18/08/2025
📌 নেত্রকোনায় আজকের ঘটনা থেকে শিক্ষা
নেত্রকোনার একটি প্রাইভেট হাসপাতালে আজ সকাল ৯টা ২৫ মিনিটে একটি অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। শিশুটি জন্মগত বিকলাঙ্গতায় আক্রান্ত হয়ে পৃথিবীতে এসেছে।
🔖 এ থেকে আমাদের জন্য শিক্ষা কী?
➡️ ১. আল্লাহর কুদরতের নিদর্শন
وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ
"আর তিনি এমন অনেক কিছু সৃষ্টি করেন, যা তোমরা জানো না।" (সূরা নحل: ৮)
➡️ ২. সুস্থ দেহ-মন পাওয়া অনেক বড় নিয়ামত
➡️ ৩. আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া জরুরি
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যার দিন শুরু হয় নিরাপদ অবস্থায়, সুস্থ শরীরে এবং তার দিনের খাবার আছে—তাহলে তার কাছে যেন পুরো দুনিয়া এনে দেয়া হয়েছে।" (তিরমিযি)
➡️ ৪. গুনাহ থেকে বাঁচা ও আল্লাহর দিকে রুজু করা উচিত
---
🔰 দোয়া:
আল্লাহ তায়ালা আমাদের সন্তানদেরকে সুস্থ, সুন্দর ও নেককার বানিয়ে দিন। আল্লাহ যেন আমাদের অন্তরকে নরম করে দেন এবং সবসময় তাঁর কৃতজ্ঞ বান্দা হতে তাওফিক দান করেন।