শহীদুল ইসলাম অর্ক

শহীদুল ইসলাম অর্ক খসে পড়ার অদৃষ্ট নিয়ে ভাসছি এক নিঃসঙ্গ উল্কা!

10/07/2025

হিটলারের সহযোগী ছিলেন আইখম্যান।তিনি ছিলেন গ্যাস চেম্বারে ঢুকিয়ে ইহুদিদের হত্যা করার রূপকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পরাজয় হলে তিনি ব্রাজিলে পালিয়ে যান এবং

ছদ্মবেশে একটি কৃষি ফার্মে কাজ করেন।

কিন্তু শেষ রক্ষা হয়নি আইখম্যানের।অনেক বছর পর ইহুদিদের হাতে ধরা পড়েন তিনি।তার উপর ভীষণ ক্ষিপ্ত ছিলো ইহুদিরা।

তাকে হত্যা করার সমস্ত প্রস্তুতি শেষ করলো তারা।হত্যা করার আগে আইখম্যানের শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হলে তিনি মৃত্যুর পূর্বে ইহুদি ধর্ম গ্রহণ করার ইচ্ছা পোষণ করেন।তার এমন ইচ্ছার কথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসতে থাকে উপস্থিত সবাই।

ভর্ৎসনা করে তারা বলে, "বাছাধন,তুমি মনে করেছো, ইহুদি ধর্ম গ্রহণ করলেই ইহুদিরা তোমাকে মাফ করে দেবে!? তা হবে না।মরতে তোমাকে হবেই।"

এসময় কয়েকজন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, "আচ্ছা তোমার এই ইচ্ছা কেনো হলো,বলো তো?"

আইখম্যান নির্বিকার চিত্তে জবাব দিয়ে বলেন, "তোমরা যে আমাকে ছাড়বে না,এটা আমি নিশ্চিত।তাই মারা যাওয়ার আগে দেখে যেতে চাই,আরেকটা ইহুদি মারা গেলো।"

ইহুদিদের প্রতি কতটুকু ঘৃণা থাকলে মৃত্যুর আগেও আরেকটি ইহুদির মৃত্যু দেখতে চায়?!

অনিন্দিতা, তোমার জন্য ৯
08/07/2025

অনিন্দিতা, তোমার জন্য ৯

শুভ জন্মদিন কবি সাজ্জাদ সাঈফ সরকার ☘️
29/06/2025

শুভ জন্মদিন কবি সাজ্জাদ সাঈফ সরকার ☘️

Parasite Return
19/06/2025

Parasite Return

15/06/2025

আমি
যেখানেই যাই,
আমার জেলখানাকে
সাথে নিয়ে
যাই।
🫱

~শহীদুল ইসলাম অর্ক

15/06/2025

আমরা সাতজনই তার প্রেমে পড়ি। একসাথে নয়, আলাদা আলাদা ভাবে। আমরা সবাই সবাইকে চিনতামও না। দু'একজনকে আগে কোথাও হয়ত দেখেছি বলে মনে হয়। শুধু এতটুকুই। রানা নামের ঐ ছেলেটা, যে রীতিমত চরম উত্তেজিত আপাদমস্তক তামাকের কাছে সমর্পন করেছে।বার বার বলছে "আমি ছেড়ে দেব ভাবছেন? মোটেই না। সবে খেলা শুরু।ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি।"

বুঝতে পারছি না সে কী করতে চায়! এক্ষেত্রে কী করার আছে তাও আমি জানি না।

আমাদের সবার বয়স চেহারা এবং পেশা একরকম নয়। আমি সর্বকনিষ্ঠ। পড়ি অনার্স সেকেন্ড ইয়ারে। বাবা মায়ের চোখের মনি। একটু আগে যার কথা বললাম, রানা, সে অষ্টম শ্রেণির পর লেখাপড়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বছর সাতেক যাবত গাঁজার নৌকায় পাহাড় পাড়ি দিচ্ছে। শান্ত নামের ছেলেটা অশান্ত মনে কফির মগ নাড়ছে। সে ডিগ্রী পাশ বেকার। চুপচাপ বসে আছে একজন। তার নাম টিপু। মনে হচ্ছে সে কিছুটা হতচকিত। সে আমার ক্লাসমেট ছিল একদা মাস দুয়েকের জন্য। আরেকজনের স্টুডিও ব্যবসা আছে। নাম রফিক। হোমড়াচোমড়া গোছের লোক। সে বেশ মজা করে চপ খাচ্ছে। আজকের আড্ডাতে সে বেশ আনন্দিত বলে মনে হচ্ছে।একজন আছেন ঘোর কৃষ্ণাঙ্গ। নাম তুতুল। এই নাম কে রেখেছে খুব জানতে ইচ্ছে করছে। আমার মনে হচ্ছে সে বক্তৃতা দেবার সুযোগ খুঁজছে। সর্বশেষ যার কথা বলছি সে মাহমুদ, আজকের এই আড্ডা কিংবা শোকসভার প্রধান উদ্যোক্তা।কেন এই আড্ডা, কী উদ্দেশ্য আমি জানিনা। তাও আবার বিশেষ এক মূহুর্তে?

আমি কফি হাউজের জানালা দিয়ে বাইরে তাকালাম। এই মধ্যরাতে, অন্ধকারে বেশ জমে উঠেছে প্রেমাদের বাড়ির আতশবাজির আলোগুলো।

প্রেমা, যার প্রেমে আমরা সাতজন, ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন স্বপ্নের জালে আটকা পড়েছিলাম। আজ তার বিয়ে!

হঠাৎ চিৎকার করে কেঁদে উঠল টিপু। তার চিৎকারে কফি হাউজের সাতটা খালি পেয়ালা ভেঙ্গে যাওয়ার উপক্রম হল। রানা ওকে শান্তনা দিচ্ছে। আমার কেন জানি বিষয়টাকে অদ্ভূত এবং হাস্যকর ঠেকল।

আড্ডা ধীরে ধীরে নিরব হয়ে আসে। রানা সবাইকে সব ভুলে ড্রিংকস্ এর দাওয়াত দেয়। কেউ কেউ সঙ্গী হয় তার। আমি ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ি রাস্তায়।

কৃষ্ণপক্ষ রাত। হাটছি একা। আকাশে জেগে আছে সাতটি তারার মেলা। একদিন ফুরিয়ে যাবে সব আয়োজন। খেলা শেষের বেলা এলে তারারাও একসময় কফি হাউজের আড্ডা শেষে হারিয়ে যাবে দূর অনন্তে!

14/06/2025

যে কাঁদে কাঁদুক, তবু লিখি ফুটনোট,
ফুল তুই তেলাবিবে বোমা হয়ে ফোট।

~ ইমতিয়াজ মাহমুদ

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when শহীদুল ইসলাম অর্ক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share