SM Erfan Blogs

SM Erfan Blogs Student
Blood Group- O-
আমি খুব সাধারণ একজন মানুষ আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। 🥀🌺

গল্প টা পড়ার অনুরোধ রইল।
26/07/2025

গল্প টা পড়ার অনুরোধ রইল।

26/07/2025

আসসালামু আলাইকুম..?

20/07/2025

বাবা মেয়ের গল্প। 💞

20/07/2025
14/07/2025
চিঠির ভালোবাসা। 💞
11/07/2025

চিঠির ভালোবাসা। 💞

একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা......! বাবা ছেলেকে বললেন: “আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো জানিস ...
08/07/2025

একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা......!

বাবা ছেলেকে বললেন:

“আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো জানিস কেন?
যাতে সবাই বুঝে নেয়, একজন রাজরানিকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়।
পালকি থেকে নামার পরেও সে যেন সারাজীবন এই সম্মানেই থাকে
এটা তোর দায়িত্ব।”

“তুই জানিস, নতুন বউ পালকিতে উঠে কী করে?
সে কাঁদে।

কার জন্য কাঁদে?
শুধু ফেলে আসা মা-বাবার জন্য না,
সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে।

তোর কাজ হলো
এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয়, সেটা নিশ্চিত করা।”

“এরপর সে কাঁদবে মাত্র দুইবার:
১/ মা হওয়ার আনন্দে,
২/তুই মারা গেলে, তোর শোকে।

মাঝখানে যত দুঃখ আসবে,
তুই হবে তার চোখের অশ্রুমুছনো হাত।”

“জানিস, বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে?
স্বামীর খারাপ ব্যবহারে।

আমি খুব রাগী,
তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি।
বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া।
এ দায়িত্ব ভুলে গেলে, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে।”

“আরেকটা কথা মনে রাখিস
তোর বউয়ের মা-বাবাকে কখনো ‘শ্বশুর-শাশুড়ি’ বলিস না,
মা-বাবা বলিস।
তুই যেমন বলবি, তোর বউ তেমনই শিখবে।
ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে।”

“সৃষ্টিকর্তা সবকিছু দেখেন।
তোর পাল্লায় তুই যা দিবি,
তিনি তাঁর পাল্লায় ঠিক তাই দিবেন।”

বিয়ে মানে শুধু দু’জন মানুষের বন্ধন নয়,
এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি।

👉 যদি বাবার এই উপদেশ ভালো লেগে থাকে,
শেয়ার করে ছড়িয়ে দিন হয়তো কোনো এক ছেলের চোখ খুলে যাবে আজ।(সংগ্ৰসকৃত)।

06/07/2025

১৪ বছরের ছেলেকে খেয়ে পেলে।

06/07/2025

Good morning.

Address

All Time
Chittagong

Telephone

+8801893039891

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Erfan Blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share