HAMS Knock

HAMS Knock Assalamualaikum, Welcome to HAMS Knock Official page. Follow us for more educational information.

Think on your mind, Knock on your head, Change on your world.

ইন্সটাগ্রামেও আপানারা আমাদের পাবেন!
02/08/2025

ইন্সটাগ্রামেও আপানারা আমাদের পাবেন!

02/08/2025

🔥 আমরা এখন Instagram এবং X (twitter) এ!
আমাদের সাথে থাকুন এবং খুজে ফিরুন অজানাকে!

01/08/2025

"আজকালকার যুবসমাজ এতই ব্যস্ত...

📱 TikTok বানায় ২ ঘণ্টা ধরে
📸 Selfie তোলে ৪৫ ডিগ্রি কোণে
🎧 Motivational গান শোনে ঘুমিয়ে পড়ার আগে

কিন্তু —
📖 ১টা বই পড়তে বললেই বলে, ‘ভাই আমি তো practical মানুষ’ 😐

🔥 ভাই, practical হতে চাইলে আগে theoretical জানো — না হলে প্র্যাকটিকালি ধরা খাবা!

🙋 আপনি কী মনে করেন?
আজকের তরুণরা কি সময়ের সঠিক ব্যবহার করছে?

💬 কমেন্টে বলুন — আপনি কোন দলে?

01/08/2025

বাংলাদেশ কি নিজের বোম্বার জেট তৈরি করতে পারবে?

প্রযুক্তি, প্রতিরক্ষা এবং বাস্তবতা—সব মিলিয়ে এই ভিডিও আপনাকে ভাবাবে।
পুরোটা না দেখলে সত্যিই অনেক কিছু মিস করবেন!

▶️ দেখুন, ভাবুন এবং মতামত জানান — আপনার একটি কমেন্ট আমাদের অনেক উৎসাহ দিতে পারে।
আর আমাদের ফেইসবুক পেইজটি ফলো করতে ভুলবেন না, যাতে আপনাদের জন্য আরও তথ্যমুলক ভিডিও দিতে পারি।

#বাংলাদেশবিমানবাহিনী

27/07/2025

🧠 নিউটনের “গ্রাভিটি” তত্ত্বের শত বছর আগেই — একজন মুসলিম বিজ্ঞানী ধারণা দিয়েছিলেন:
“পৃথিবী বস্তুকে নিজের দিকে টানে, আর বস্তু যত ভারী, টান তত বেশি।”

তিনি হলেন: **আবু আল-ফাত আবদুল-রহমান আল-খাযিনি**
(জন্মঃ ১০৭৭ খ্রিষ্টাব্দ | স্থান: মার্ভ, সেলজুক সাম্রাজ্য)
(মৃত্যুঃ ১১৫৫ খ্রিষ্টাব্দ)

📘 তাঁর বিখ্যাত বই “Balance of Wisdom”-এ রয়েছে:
🔹 হাইড্রোস্ট্যাটিক্স বা তরলের ওজন নির্ণয়
🔹 ভারসাম্য ও টান কেন্দ্রের বিশ্লেষণ
🔹 ইসলামী দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞান চর্চা

তিনি ছিলেন একজন মুক্ত কৃতদাস — যিনি নিজের জ্ঞানে রাজা সানজারের পৃষ্ঠপোষকতা পান।
তার চিন্তা ও গবেষণায় উঠে এসেছে এমন সব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যা শত শত বছর পর ইউরোপে আলোড়ন তোলে।

26/07/2025

🔺 বিশেষ কথাঃ
আমাদের ফেইসবুক পেইজটি তৈরির আগে ইউটিউব চ্যানেল এ "HAMS Knock" এর আগে "HAMS IT" নামটি ছিল। তাই কেউ ভিডিওটিকে অন্য চ্যানেল এর ভাববেন না।
🟩 এমন আরো হারানো আবিষ্কার ফিরে পেতে আমাদের ফেইসবুক পেইজটিতে ফলো এবং আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।

ধন্যবান্তে
Authority
HAMS Knock

26/07/2025

📚 ইবন আল-হাইথাম (Ibn al-Haytham) – বিজ্ঞানের অগ্রপথিক 🔬
(965 CE – 1040 CE)

ইবনে আল-হাইথাম ছিলেন একাধারে একজন মুসলিম বিজ্ঞানী, দার্শনিক, গণিতবিদ, পদার্থবিদ এবং দৃষ্টিবিজ্ঞানের জনক। তিনি জন্মগ্রহণ করেন ৯৬৫ সালে ইরাকের বসরায় এবং ১০৪০ সালে মৃত্যুবরণ করেন।

🧠 তাঁর প্রধান অবদান:
>দৃষ্টিবিজ্ঞান (Optics)-এর আধুনিক ভিত্তি স্থাপন
>প্রথমবারের মতো চোখ দিয়ে কিভাবে মানুষ দেখে তা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা
>Camera Obscura আবিষ্কারের ধারণা
>Scientific Method বা বৈজ্ঞানিক গবেষণার ধাপ নির্ধারণে অগ্রণী ভূমিকা
>গণিত, জ্যোতির্বিদ্যা এবং প্রকৌশলে ব্যাপক গবেষণা

📝 কিছু বিখ্যাত কথা:
“If learning the truth is the scientist’s goal... then he must make himself the enemy of all that he reads.”
– Ibn al-Haytham

“The duty of the man who investigates the writings of scientists… is to suspect himself as he performs his critical examination of it.”

তিনি শুধু মধ্যযুগের বিজ্ঞানকে নয়, বরং আধুনিক বিজ্ঞানের পথকেও আলোকিত করেছেন। ইউরোপে তাঁকে "Alhazen" নামে ডাকা হতো এবং রেনেসাঁ যুগে তাঁর বইগুলো ল্যাটিন অনুবাদে ব্যাপক প্রভাব ফেলেছিল।

📽️ ভিডিও দেখুন:
ইবন আল-হাইথামের জীবন ও আবিষ্কার নিয়ে আমাদের তৈরি করা সংক্ষিপ্ত ভিডিওটি দেখে জেনে নিন আরও তথ্য!

🔬 বিজ্ঞানী ডারউইনের প্রায় ১০০০ বছর আগেই  একজন মুসলিম দার্শনিক **ইমাম আল-জাহিজ** (রহঃ) প্রাণীর বিবর্তন নিয়ে বিস্তারিত আলো...
25/07/2025

🔬 বিজ্ঞানী ডারউইনের প্রায় ১০০০ বছর আগেই
একজন মুসলিম দার্শনিক **ইমাম আল-জাহিজ** (রহঃ) প্রাণীর বিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন।

📖 তাঁর লেখা "কিতাব আল-হায়াওয়ান" (৭ খণ্ডের বিশাল গ্রন্থ)–এ তিনি প্রাণীদের আচরণ, পরিবেশগত অভিযোজন (adaptation), খাদ্য চক্র, এবং "existence struggle" বা অস্তিত্বের সংগ্রাম নিয়ে বিস্ময়কর বিশ্লেষণ করেন।
এই সম্পর্কিত ভিডিও YouTube এ দেখতে এই লিঙ্ক এ প্রবেশ করুন- https://youtube.com/shorts/Yhu1gXArdMw?si=fdEKmpQkkTzqw6gg

🧠 আশ্চর্যের বিষয় হলো—
তিনি এমন সব ধারণা তুলে ধরেছিলেন, যা পরবর্তীতে বিজ্ঞানীরা অনেক বছর পর আবিষ্কার করে বিস্মিত হন!

🌍 তিনি ছিলেন আব্বাসীয় খিলাফতের জ্ঞান-বিজ্ঞান চর্চার উজ্জ্বল এক তারকা —
আর এই সত্যটি **আমাদের মুসলিম জাতির জন্য গর্বের**, অথচ আজ অনেকেই তা জানে না।

😔 দুঃখজনক হলেও সত্য, এই মহান মনীষার নাম আমরা স্কুলে শিখি না,
জানি না আমাদের ইতিহাসে বিজ্ঞান, দর্শন ও যুক্তির এমন চূড়ান্ত অবদান রয়েছে।

📌 সময় এসেছে আমাদের গৌরবময় অতীতকে জানার, তুলে ধরার —
না শুধু গর্বের জন্য, বরং বর্তমানকে আলোকিত করার জন্য।

ইমাম আল-জাহিজ — পূর্ণ নাম Abu Uthman Amr ibn Bahr al-Kinani al-Basri (আবু উসমান আমর ইবনে বাহর আল-কিনানি আল-বাসরি)তিনি জন্মগ্রহণ করেন ৭৭৬ খ্রিষ...

25/07/2025

আসসালামুয়ালাইকুম,
সবাইকে স্বাগতম "HAMS Knock" এর অফিসিয়াল ফেইসবুক পেইজে।

শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাদের এই ফেইসবুক পেইজ তৈরির তৌফিক দান করেছেন — আলহামদুলিল্লাহ।
আর শত কোটি দরুদ ও সালাম মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর প্রতি, যাঁর আলোয় আমরা সত্য আর ন্যায়ের পথ খুঁজে পাই।

🌐 এই পেইজের মাধ্যমে আমরা তুলে ধরবো:
🔹 বাস্তব জীবনের কিছু ভাবনার টোকা
🔹 সম্পর্কিত হাস্যরসের মাধ্যমে চিন্তা জাগানো কিছু মুহূর্ত
🔹 মাঝে মধ্যে চলে যাব গম্ভীর সাগরে
🔹 আর মজার তুলনার ভেতর লুকানো সত্য কথার আলো
🔹 খুজে বের করব সেই হারানো মানিকদের যাদের জন্য আমাদের জীবন যাত্রা আজ এত সহজ

🎯 আমরা বিশ্বাস করি:
**হাসি আর ভাবনা—দুটোই জীবনের অংশ।**
আর HAMS Knock সেই দরজায় কড়া নাড়ে, যেখানে আপনি মনের খোরাকও পাবেন, আর মুখে হাসিও ফুটবে ইনশাআল্লাহ। সবার দোয়া ও ভালোবাসাই আমাদের কাম্য।

🖥️ আমাদের YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ভ্রমণে সঙ্গী হোন —
👉 HAMS Knock (https://youtube.com/)

📢 আপনাদের ভালোবাসা আর গঠনমূলক পরামর্শই আমাদের শক্তি।
Follow দিয়ে পাশে থাকুন, দেখা হবে ভিডিওর ভেতরে ইনশাআল্লাহ।

Address

East Muradpur, Sitakunda
Chittagong
4310

Alerts

Be the first to know and let us send you an email when HAMS Knock posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share