25/07/2023
আজাদী বাজার মাদ্রাসার মুহতামিমকে
সাময়িক অব্যাহতি : তদন্ত কমিটি গঠন
===========================
ফটিকছড়ি কণ্ঠ রিপোর্ট
===========================
ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজাদী বাজার মাদ্রাসায় সাম্প্রতিক সময়ে সৃষ্ট সমস্যা নিরসনে মজলিসে শূরার জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) মাদ্রাসা মুহতামিমের কার্যালয়ে দুপুর ২টা থেকে শুরু হওয়া রুদ্ধদ্বার এ বৈঠক সন্ধ্যা ৬টায় শেষ হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মজলিসে শূরার সদস্য হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মুফতি খলিলুর রহমান কাসেমী, নায়েবে মুহতামিম আল্লামা হাফেজ শোয়াইব জমিরী, শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, মুফতি জসিম উদ্দীন, মাওলানা ছলিমুল্লাহ, হাফেজ মাওলানা নুরুল হুদা, হাফেজ মাওলানা নাছির উদ্দীন, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা মাহমুদ শাহ উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে হাটহাজারী মাদ্রাসার নবনিযুক্ত মুহতামিম মুফতি খলিলুর রহমান ও নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা শোয়াইব জমিরিকে মজলিসে শূরার সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
বৈঠক শেষে সভাপতি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর পক্ষে মজলিসে শূরার সিদ্ধান্ত সমূহ ঘোষণা করেন, হাটহাজারী মাদ্রাসার মাওলানা রফিক উদ্দীন।
তিনি জানান, মাওলানা হাবিবুল্লাহ আজাদীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে একটি অডিট কমিটি গঠন করা হয়েছে। হাটহাজারী মাদ্রাসার মুফতি জসিম উদ্দীনের নেতৃত্বে অডিট কমিটির অন্য সদস্যরা হলেন, মাওলানা রফিক উদ্দিন, মাওলানা এনাম ও মাওলানা আলমগীর।
উক্ত কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে মজলিসে শূরার নিকট তদন্ত রিপোর্ট উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া নিরপেক্ষ তদন্তের স্বার্থে মজলিসে শূরার পরবর্তী বৈঠক পর্যন্ত মাদ্রাসার মুহতামিম পদসহ সকল দায়িত্ব থেকে মাওলানা হাবিবুল্লাহ আজাদীকে সাময়িক অব্যাহতি দিয়ে
সর্বসম্মতিক্রমে মাদ্রাসার সদরে মুহতামিম নির্বাচিত হন আল্লামা শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ বাবুনগরী। এ সময় মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মুফতি খলিলুর রহমান কাসেমী আর নির্বাহী মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাফর আহমদ। তিনি সদরে মুহতামিম আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মুহতামিম মুফতি খলিলুর রহমানের পরামর্শক্রমে মাদ্রাসা পরিচালনা করবেন।
অন্যদিকে, বহুল আলোচিত মাদ্রাসার মালিকানাধীন জামেয়া মার্কেটের দোকানদারদের সাথে সৃষ্ট সমস্যা নিরসনে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, ধর্মপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল মতিন, জাফতনগর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা নাসির উদ্দিন ও মাওলানা হাবিবুল্লা আজাদী। উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
বৈঠকে এমনি সিদ্ধান্তও হয় যে, মাওলানা হাবিবুল্লাহ আজাদীর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাঁকে মুহতামিম পদে পুনরায় নিয়োগ দেয়া হবে।
মজলিসে শূরার এ বৈঠককে কেন্দ্র করে সকাল থেকে মাদ্রাসার ভেতরে এবং বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন ফটিকছড়ির ইউএনও মোঃ সাব্বির রহমান সানি ও ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার।