12/04/2025
স্বপ্নের শুরু, একটি কথায় – ‘মানুষ গড়ার নেশা’
আজ শুরু করছি আমার মনের ভাবনা, জীবনের মিশন আর অভিজ্ঞতার আলোতে তৈরি করা পথচলার একটি নতুন অধ্যায়—Monju’s Mind and Mission (3M)।
এই পেজের মাধ্যমে আমি শেয়ার করব:
আমার লেখা, যা সমাজ, জীবন ও নেতৃত্ব নিয়ে ভাবায়
প্রশিক্ষণমূলক ছোট ভিডিও বা টিপস, যা জীবন ও ক্যারিয়ার গঠনে সহায়ক
মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, যা প্রেরণা জোগাবে সমাজ বদলে দেওয়ার
তরুণদের জন্য গাইডলাইন, যারা নিজেদের নিয়ে কিছু করতে চায়
আমি বিশ্বাস করি, মানুষকে জানানো, জাগানো ও যত্নে গড়া—এটাই আমার জীবনের উদ্দেশ্য।
আসুন, আমরা একসাথে জ্ঞান ছড়িয়ে দিই, আলোকিত হই এবং অন্যদের আলোকিত করি।
আপনাদের পরামর্শ, ভালোবাসা আর সহযোগিতা কাম্য।
ভালো থাকুন, পাশে থাকুন।
— Yeasin Monju
Founder, 3M | Writer | Trainer | Dreamer