Sandwip Karamotia Fazil Madrasha

Sandwip Karamotia Fazil Madrasha This is a Fan page. It's a Famous Madrasha of Sandwip at Chittagong. It's Educational page for all students

03/09/2025
03/09/2025
মাদরাসা শিক্ষায় বড় পরিবর্তন, চালু হলো ব্যবসায় শিক্ষা বিভাগইত্তেফাক ডিজিটাল ডেস্কপ্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২৩:০৬https://www...
13/08/2025

মাদরাসা শিক্ষায় বড় পরিবর্তন, চালু হলো ব্যবসায় শিক্ষা বিভাগ
ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২৩:০৬
https://www.ittefaq.com.bd/746812

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোতে দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত ১১ আগস্ট এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে মাদরাসা শিক্ষা বোর্ডকে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রে চাহিত নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাদরাসা শিক্ষা যুগোপযোগীকরণ, সম্প্রসারণ, আধুনিকীকরণ ও প্রয়োজনীয়তা বিবেচনায় দাখিল ও আলিম স্তরে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী জানুয়ারি-২০২৬ শিক্ষাবর্ষ থেকেই এ সিদ্ধান্ত বাস্তবায়নকল্পে নিম্নোক্ত নির্দেশনাগুলো প্রতিপালন করা আবশ্যক।

(ক) পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন; (খ) সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুতকরণ; (গ) আগামী শিক্ষাবর্ষ হতেই ব্যবসায় শিক্ষা চালুর জন্য প্রাথমিকভাবে মাদরাসাসমূহ নির্বাচন; (ঘ) সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান; (ও) প্রয়োজনীয়তা বিবেচনায় এনটিআরসির মাধ্যমে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের কার্যক্রম গ্রহণ; (চ) শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ।
এতে আরো বলা হয়, এমতাবস্থায়, বর্ণিত নির্দেশাবলী বাস্তবায়নপূর্বক দাখিল ও আলিম স্তরের মাদরাসাসমূহে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইত্তেফাক/এমএএম

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোতে দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করার সিদ্ধ...

আলহামদুলিল্লাহ। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। পাশের হার - ৯০.৪৮%
10/07/2025

আলহামদুলিল্লাহ।
সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
পাশের হার - ৯০.৪৮%

09/07/2025

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবার ফলাফল দেখার নিয়মে কোনো পরিবর্তন আসছে না। আগের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা অনলাইনে ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

সে অনুযায়ী, এসএসসি ও সমমনা পরীক্ষার ফলাফল দেখা যাবে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-তে গিয়ে, সেখানে পরীক্ষার নাম (এসএসসি), বোর্ডের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার সাল (২০২৫) দিয়ে সাবমিট করলে ফলাফল দেখা যাবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে সাধারণ শিক্ষা বোর্ডের ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং এরপর পরীক্ষার সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

আর মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানাতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম হলো : Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর এবং সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil MAD 123456 2025। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্টার করা নম্বরে ফল পৌঁছে যাবে।

কারিগরি বোর্ডের ফল জানতে হলে টাইপ করতে হবে: SSC TEC রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

শিক্ষার্থীরা চাইলে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজ নিজ ফলাফলসহ রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখতে হলে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

09/07/2025

ঐতিহ্য অনুসারে, এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন দুই পবিত্র মসজিদের খাদেম (Custodian of the Two Holy Mosques) ও তার মনোনীত প্রতিনিধিরা। এটি কেবল একটি পরিচ্ছন্নতা কর্মসূচি নয়, বরং কাবা শরিফের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক

জুলাই-আগস্ট হচ্ছে গাছ রোপণে শ্রেষ্ঠ সময়। পরিবেশ সংরক্ষণে সন্দ্বীপ কারামতিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা'র উদ্যোগে বৃক্ষ রোপন ক...
01/07/2025

জুলাই-আগস্ট হচ্ছে গাছ রোপণে শ্রেষ্ঠ সময়। পরিবেশ সংরক্ষণে সন্দ্বীপ কারামতিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা'র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি।

#বক্ষ_রোপণ #গাছ #বৃক্ষ

ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিওন। সন্দ্বীপ কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সম্মানিত  শিক্ষক মাষ্টার  #নুরুল_ইসলাম_...
14/02/2025

ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিওন।

সন্দ্বীপ কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাষ্টার #নুরুল_ইসলাম_মানিক সাহেব চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করছেন।

স্যারের বাড়ী: মগধরা ০৮ নং ওয়ার্ড শরীফ সর্দার বাড়ী।
আল্লাহ স্যারকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, আমিন।

11/02/2025

আগামী ১২ ই ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজঃ বুধবার সন্দ্বীপের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সন্দ্বীপ কারামতিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ৭২ তম বার্ষিক ওয়াজ মাহফিল।

আমন্ত্রিত ওলামায়ে কেরাম
🎙️ড.বি. এম মফিজুর রহমান আল আজহারি
➤ অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
🎙ড. মুফতি কামরুল হাসান শাহীন।
➤ খতিব,আল বাছীর জামে মসজিদ, আশকোনা, এয়ারপোর্টে, ঢাকা।
🎙 মাওলানা আনোয়ারুল কবির।
➤ সহকারী অধ্যাপক, রাউজক উওরা কলেজ, ঢাকা।

উক্ত মাহফিলে আরো দেশ বরণ্য আলেমগণ তাফসীর পেশ করবেন।।

উক্ত দ্বীনি মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে সাফল্য মণ্ডিত করতে সহযোগিতা কামনা করি।।

আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ হুজুর বার্ধক্যজনিত কারণে অসুস্থ। কালকে হুজুরকে দেখতে গেছিলাম। হুজুরে...
01/02/2025

আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ হুজুর বার্ধক্যজনিত কারণে অসুস্থ। কালকে হুজুরকে দেখতে গেছিলাম। হুজুরের কথা তেমন বেশি বুঝাও যায়না। সবার কাছে ক্ষমা চেয়েছেন
হুজুরের জন্য দোয়ার আর্জি রইলো। আল্লাহ যেন ওনাকে দ্রুত শাফা দান করেন, আমিন।

Copy from

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, শিবেরহাট শাখা কর্তৃক সন্দ্বীপ কারামতিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় "বৃক্ষ রোপনের জন্য বৃক্...
11/09/2024

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, শিবেরহাট শাখা কর্তৃক সন্দ্বীপ কারামতিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় "বৃক্ষ রোপনের জন্য বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৪ পালন করেন।

উক্ত বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ কারামতিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইকবাল মোল্লা স্যার। উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার, সহকারী ম্যানেজার,শিক্ষকবৃন্দসহ আরো অনেকেই।

Address

Sandwip
Chittagong
4301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sandwip Karamotia Fazil Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category