Sohidul Islam Mahadi

Sohidul Islam Mahadi অভিজ্ঞতার ঝুলি বেশ পাকাপোক্ত তাই আমার মাথায় কাঠাল ভেঙে খাওয়ার কোনো সু্যোগ নেই
অতএব...... ☺️😊

সাগরপাড়ি দিয়ে ইতালি যাবার স্বপ্ন অবশেষে ক ঙ্কা ল হয়ে বাড়ি ফিরলো লিবিয়ায় মানব পাচারের শিকার হয়ে ৯ মাস ধরে অমানবিক নি ...
30/09/2025

সাগরপাড়ি দিয়ে ইতালি যাবার স্বপ্ন অবশেষে ক ঙ্কা ল হয়ে বাড়ি ফিরলো লিবিয়ায় মানব পাচারের শিকার হয়ে ৯ মাস ধরে অমানবিক নি র্যা তনের শি কার হওয়া দুই তরুণ বাংলাদেশি ঝিনাইদহের মতিউর রহমান সাগর ও কুষ্টিয়ার তানজির শেখ ২০ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে দেশে ফিরছেন। বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর: UZ222) একটি ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

কারাগারের ভিতরেই ব্লগ ভিডিও বানাবে তৌহিদ আফ্রিদি।
28/09/2025

কারাগারের ভিতরেই ব্লগ ভিডিও বানাবে তৌহিদ আফ্রিদি।

ছবিটা একটু ভালো করে লক্ষ করুন। ছবিটা হাসিঠাট্টার ছলে তুলেছে কিনা জানি না। তবে আমার কাছে এটা শুধুই একটা ছবি না। এটায় এদেশ...
17/09/2025

ছবিটা একটু ভালো করে লক্ষ করুন। ছবিটা হাসিঠাট্টার ছলে তুলেছে কিনা জানি না। তবে আমার কাছে এটা শুধুই একটা ছবি না। এটায় এদেশের বর্তমান প্রেক্ষাপটের একাংশ স্পষ্ট ভাবে ফুটে উঠেছে।

সবার ক্ষেত্রে না হলেও অনেকের জন্য এটা চরম সত্য। কারণ বর্তমান সময়ে শো-আপ এর একটা অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ফোন। কোন কোন উঠতি বয়সী ছেলে-মেয়ের ক্ষেত্রে বাড়ির চুলায় হাঁড়ি চড়ুক আর না চড়ুক তাদের চাকচিক্য আর লেটেস্ট মডেলের ফোন চাই-ই চাই !

অনেক বেকার ছেলে মেয়ের হাতেও ৪০/৫০ হাজার থেকে শুরু করে লাখ টাকা দামের ফোন থাকে। কিন্তু তারা কর্ম নাই বলে হাহুতাশ করে বেড়ায়। অথচ তাঁরা চাইলেই ঐ ফোনের অর্থ দিয়ে ক্ষুদ্র পরিসরে যে কোন ব্যবসা শুরু করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।

কথায় আছে সখের তুলা ৮০। তেমনই আমাদের অবস্থাও তাই৷ লক্করঝক্কর ঘরে পুরান কাঁথা বালিশের বিছানায় শুয়ে বালিশে পাশে একটা দামি ফোন না রাখলে ঘুমই আসে না ! কেউ কেউ তো আবার এই সকল উচ্চাভিলাষী সখ পূরণের জন্য নিজেদের চরিত্র পর্যন্ত দরদামের পাল্লায় তুলে ফেলতেও দ্বিধা করে না।

কথাগুলো সবার জন্য না। যারা জন্মগত ধনীর দুলাল/দুলালী তাদের হিসাব আলাদা। কথাগুলো মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য। পারিবারিক অবস্থা বিবেচনায় ভাব ভঙ্গি নিয়ে চলা উচিত। সব কিছুরই মানানসই বলে একটা কথা আছে।

সব শেষে দুইটা কথা বলি;
১| খড়ের গাদা মণিমুক্তা রাখার জায়গা না। মণিমুক্তা রাখতে হয় সিন্দুকে।
২| ঘোড়া কেনার আগেই চাবুক কিনে চাবুক হাতে নিজেই ঘোড়ার মত না দৌড়ে; আগে ঘোড়া কিনুন। দেখবেন চাবুকের ব্যবস্থা আপনাআপনি হয়ে যাবে।

বুঝলে বোঝেন, না বুঝলে নাই।
সবার জন্য শুভ কামনা।

▪️
________রকিবুল হাসান
১৬ সেপ্টেম্বর ২০২৫ [ টঙ্গী ]

ছবি : ফেসবুক গ্রুপ থেকে সং*গৃহীত

খুবই হৃদয়বিদারক ও মর্মান্তিক। বিয়ে-শাদির ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়া উচিৎ।চট্টগ্রাম চন্দনাইশে মাত্র ৩ লাখ টাকা যৌতুকের ...
04/09/2025

খুবই হৃদয়বিদারক ও মর্মান্তিক। বিয়ে-শাদির ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়া উচিৎ।
চট্টগ্রাম চন্দনাইশে মাত্র ৩ লাখ টাকা যৌতুকের জন্য বিয়ের ৮ মাসের মধ্যে স্বামীর হাতে খু-ন হয় স্ত্রী।

01/09/2025

🎧 সাউন্ড ডিজাইন শিখে গড়ে তোলো ক্যারিয়ার!

🔥 কোর্স লঞ্চ উপলক্ষে সেপ্টেম্বরের ১-১৪ তারিখ পর্যন্ত, কুপন কোড ব্যাবহারে পাচ্ছেন ৪৫% ডিসকাউন্ট 🥰

✨কুপন কোড✨
👉MAHADI45👈

🎁 কোর্সে ভর্তি হয়ে জিতে নিন Focusrite Solo Studio Bundle একদম ফ্রীতে।🎉🎊

🔊 শব্দের ভেতর লুকিয়ে থাকা সৌন্দর্যকে বের করে আনুন!
লুফে নিন ইসলামি সাউন্ড ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্স 🔥

অ্যাডভান্স ইসলামিক সাউন্ড ডিজাইন কোর্সে ভর্তি হয়ে আপনার স্কিলের দিগন্তকে প্রসারিত করুন। 🥰

🎶 এখনকার অডিও প্রোডাকশন দুনিয়ায় Sound Design হচ্ছে সেরা পার্থক্য তৈরির হাতিয়ার।

Studio One সফটওয়্যারে ৫০+ প্রি-রেকর্ডেড ক্লাস সহ ফুল কোর্স। নতুন-পুরাতন সবার জন্য উপযোগী।

🎓 ইন্সট্রাক্টর: মিনহাজুল ইসলাম (Minhaz Verse)
🖥️ ক্লাস: প্রি-রেকর্ডেড
🎁 বোনাস: ফ্রি প্যাড প্রিসেটস প্যাক

আর দেরী কেন?
📞 কল করুন: 01617503561
📝 ভর্তি হতে আগ্রহী হলে এখনই ইনবক্স করুন অথবা কল করুন উপরে দেওয়া নাম্বারে।

🎹 কোর্সে যা যা শিখবেন:
✅ Studio One use
✅ Professional Recording
✅ BPM Fixing
✅ Autotune
✅ Pitch Correction
✅ Advance Vocal Processing
✅ Basic Music Theory
✅ Background Chord Progression
✅ Pad Selection
✅ Pad Mixing
✅ Chorus Making
✅ Harmoney Making
✅ Song Structure
✅ Rhythm Making
✅ Rhythmic Chord
✅ Rhythmic Bass Making
✅ Zikir Making
✅ Intro/Prelude Making
✅ Interlude/Braking Humming
✅ Background Humming
✅ Outro / Ending Humming Making
✅ Duff
✅ Automation
✅ Vocal Chopping
✅ Vocal Sampling on Midi
✅ SFX
✅ Advance Mastering

🎁 বোনাস সুবিধা:
✔️ ক্লাইন্টের প্রজেক্ট ব্রেকউন
✔️ লাইফটাইম ফুল সাপোর্ট এবং প্রশ্ন করার সুবিধা
✔️ বেতালা-বেসুরা গানকে প্রফেশনাল সাউন্ড করানোর টেকটিক

🚀 কেন শিখবেন?
✅ নিজের গজল নিজেই প্রফেশনাল মানে সাউন্ড ডিজাইন ও রিলিজ করতে পারবেন।
✅ সাউন্ড ডিজাইনের মাধ্যমে আয় করার সুযোগ তৈরি হবে।
✅ নিজের ক্যারিয়ার গড়ার পথ হবে সহজ ও স্বপ্নময়।

🌟 সময় সীমিত- তাই দেরি না করে এখনই কোর্সে এনরোল করুন!

📞 যোগাযোগ: 01617503561 (Call/whatsApp)
📩 ইনবক্স করুন এখনই ভর্তি নিশ্চিত করতে!

01/09/2025

কাজের ডেমো ❤️✅ আজই কোর্স টা শুরু করুন ❤️

আগেই বলছিলাম যার যার অবস্থান থেকে পালাও 😆
26/08/2025

আগেই বলছিলাম যার যার অবস্থান থেকে পালাও 😆

📌 নেত্রকোনায় আজকের ঘটনা থেকে শিক্ষা  নেত্রকোনার একটি প্রাইভেট হাসপাতালে আজ সকাল ৯টা ২৫ মিনিটে একটি অদ্ভুত শিশুর জন্ম হয়ে...
18/08/2025

📌 নেত্রকোনায় আজকের ঘটনা থেকে শিক্ষা

নেত্রকোনার একটি প্রাইভেট হাসপাতালে আজ সকাল ৯টা ২৫ মিনিটে একটি অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। শিশুটি জন্মগত বিকলাঙ্গতায় আক্রান্ত হয়ে পৃথিবীতে এসেছে।

🔖 এ থেকে আমাদের জন্য শিক্ষা কী?

➡️ ১. আল্লাহর কুদরতের নিদর্শন
وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ
"আর তিনি এমন অনেক কিছু সৃষ্টি করেন, যা তোমরা জানো না।" (সূরা নحل: ৮)

➡️ ২. সুস্থ দেহ-মন পাওয়া অনেক বড় নিয়ামত

➡️ ৩. আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া জরুরি
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যার দিন শুরু হয় নিরাপদ অবস্থায়, সুস্থ শরীরে এবং তার দিনের খাবার আছে—তাহলে তার কাছে যেন পুরো দুনিয়া এনে দেয়া হয়েছে।" (তিরমিযি)

➡️ ৪. গুনাহ থেকে বাঁচা ও আল্লাহর দিকে রুজু করা উচিত

---

🔰 দোয়া:
আল্লাহ তায়ালা আমাদের সন্তানদেরকে সুস্থ, সুন্দর ও নেককার বানিয়ে দিন। আল্লাহ যেন আমাদের অন্তরকে নরম করে দেন এবং সবসময় তাঁর কৃতজ্ঞ বান্দা হতে তাওফিক দান করেন।

😂😂
15/08/2025

😂😂

12/08/2025

পাথর লুটপাট শেষে প্রশাসন এসে নাটক দেখালো😆
লুটপাট এর আগে আপনারা আসতেন ওদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেন এখন আসছেন বাল ছিঁড়তে 🥴

আহারে 😭😭😭😭একই পরিবারের ৭ জনের মৃত্যু। ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভার...
06/08/2025

আহারে 😭😭😭😭
একই পরিবারের ৭ জনের মৃত্যু।

ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলে ও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি,
পরে ফায়ার সার্ভিস এসে প্রায় ১ থেকে দেড় ঘন্টার চেষ্টায় উদ্ধার করে একে একে ৭টা মরদেহ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ও ৪ টি শিশু।

সকলকেই মৃত বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের লোকজন।
ইন্না-লিল্লাহি ওইন্নাইলাইহি রজিউন।
আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক।

Address

Chittagong
1

Telephone

+8801608289291

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohidul Islam Mahadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category