Sohidul Islam Mahadi

Sohidul Islam Mahadi অভিজ্ঞতার ঝুলি বেশ পাকাপোক্ত তাই আমার মাথায় কাঠাল ভেঙে খাওয়ার কোনো সু্যোগ নেই
অতএব...... ☺️😊

বাস্তবতা 😄
17/07/2025

বাস্তবতা 😄

ধর্ম যখন আওয়ামী লীগ  তখন হিন্দুও শহীদ হয় 🥴🥴
17/07/2025

ধর্ম যখন আওয়ামী লীগ
তখন হিন্দুও শহীদ হয় 🥴🥴

09/07/2025

ফেনী ফুল গাজির মানুষ ডেলিভারি রোগী নিয়েও বিপদে আছে পানি ধীরে ধীরে শুধু বাডতেছে

যা হবার হইছে💔 কিভাবে পাতিলের আগের রূপ দ্রুত ফিরিয়ে আনব সেই পরামর্শ দিন, মাইর থেকে বাঁচান 🥹, পাতিল লুকিয়ে রাখছি😟
08/07/2025

যা হবার হইছে💔 কিভাবে পাতিলের আগের রূপ দ্রুত ফিরিয়ে আনব সেই পরামর্শ দিন, মাইর থেকে বাঁচান 🥹, পাতিল লুকিয়ে রাখছি😟

ছোট ভাইয়ের লা*শ আনতে গিয়ে বড় ভাই ও ফুফাতো ভাইসহ আরো দুই ম'র্মা'ন্তিক মৃ*ত্যু ! ৩ জনেই না ফেরার দেশে! ইন্না-লিল্লাহ হি ওয়...
05/07/2025

ছোট ভাইয়ের লা*শ আনতে গিয়ে বড় ভাই ও ফুফাতো ভাইসহ আরো দুই ম'র্মা'ন্তিক মৃ*ত্যু !
৩ জনেই না ফেরার দেশে! ইন্না-লিল্লাহ হি ওয়াইন্না ইলাহি রাজিউন,

🛑মৃ*ত্যুর দীর্ঘ এক বছর পর সৌদি আরব থেকে চট্টগ্রামের ফটিকছড়িতে ফিরছে রুবেলের লা*শ। >>ভাগ্য বদলাতে সৌদি আরবে গিয়েছিল চট্টগ্রামের ফটিকছড়ি ভুজপুর এলাকার ছেলে রুবেল। দীর্ঘ এক বছর পরে আইনি জটিলতা শেষ করে তার লা*শ দেশে আসায় আজ বড় ভাই ওসমান গনি ও ফুফাতো ভাই ঢাকা এয়ারপোর্ট থেকে ফেরার পথে কুমিল্লায় সড়ক দূ'র্ঘট'নায় মৃ'ত্যু বরণ করেন। তিন জনের মৃ'ত্যুতে ফটিকছড়িতে শোকের ছায়া।

05/07/2025

এই নাচ দেখে বিয়ে ভেঙ্গে দিলেন বরের বাবা।🙂

Respect ❤️
05/07/2025

Respect ❤️

গায়রতহীন ছেলের গায়রতবান বাবা! 🔥ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা। ধামরাইয়ে ব...
04/07/2025

গায়রতহীন ছেলের গায়রতবান বাবা! 🔥
ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা।

ধামরাইয়ে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের
ডান্স করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায়। এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙ্গে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দিয়েছেন কনের বাবা।

এ সংক্রান্ত একটি কল রেকর্ড আমাদের কাছে এসেছে। মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন, "আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না। দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দেব, তবু বিয়ে হবে না।"

এসময় দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

এ বিষয়ে জানতে পাত্রের মুঠোফোনে কল করলে তিনি জানান, "কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল। কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙ্গে দিয়েছেন। বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি কিছুতেই এই বিয়ে হতে দেবেন না।"

বিয়ে ভেঙ্গে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, কনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হবু বউ দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে নেচেছিল। ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে। এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিওটি দেখিয়ে তার হবু পুত্র বধূ বলে তিরস্কার করেছে। যে কারণে ছেলের বাবা হাজী সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ বিষয়ে কনের বাবা কথা বলতে রাজি হয়নি। তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করার কারণে সংশ্লিষ্ট সকলের পরিচয় গোপন রাখা হয়েছে।

যখন তুমি একজন নার্স এবং তোমার বিয়েতে ফুফা খালুরা কাইজ্জা করে অসুস্থ হয়ে পরে 🙂 #ভাইরাল
04/07/2025

যখন তুমি একজন নার্স এবং তোমার বিয়েতে ফুফা খালুরা কাইজ্জা করে অসুস্থ হয়ে পরে 🙂

#ভাইরাল

03/07/2025

লিবিয়া দিয়ে ইতালি যাওয়া এত সহজ না রে ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। শেষ পর্যন্ত নিজ দেশের ভাইয়েরা মাফিয়ার রুপ দেখা দে। ゚viralfbreelsfypシ゚viral

30/06/2025

টেকনোলজিয়া 😂😆

27/06/2025

আজকের দিন আমি স্পেশাল করে রাখতে চাই, প্রিয় রা যে যেই আবদার করবেন সেইটাই রাখবো ✅ সময় আজকে রাত ১০:০০ পর্যন্ত

Address

Chittagong

Telephone

+8801608289291

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohidul Islam Mahadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category