মিথ্যা নামে আইডি খুলে ইসলাম কায়েম করতে? আর তাদের মুখের ভাষা? বিরুদ্ধমতের কমেন্টবক্সে যান, দেখবেন পাকা ইবলিশি ভাষা কাকে বলে! আপনি ধর্ম পালন করবেন, কিন্তু ধর্মবন্দী হবেন কেন? এবং শিবিরের কাজকর্ম মূলত সংঘবদ্ধ শয়তানি। সংঘবদ্ধভাবে যে মিথ্যা বলা যায়, মানুষকে বিভ্রান্ত করা যায়, তা শিবিরকে না দেখলে বিশ্বাস হবে না। কাউকে পছন্দ হচ্ছে না, ব্যস, বলে দেবে অমুক নাস্তিক, তমুক ইসলাম-বিদ্বেষী, সমুক হাদিস বিকৃত করেছে! কোরান বিকৃত করেছে! অথচ শিবিরের চেয়ে বড় নাস্তিক, বড় ইসলাম-বিদ্বেষী, বড় কোরান-হাদিস বিকৃতকারী আমি দেখি নি। শিবির মোটেও আল্লায় বিশ্বাস করে না। আল্লায় বিশ্বাস করলে এরা আল্লাহর উপর ভরসা রাখতো। আল্লাহর কাজ নিজে করতে যেতো না।”


—মহিউদ্দিন মোহাম্মদ
(সাক্ষাৎকার / ১৭ ফেব্রুয়ারি ২০২৫)

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাসে কর্মসূচি বাস্তবায়ন করা উচিত।
26/02/2023

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাসে কর্মসূচি বাস্তবায়ন করা উচিত।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when লোহারকেল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share