09/12/2025
#সন্দ্বীপ_কারামতিয়া_ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক সম্মানিত শিক্ষক, সকলের প্রিয়, শ্রদ্ধেয় *ক্বারী মাওলানা ফখরুল ইসলাম* সাহেব আজ ভোর ৪টায় ইহকাল ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
শ্রদ্ধেয় হুজুরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি ছিলেন একজন প্রকৃত আলেমেদ্বীন, দ্বীনের খাদেম ও সমাজের আলোকবর্তিকা। তার শিক্ষা, আদর্শ ও মানবিকতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই সমবেদনা ও সহমর্মিতা।
*আজ বাদ আছর নামাযে জানাযা-আলিমিয়া বাজার প্রাইমেরি বিদ্যালয়ে জানাযার নামায অনুষ্ঠিত হবে।
সবাই কে জানাযায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ রইল।