![কুফী শিয়াদের বিরুদ্ধে ইমাম জয়নাল আবেদীন রা.—আশরাফুল হাসান কাদেরী। [ Hasan Qaderi ]___________________________কুফী শিয়ার...](https://img4.medioq.com/208/998/1333736462089988.jpg)
02/07/2025
কুফী শিয়াদের বিরুদ্ধে ইমাম জয়নাল আবেদীন রা.
—আশরাফুল হাসান কাদেরী। [ Hasan Qaderi ]
___________________________
কুফী শিয়ারা ইমাম হুসাইন রা. এর সাথে বিশ্বাসঘাতকতা ও নির্মমভাবে শহীদ করার পর মাতম ও লৌকিক কান্নাকাটি ও মাতমে লিপ্ত ছিল। আজো আশুরায় বা আশুরা ছাড়া শিয়ারা এই কার্যসাধন করে আসছে কিন্তু ইতিহাসের পাতা সত্য তুলে রেখেছে। ইমাম জয়নুল আবেদীন বড়ই আফসোস করে এই কুফী শিয়াদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।
শিয়াদের কিতাব থেকেই তার প্রমাণ মিলে যেমন - শিয়া সম্প্রদায়ের অন্যতম কিতাব ❝العيون العبري فردی في مقتل سيد الشهداء❞ অর্থাৎ ❝অশ্রুসিক্ত নয়নে শহীদদের সর্দার শাহাদাতের ইতিকথা❞ কিতাবটি ১৩৭৯ হিজরীতে তেহরান হতে প্রকাশিত করা হয়। কিতাবের লেখক শিয়া আলেম সাইয়্যেদ ইব্রাহিম আল-মিয়ানজি হলেও তিনি এই কিতাবটির প্রচ্ছদেই একেবারে প্রথমেই "لكن العيون عبرى والصدور حرى" অর্থাৎ "তবে নয়নে অশ্রুধারা, আর হৃদয়ে তীব্র দহন" ও আক্বিলাতুল হাশেমীয়া, শাক্বিকাতুল শহীদ তথা হাশেমী বংশের বুদ্ধিমতী নারী এবং শহীদের বোনের (মাওলা আলী রা. এর তনয়া) হযরত বিবি জয়নব রা. এর খুৎবার উল্লেখ ইঙ্গিত দেন। এতে বোধগম্য হয় কিতাবটি ইমাম হুসাইন রা. শাহাদাতের শোকাবহ ঘটনার আবেগঘন, ঐতিহাসিক এবং সম্ভবত ধর্মতাত্ত্বিক দিকগুলো নিয়ে আলোচনা করে, যেখানে কষ্ট এবং এর গভীর প্রভাবের উপর জোর দেওয়া হয়েছে।
এই কিতাবে ❝خطبة عقيلة الهاشميين عند ورودها الكوفة❞ ❝হযরত বিবি জয়নব রা. এর কুফায় আগমনকালীন খুৎবা বা ভাষণ❞ শিরোনামে বর্ণনা আছে—
❞لما اتى علي بن الحسين بالنسوة من كربلا وكان مريضاً، وإذا نساء أهل الكوفة ينتد بن مشققات الجيوب والرجال معهن يبكون ، فقال زين العابدين الله بصوت ضئيل وقد نهكته العلة : إن هؤلاء يبكون علينا فمن قتلنا غيرهم.
অর্থাৎ, ❝যখন আলী ইবনে হুসাইন রা. (ইমাম হুসাইন রা. এর শাহজাদা ইমাম জয়নাল আবেদীন রা.) কে অসুস্থ ও দূর্বল অবস্থায় কারবালা থেকে আহলে বাইতের নারীদের সাথে বন্ধী অবস্থায় কুফায় আনা হলো, তখন দেখা গেল কুফার নারীরা রোনাজারির মাধ্যমে বিলাপ করছে, নিজেদের পোশাক ছিঁড়ছে, আর তাদের সাথে থাকা পুরুষরাও মাতম করছে।
এই দৃশ্য দেখে ইমাম জয়নুল আবেদীন রা. দুর্বল কণ্ঠে, যার শরীর অসুস্থতায় জীর্ণ হয়ে গিয়েছিল। তিনি বললেন— ❝এরা আমাদের জন্য কাঁদছে! অথচ আমাদের হ-ত্যা করেছে কে, তারা ছাড়া?❞
আহা! ইমাম হুসাইন রা. এর শাহজাদা যিনি কি না কারবালার নির্মমতার চাক্ষুষ সাক্ষী তিনি পর্যন্ত কূফার শিয়াদের বিশ্বাস ভঙ্গের ও ভণ্ডামির কথা কত আফসোস আর ভারাক্রান্ত মন নিয়ে বলেছিলেন ❝إن هؤلاء يبكون علينا فمن قتلنا غيرهم ؟❞ ❝এরা আমাদের জন্য কাঁদছে! অথচ আমাদের হ-ত্যা করেছে কে, তারা ছাড়া?❞
আল্লাহ হেফাজত করুক।