23/06/2023
আজ কিংবদন্তির জন্মদিন!
কত গল্প, কত স্মৃতি! বন্ধুদের সাথে তর্ক-বিতর্ক, কত মাতামাতি! রাত জাগা, ম্যাজিকেল মুহূর্ত গুলো উপভোগ করা, গোলের পর গলা ফাটিয়ে উল্লাস করা! সব খেলোয়াড়কে টিভির পর্দায় দেখে কি মন ভরে? কয়জন খেলোয়াড়ই বা স্বপ্ন দেখায়, বাস্তবতা উপলব্ধি করায়? আসলে মেসিরা সব পারে, স্বপ্ন দেখায়, কাঁদায়, কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে হয় তা শিখায়, নিজের কাঁধে ভর করে ভক্তদের সব আবদার পূরণ করে যায়! আসলে মেসিরা বিশ্বাসের ফেরিওয়ালা, যাদেরকে দমিয়ে রাখা যায় নাহ!
এমন কোন প্লেয়ার নেই যারা তার ভক্তদের ফুটবলের সব সুখ উপহার দিতে পেরেছে! আমার এখন মনে আছে ১৪ ফাইনালে হার, ১৫, ১৬ তে কোপায় হার, ১৮ তে দলের এত বাজে পারফরমেন্সের পর যখন হতাশ ছিলাম, কিন্তু ঠিক তখন মনের কোণে সামান্য এই একটু আশ্বাস ছিল এই যে মেসিরা পারবে, আর্জেন্টিনারা পারবে, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে! এবং হয়েছেও তাই! এখন যখন মেসির হাতে বিশ্বকাপের ছবিগুলো দেখি, বিশ্বকাপের মুহূর্ত গুলো উপভোগ করি গায়ের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়! আসলে এই অনুভূতিগুলো, ঐ মুহূর্তগুলো সবাই পাবে না, এমন কি সব আর্জেন্টাইন ফ্যানরাও পাবেনা যদি না সে মেসি ফ্যান হয়ে না থাকে! ফুটবল থেকে এখন আর কিছু পাওয়ার নেই!
হাতে সোনালী বিশ্বকাপ ট্রফি, গায়ে থ্রি স্টার জার্সি, বুঁকে ২০২২ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এর লোগো,এমন একটা ফটো এই জেনারেশন কে দিয়ে যাওয়া সর্বকালের সর্বসেরা ফুটবলারের শ্রেষ্ঠত্বের বিশেষ প্রমাণ! আসলে প্রিয় মানুষদের নিয়ে যতই লিখবো তা কম হয়ে যায়! প্রিয় মানুষদের সম্পূর্নরুপে ব্যাখা করা যায় না!
মেসিরা আসলে একটি বিশ্বাস, যে ভরসা যোগায় জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষগুলোকে, যে হেরে গিয়েও উঠে দাঁড়ায় রোজ, একবার জিতার আশায়!
শুভ জন্মদিন ফুটবলের রাজা!💙
Leo Messi ❤️