Sandwip Karamotia Fazil Madrasha

Sandwip Karamotia Fazil Madrasha This is a Fan page. It's a Famous Madrasha of Sandwip at Chittagong. Establishment - 1949
EIIN - 104971 It's Educational page for all students

 #সন্দ্বীপ_কারামতিয়া_ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক সম্মানিত শিক্ষক, সকলের প্রিয়, শ্রদ্ধেয় *ক্বারী মাওলানা ফখরুল ইসলাম* ...
09/12/2025

#সন্দ্বীপ_কারামতিয়া_ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক সম্মানিত শিক্ষক, সকলের প্রিয়, শ্রদ্ধেয় *ক্বারী মাওলানা ফখরুল ইসলাম* সাহেব আজ ভোর ৪টায় ইহকাল ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
শ্রদ্ধেয় হুজুরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি ছিলেন একজন প্রকৃত আলেমেদ্বীন, দ্বীনের খাদেম ও সমাজের আলোকবর্তিকা। তার শিক্ষা, আদর্শ ও মানবিকতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই সমবেদনা ও সহমর্মিতা।
*আজ বাদ আছর নামাযে জানাযা-আলিমিয়া বাজার প্রাইমেরি বিদ্যালয়ে জানাযার নামায অনুষ্ঠিত হবে।
সবাই কে জানাযায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ রইল।

আমাদের প্রিয় শিক্ষক কারী ফখরুল ইসলাম (প্রকাশ- ক্বারি সাব) হুজুর রাত ৪টার দিকে মারা গেছেন।إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْ...
09/12/2025

আমাদের প্রিয় শিক্ষক কারী ফখরুল ইসলাম (প্রকাশ- ক্বারি সাব) হুজুর রাত ৪টার দিকে মারা গেছেন।
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎

28/11/2025
21/10/2025

বোর্ড চ্যালেঞ্জ (Re-scrutiny / খাতা পুনঃনিরীক্ষণ) করলে খাতা আবার নতুন করে দেখা হয় না, বরং যা হয় তা হলোঃ

📘 যা করা হয় (খাতা পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া):

1. পরীক্ষার খাতা পুনরায় যোগফল যাচাই (Re-checking of Marks) করা হয়।

2. প্রতিটি প্রশ্নে দেওয়া নম্বরগুলো সঠিকভাবে মোটে যোগ হয়েছে কিনা তা দেখা হয়।

3. খাতার কোনো প্রশ্নে নম্বর লেখা হয়েছে কিন্তু মার্কসশিটে তোলা হয়নি কিনা তা দেখা হয়।

4. কোথাও মার্কস ভুলভাবে প্রবেশ বা বাদ পড়েছে কিনা সেটি যাচাই করা হয়।

📕 যা করা হয় না:

খাতার উত্তরগুলো আবার নতুন করে পরীক্ষা বা মূল্যায়ন করা হয় না।

পরীক্ষক পুনরায় মার্কস বাড়ানো বা কমানো করতে পারেন না।

অর্থাৎ, বোর্ড চ্যালেঞ্জ মানে খাতা পুনরায় দেখা নয়, বরং খাতার হিসাব বা যোগফল যাচাই করা হয়।

👉 তবে অনেক সময় এই প্রক্রিয়ায় ভুল ধরা পড়লে নম্বর বাড়তেও পারে বা কমতেও পারে।

#কপি

সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরিক্ষার রেজাল্ট। আমাদের পাশের ৭০.৩৭% পরিক্ষার্থী - ২৭ জনপাশ - ১৯ জন #আলিম  #কার...
16/10/2025

সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরিক্ষার রেজাল্ট।

আমাদের পাশের ৭০.৩৭%
পরিক্ষার্থী - ২৭ জন
পাশ - ১৯ জন

#আলিম #কারামতিয়া_মাদ্রাসা

16/10/2025

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়

বিস্তারিত কমেন্টে…

16/10/2025

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় ৭৬ হাজার কমেছে।

ফলাফল দেখবেন যেভাবেপ্রথমত- নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ...
16/10/2025

ফলাফল দেখবেন যেভাবে
প্রথমত- নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে। সেখানে সব শিক্ষার্থীর ফলাফল থাকবে।

দ্বিতীয়ত- সব শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট 🔹 www.educationboardresults.gov.bd
🔹 www.eboardresults.com-তে প্রবেশ করে কোনো পরীক্ষার্থীর প্রবেশপত্রে থাকা রোল নম্বর ও নিবন্ধনপত্রে থাকা রেজিস্ট্রেশন নম্বর নির্ধারিত স্থানে দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এতে ওই শিক্ষার্থীর সবগুলোর বিষয়ের ফলাফল থাকবে।

ি #আলিম

এইচএসসি ফল প্রকাশ।পাশের হাড় - ৫৮.৮৩%জিপিএ-৫ - ৬৯ হাজার ৯৭ জন। ি
16/10/2025

এইচএসসি ফল প্রকাশ।
পাশের হাড় - ৫৮.৮৩%
জিপিএ-৫ - ৬৯ হাজার ৯৭ জন।

ি

Address

Sandwip
Chittagong
4301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sandwip Karamotia Fazil Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category