Islamicinfo.com

Islamicinfo.com We Always try to Share Qur'an, Hadith, Islamic Information Pls. LIKE This PAGE if U Love Islam.
(1)

26/04/2025

RABBI AANNI MAGLOOBON FANTASIR.

28/03/2025
27/03/2025

**লাইলাতুল কদরের গুরুত্ব : কুরআন-হাদিসের আলোকে**

**১. কুরআনে লাইলাতুল কদরের মর্যাদা :**
- **সূরা কদর (১-৫) :**
> **بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ**
**إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (١) وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ (٢) لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (٣) تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ (٤) سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ (٥)**

**অর্থ :**
_"নিশ্চয় আমি এটি (কুরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আপনি কি জানেন, কদরের রাত কি? কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ ও রূহ (জিবরাঈল) অবতরণ করেন তাদের রবের অনুমতিক্রমে সব বিষয়ে। সে রাত শান্তিময়, ফজরের উদয় পর্যন্ত।"_

**মূল বার্তা :**
- এই রাতের ইবাদত **১০০০ মাস (৮৩ বছর!) ইবাদতের চেয়ে উত্তম**।
- এ রাতে ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করে এবং **রহমত ও শান্তি** পরিবেষ্টিত থাকে।

---

**২. সূরা আদ-দুখান (৪৪:৩-৬) :**
> **إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ (٣) فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ (٤)**

**অর্থ :**
_"নিশ্চয় আমি এটি (কুরআন) অবতীর্ণ করেছি এক মুবারক রাতে; নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়।"_

**মূল বার্তা :**
- এ রাতটি **বরকতময়** এবং এতে আগামী বছরের তাকদির নির্ধারিত হয়।

---

**৩. হাদিসে লাইলাতুল কদরের ফজিলত :**
- **সহিহ বুখারি (২০১৮) ও মুসলিম (৭৬০) :**
> **عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ**

**অর্থ :**
_"যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়।"_

- **সহিহ মুসলিম (৭৬২) :**
> **عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ مَا أَدْعُو ؟ قَالَ : قُولِي اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي**

**অর্থ :**
_আয়েশা (রা.) বলেন, আমি বললাম, "হে আল্লাহর রাসূল! যদি আমি লাইলাতুল কদর পাই, তাহলে কী দোয়া করব?" তিনি বললেন, **"আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি"** (হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন)।"_

---

**৪. লাইলাতুল কদর কোন রাত ?**
- **রমজানের শেষ ১০ রাতের বেজোড় রাতে** (২১, ২৩, ২৫, ২৭, ২৯) এর সন্ধান করতে বলা হয়েছে। (**সহিহ বুখারি : ২০২০**)
- **সহিহ মুসলিমে** নবী (ﷺ) বলেন :
> **"তোমরা রমজানের শেষ ১০ রাতে লাইলাতুল কদর তালাশ করো।"**

---

**৫. বিশেষ আমল :**
১. **নামাজ :** তাহাজ্জুদ, তারাবিহ, তাওবা ও ইস্তিগফার।
২. **কুরআন তিলাওয়াত :** এ রাতে কুরআন নাযিল হয়েছে।
৩. **দোয়া :** বিশেষ করে **আয়েশা (রা.)-এর শিখানো দোয়া** পাঠ করুন।
৪. **সাদকা :** গোপনে দান করলে অতিরিক্ত সওয়াব।

---

**উপসংহার :**
লাইলাতুল কদর হলো **রহমত, মাগফিরাত ও নাজাতের রাত**। আল্লাহ তাআলা আমাদের এই রাতের বরকত লাভের তাওফিক দিন। আমীন!

01/03/2025

স্বাগতম মাহে রামাদ্বান কারীম ; শুভেচ্ছা সবাইকে রহমত মাগফিরাত নাজাত এর মাস, সুখময় ও নিরাপত্তার সাথে কাটুক এই মাস।

اَللّهُّمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ رَبِّيْ وِرَبُّكَ الله
উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল য়ুমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম; রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ : হে আল্লাহ! এ চাঁদকে ঈমান ও নিরাপত্তা, শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। আমার ও তোমার প্রভু আল্লাহ। (তিরমিজি)

اَللّهُّمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ وَالتَّوْفِيْقِ لِما تُحِبُّ وَتَرْضَى رَبِّيْ وِرَبُّكَ اللهُ

উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল য়ুমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিক; লিমা তুহিব্বু ওয়া তারদ্বা, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ : হে আল্লাহ! এ চাঁদকে ঈমান ও নিরাপত্তা, শান্তি ও ইসলাম এবং যে জিনিসটি আপনি পছন্দ করেন ও সন্তুষ্ট হোন— সেটার তাওফিকের সঙ্গে উদিত করুন। আমার ও তোমার প্রভু আল্লাহ। (সুনানে দারিমি )

হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন।

01/03/2025

রামাদা'ন কারীম.....
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা

31/03/2024

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

‏إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ

‏وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ

‏لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ

‏تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ

‏سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ

19/03/2024

9th Ramadan: Sheikh Sudais Maghrib!

Iftar in Masjid Al Haram!
15/03/2024

Iftar in Masjid Al Haram!

ربّنا تقَبّلْ منّا إنّكَ أنتَ السّميعُ العليم
13/03/2024

ربّنا تقَبّلْ منّا إنّكَ أنتَ السّميعُ العليم

Masjid-e Aali (r)
12/03/2024

Masjid-e Aali (r)

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Islamicinfo.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamicinfo.com:

Share