কালামে আলা হজরত আহমদ রেজা খান ফাজেলে ব্রেলভি - র.

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • কালামে আলা হজরত আহমদ রেজা খান ফাজেলে ব্রেলভি - র.

কালামে আলা হজরত আহমদ রেজা খান ফাজেলে ব্রেলভি - র. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কালামে আলা হজরত আহমদ রেজা খান ফাজেলে ব্রেলভি - র., Magazine, Chittagong.

কুফী শিয়াদের বিরুদ্ধে ইমাম জয়নাল আবেদীন রা.—আশরাফুল হাসান কাদেরী। [  Hasan Qaderi ]___________________________কুফী শিয়ার...
02/07/2025

কুফী শিয়াদের বিরুদ্ধে ইমাম জয়নাল আবেদীন রা.
—আশরাফুল হাসান কাদেরী। [ Hasan Qaderi ]
___________________________

কুফী শিয়ারা ইমাম হুসাইন রা. এর সাথে বিশ্বাসঘাতকতা ও নির্মমভাবে শহীদ করার পর মাতম ও লৌকিক কান্নাকাটি ও মাতমে লিপ্ত ছিল। আজো আশুরায় বা আশুরা ছাড়া শিয়ারা এই কার্যসাধন করে আসছে কিন্তু ইতিহাসের পাতা সত্য তুলে রেখেছে। ইমাম জয়নুল আবেদীন বড়ই আফসোস করে এই কুফী শিয়াদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।

শিয়াদের কিতাব থেকেই তার প্রমাণ মিলে যেমন - শিয়া সম্প্রদায়ের অন্যতম কিতাব ❝العيون العبري فردی في مقتل سيد الشهداء❞ অর্থাৎ ❝অশ্রুসিক্ত নয়নে শহীদদের সর্দার শাহাদাতের ইতিকথা❞ কিতাবটি ১৩৭৯ হিজরীতে তেহরান হতে প্রকাশিত করা হয়। কিতাবের লেখক শিয়া আলেম সাইয়্যেদ ইব্রাহিম আল-মিয়ানজি হলেও তিনি এই কিতাবটির প্রচ্ছদেই একেবারে প্রথমেই "لكن العيون عبرى والصدور حرى" অর্থাৎ "তবে নয়নে অশ্রুধারা, আর হৃদয়ে তীব্র দহন" ও আক্বিলাতুল হাশেমীয়া, শাক্বিকাতুল শহীদ তথা হাশেমী বংশের বুদ্ধিমতী নারী এবং শহীদের বোনের (মাওলা আলী রা. এর তনয়া) হযরত বিবি জয়নব রা. এর খুৎবার উল্লেখ ইঙ্গিত দেন। এতে বোধগম্য হয় কিতাবটি ইমাম হুসাইন রা. শাহাদাতের শোকাবহ ঘটনার আবেগঘন, ঐতিহাসিক এবং সম্ভবত ধর্মতাত্ত্বিক দিকগুলো নিয়ে আলোচনা করে, যেখানে কষ্ট এবং এর গভীর প্রভাবের উপর জোর দেওয়া হয়েছে।

এই কিতাবে ❝خطبة عقيلة الهاشميين عند ورودها الكوفة❞ ❝হযরত বিবি জয়নব রা. এর কুফায় আগমনকালীন খুৎবা বা ভাষণ❞ শিরোনামে বর্ণনা আছে—

❞لما اتى علي بن الحسين بالنسوة من كربلا وكان مريضاً، وإذا نساء أهل الكوفة ينتد بن مشققات الجيوب والرجال معهن يبكون ، فقال زين العابدين الله بصوت ضئيل وقد نهكته العلة : إن هؤلاء يبكون علينا فمن قتلنا غيرهم.

অর্থাৎ, ❝যখন আলী ইবনে হুসাইন রা. (ইমাম হুসাইন রা. এর শাহজাদা ইমাম জয়নাল আবেদীন রা.) কে অসুস্থ ও দূর্বল অবস্থায় কারবালা থেকে আহলে বাইতের নারীদের সাথে বন্ধী অবস্থায় কুফায় আনা হলো, তখন দেখা গেল কুফার নারীরা রোনাজারির মাধ্যমে বিলাপ করছে, নিজেদের পোশাক ছিঁড়ছে, আর তাদের সাথে থাকা পুরুষরাও মাতম করছে।
এই দৃশ্য দেখে ইমাম জয়নুল আবেদীন রা. দুর্বল কণ্ঠে, যার শরীর অসুস্থতায় জীর্ণ হয়ে গিয়েছিল। তিনি বললেন— ❝এরা আমাদের জন্য কাঁদছে! অথচ আমাদের হ-ত্যা করেছে কে, তারা ছাড়া?❞

আহা! ইমাম হুসাইন রা. এর শাহজাদা যিনি কি না কারবালার নির্মমতার চাক্ষুষ সাক্ষী তিনি পর্যন্ত কূফার শিয়াদের বিশ্বাস ভঙ্গের ও ভণ্ডামির কথা কত আফসোস আর ভারাক্রান্ত মন নিয়ে বলেছিলেন ❝إن هؤلاء يبكون علينا فمن قتلنا غيرهم ؟❞ ❝এরা আমাদের জন্য কাঁদছে! অথচ আমাদের হ-ত্যা করেছে কে, তারা ছাড়া?❞

আল্লাহ হেফাজত করুক।

❝হযরত ইমাম হোসাইন (রা.) যেইসে বেমেসাল কোরবানী কিয়ামত তক্ব কোয়ি পেশ নেহি কর সেকতে।❞অর্থাৎ, হযরত ইমাম হোসাইন (রা.)'র মত তু...
29/06/2025

❝হযরত ইমাম হোসাইন (রা.) যেইসে বেমেসাল কোরবানী কিয়ামত তক্ব কোয়ি পেশ নেহি কর সেকতে।❞

অর্থাৎ, হযরত ইমাম হোসাইন (রা.)'র মত তুলাহীন এমন কোরবানি কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না।

-আওলাদে রাসুল ﷺ, গাউসে জমান, আল্লামা, হাফেজ, ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা.]

মাইজভান্ডার দরবারের একদল শাহাজাদা শিয়াদের কাছে বিক্রি হয়েছে এটা এতদিন মানতে সকলে নারাজ ছিল। গতবছর প্রথম চট্টগ্রামে চুপিচ...
15/06/2025

মাইজভান্ডার দরবারের একদল শাহাজাদা শিয়াদের কাছে বিক্রি হয়েছে এটা এতদিন মানতে সকলে নারাজ ছিল। গতবছর প্রথম চট্টগ্রামে চুপিচুপি গদিরে খুম পালন করলেও এবছর শিয়া নেতাদের নিয়ে শাহজাদারা প্রকাশ্যে গদিরে খুম পালন করেছে। এদের মধ্যে প্রধান ছিল আলমগীর ফজল মাইজভান্ডারি।

#ঈদে গদির কী?

ঈদে গদির শিয়াদের একটি গুরুত্বপূর্ণ দিবস, যা ১৮ই জিলহজ্জে পালিত হয়। তারা বিশ্বাস করে, গদির খুমে রাসূলুল্লাহ ﷺ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তাঁর উত্তরসূরি ও ইমাম হিসেবে নিযুক্ত করেছেন। শিয়া মতে, এই ঘোষণা ছিল আলীর ইমামত ও খিলাফতের ঘোষণা।

আশ'আরী রাহ.-এর অবস্থান কী?

আশ'আরী রাহ. নিজে গদির খুমের হাদীসটি (من كنت مولاه فعليّ مولاه) গ্রহণ করেছেন, যেমন অন্যান্য সুন্নি উলামাও করেছেন, তবে তিনি এবং অন্যান্য সুন্নি আলিমরা এটি মুহাব্বাত ও মর্যাদার ঘোষণা হিসেবে ব্যাখ্যা করেছেন — খিলাফতের ঘোষণা হিসেবে নয়।

সুন্নি ব্যাখ্যায়, এখানে “مولى” শব্দের অর্থ হলো "বন্ধু", "সহযোগী", বা "প্রিয় ব্যক্তি", যা হযরত আলীর মর্যাদা ও অবস্থান তুলে ধরার জন্য বলা হয়েছিল, কারণ আগে কিছু সাহাবী তাঁর সাথে বিরোধিতায় জড়িয়ে পড়েছিলেন।

সারসংক্ষেপ:

আশ'আরী রাহ. গদির খুম হাদীসের অস্তিত্ব অস্বীকার করেননি।

তিনি এটি থেকে আলী রা. এর ইমামত বা খিলাফতের সরাসরি নিযুক্তি বোঝেননি।

তাঁর মতামত ছিল সুন্নি ধারার, যে অনুযায়ী খিলাফত ছিল শূরা ভিত্তিক এবং রাসূল ﷺ সরাসরি কাউকে নিযুক্ত করেননি।

এসম্পর্কে বিস্তারিত কমেন্ট দেওয়া হল।

মুঝে দেখনা হে তো জামেয়া কো দেখো।শাহজাহান চৌধুরী কয়েকঘন্টার মধ্যে বেইজ্জত হল, সান্ডা আকাশ গ্রেফতার হল। পুরো দেশ তাদের চরি...
01/06/2025

মুঝে দেখনা হে তো জামেয়া কো দেখো।

শাহজাহান চৌধুরী কয়েকঘন্টার মধ্যে বেইজ্জত হল, সান্ডা আকাশ গ্রেফতার হল। পুরো দেশ তাদের চরিত্র সম্পর্কে জানতে পারল। জামেয়ার সাথে বেয়াদবির পরিণাম ভয়াবহ। আমার হুজুর কেবলার আরেকটি কেরামত স্বচক্ষে দেখলাম।

হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল🥰
27/05/2025

হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল🥰

অস্ত্রের খেলা❤️
15/05/2025

অস্ত্রের খেলা❤️

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when কালামে আলা হজরত আহমদ রেজা খান ফাজেলে ব্রেলভি - র. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category