বাবু লাল ঘোষ পূজা উদযাপন পরিষদ

বাবু লাল ঘোষ পূজা উদযাপন পরিষদ 🌺 বিভাজনের প্রতিযোগিতা নয় -- প্রতিযোগিতা হোক সংহতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার। পূজা হোক ঐক্য ও সম্প্রীতির সেতুবন্ধন। 🌺

আর কাদিসনা রে মা।। আবার ফিরতে হবেজয় মা ।। Naba Rabin Sangha - Buchiya Da Kali Puja 2025
24/10/2025

আর কাদিসনা রে মা।। আবার ফিরতে হবে

জয় মা ।।

Naba Rabin Sangha - Buchiya Da Kali Puja 2025

বহুলোকের একটি প্রশ্ন থাকে,সপ্তশতীতে মহিষের মুণ্ডছেদনের উল্লেখ থাকলেও, প্রচলিত দশভূজা বিগ্রহে মহিষ দিব্যি সমস্তক বিদ্যমান...
23/10/2025

বহুলোকের একটি প্রশ্ন থাকে,সপ্তশতীতে মহিষের মুণ্ডছেদনের উল্লেখ থাকলেও, প্রচলিত দশভূজা বিগ্রহে মহিষ দিব্যি সমস্তক বিদ্যমান।

প্রথমত সপ্তশতী স্বারোচিষ মন্বন্তর।বর্তমান বৈবস্বত মন্বন্তর।

আদি ও দ্বিতীয় কল্প অনুযায়ী দেবী মহিষকে বধ করেছিলেন,উগ্রচণ্ডা ও ভদ্রকালী অবতারে।বর্তমান কল্পে কাত্যায়নী /দুর্গা অবতারের পূর্বে মহিষ দেবীর কাছে যজ্ঞভাগ প্রার্থনা করেন।

এই সময় মহিষ দেবীকে তিনটি নামে প্রণাম করেন।
উগ্রচণ্ডে ভদ্রকালী দুর্গে দেবী নমোহস্তুতে।
প্রভূতা মূর্ত্তয়ো দেবী ভবত্যাঃ সকলাত্মিকাঃ।।- মহিষাসুর কৃত দেবী স্তুতি(কালিকাপুরাণ)

দেবীর বরে এই তিনটি রূপভেদেই মহিষ পাদলগ্ন হয়ে যজ্ঞভাগের অধিকারী হয়।

পূর্বোক্ত মূর্তিদ্বয়ে "হৃদিশূলেন নির্ভিন্নং মাহিষং বিশিরস্ককম্",মহিষ শূলবিদ্ধ,ও ছিন্নমস্তক।
কিন্ত বর্তমান কল্পে
শিরোচ্ছেদোদ্ভবং তদ্ভৎ দানবং খড়্গপাণিনম্।
হৃদি শুলেন নির্ভিন্নম্..ছিন্নগ্রীব মহিষ হতে উৎপন্ন দানব দেবীর শূলে বিদ্ধ।

দেবী বর দিলেন
দুর্গারূপেণাধুনা ত্বাং হনিষ্যামি সহানুগম্।
কিন্তু পূর্বং ন গৃহীতং ত্বং ময়া পাদয়োস্তলে।।
অধুনা প্রার্থিতবরো গৃহীতঃ পূর্বকাময়োঃ।
গৃহীতব্যশ্চ পশ্চাৎ ত্বং যজ্ঞভাগোপভুক্তয়ে।।
দুর্গা রূপে তোমায় হনন করলেও তুমি আমার পাদলগ্ন হবে,পূর্ব কল্পোক্ত রূপেও তোমায় পাদলগ্ন করলাম।

এখন এরকম বিচিত্র উপস্থাপনা কেন?
বস্তুতঃ নাভিচক্রে দেবী উগ্রচণ্ডা,দেহবোধ বিনাশের পথে,কিন্তু বিনাশ না হওয়ায় পুনঃ হৃচ্চক্রে দেবী ভদ্রকালী।তখন ও পঞ্চভৌতিক প্রভাব বিদ্যমান।
বিনাশ কখন হবে?যখন আজ্ঞাচক্রে দুর্গা প্রবোধিতা হবেন।তখন দিব্যাবস্থা উপস্থিত।মহিষ দিব্যদেহে যজ্ঞভাগ গ্রহণ করবেন।

দেবী মহিষমর্দ্দিনী কৃপা করুন।
তথ্যসূত্র : শুভব্রত রায়

বাবু লাল ঘোষ পূজা উদযাপন পরিষদের সদস্য - পলাশ দাশ এর অকাল মৃত্যুতে  আমরা গভীর ভাবে শোকাহত।  আমরা তার আত্মার চির শান্তি ক...
14/10/2025

বাবু লাল ঘোষ পূজা উদযাপন পরিষদের সদস্য - পলাশ দাশ এর অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।
আমরা তার আত্মার চির শান্তি কামনা করি।
"ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু" 🙏
😭😥

অন্ধকারে আমি যারে খুঁজি সে আমার মা কালী 🌺
12/10/2025

অন্ধকারে আমি যারে খুঁজি সে আমার মা কালী 🌺

কেউ বলতে পারবেন
10/10/2025

কেউ বলতে পারবেন

06/10/2025

যেই উমা , সেই শ্যামা !! ❤️😌

যদি দেখতে পান, লিখে যাবেন।
05/10/2025

যদি দেখতে পান, লিখে যাবেন।

আজ থেকে আবার মায়ের আসার প্রতীক্ষা
03/10/2025

আজ থেকে আবার মায়ের আসার প্রতীক্ষা

20/09/2025

ক'দিন পরেই তো মায়ের পুজো।
নিজ ঘরের মায়ের পুজো করছেন তো?

|| বোধন ||বোধন মানে জাগরণ, উদ্বোধন | আর এই জাগরণ ঘটায় যেসব উমারা তারা সব স্বয়ংসিদ্ধা, বল প্রদায়িনী মা দুর্গা| তারা একাধা...
19/09/2025

|| বোধন ||
বোধন মানে জাগরণ, উদ্বোধন | আর এই জাগরণ ঘটায় যেসব উমারা তারা সব স্বয়ংসিদ্ধা, বল প্রদায়িনী মা দুর্গা| তারা একাধারে পাপের বিনাশ আবার অন্য ধারে দুঃখ, দারিদ্র ঘোঁচায়| হয়ে ওঠে অনন্যা দশভুজা| কিন্তু এই উমাদের তাচ্ছিল্য করার স্পর্ধা বা তাদের থামানোর কারও সাধ্য নেই| পুজো ওদেরও,পুজো আপনার, আমার, সবার| পুজোতে মেতে উঠুক সকল শিশু, সকল পথিক, সকল মানুষ| আসুন আমরা একসাথে গড়ে তুলি নতুন এক পৃথিবী | যেখানে নেই হিংসা, জাতিভেদ, বর্ণ, লিঙ্গ বৈষম্য আছে শুধু আলো আলো শুধুই আলো এবং এক আকাশ মুগ্ধতা | যা পৃথিবীর সমস্ত অন্ধকার নিমেষে মুছে ফেলে|
সমগ্র পরিকল্পনায় : Saptarshi Sarkar , Soumi Majhi
পরিচালনা ও চিত্রগ্রহণ : Saptarshi Sarkar
চরিত্রে : Sulagna Adhikary
শিশু চরিত্রে : Soumya , Pihu , Nupur , Pranit
বিশেষ ধন্যবাদ : Sanju , Pravat da , Mitu , Rubi , Sumana , Puja Sayantan Biswas

পুজো এসেই গেলো 🥰
19/09/2025

পুজো এসেই গেলো 🥰

আগমনী ❤️দেশপ্রিয় পার্কের মাতৃপ্রতিমা ২০২৫ 🥰
17/09/2025

আগমনী ❤️
দেশপ্রিয় পার্কের মাতৃপ্রতিমা ২০২৫ 🥰

Address

Chitttagong
Chittagong
4000,4200

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাবু লাল ঘোষ পূজা উদযাপন পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share